আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৩

আওয়ামী লীগের স্বতন্ত্রদের চাপে মেনন–ইনুসহ শরিকেরা
আওয়ামী লীগের কাছ থেকে ছাড় পাওয়া ছয়টি আসনের কয়টিতে জোটের শরিকেরা জয় পাবেন, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নেমেও স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীদের পাশে পাচ্ছেন না রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুসহ ১৪–দলীয় জোটের শরিক দলের নেতারা। উল্টো স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকা স্থানীয় আওয়ামী লীগ নেতাদের শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে তাঁদের। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগের কাছ থেকে ছাড় পাওয়া ছয়টি আসনের কয়টিতে জোটের শরিকেরা জয় পাবেন, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি জোটের শরিক তিনটি দলকে মোট ছয়টি আসন ছেড়ে দিয়েছে। এর মধ্যে জাসদকে ছাড়া হয়েছে কুষ্টিয়া–২, বগুড়া-৪ ও লক্ষ্মীপুর–৪ আসন। ওয়ার্কার্স পার্টি পেয়েছে বরিশাল-২ ও রাজশাহী-২ আসন এবং জেপি ছাড় পেয়েছে পিরোজপুর-২। এসব আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন শরিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতারা। সূত্র: প্রথম আলো

অভিযোগ বেশি মন্ত্রী-এমপি নৌকার প্রার্থীদের বিরুদ্ধে

মন্ত্রী, সংসদ সদস্য ও নৌকার প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বেশি পাওয়া যাচ্ছে বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে। তাঁদের কয়েকজনের বিরুদ্ধে একাধিকবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তফসিল ঘোষণার পর বারবার নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করায় কুমিল্লা-৬ আসনের নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার ও বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে তলব করেছে ইসি।গতকাল সোমবার আগারগাঁও নির্বাচন কমিশনের আইন শাখার উপসচিব আব্দুস সালাম স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানা যায়।নৌকার এই দুই প্রার্থীকে আগামী ২৭ ডিসেম্বর বিকেলে ইসিতে সশরীরে উপস্থিত হয়ে প্রার্থিতা কেন বাতিল হবে না, এ ব্যাপারে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এমপি বাহাউদ্দিন বাহারের নির্বাচনী প্রচারের সময় দুজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ রয়েছে তাঁর সমর্থকদের বিরুদ্ধে। গত ২০ ডিসেম্বর কুমিল্লা-৬ (সদর) আসনের নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে তাঁর নেতাকর্মীরা দুই সাংবাদিকের ওপর হামলা চালান। বাহারের নির্বাচনী প্রচারকালে কুমিল্লা নগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের ফটকে এই ঘটনা ঘটে। সূত্র: কালের কণ্ঠ

পোশাক রপ্তানি কমেছে প্রচলিত সব বাজারে

তৈরি পোশাকের বড় সব বাজারে রপ্তানি কমেছে। হালনাগাদ পরিসংখ্যান বলছে, একক রাষ্ট্র হিসেবে বড় বাজার যুক্তরাষ্ট্র এবং জোটগত বড় বাজার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রধান এ পণ্যের রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে কম। আরেক বাজার কানাডাতেও একই চিত্র। তৈরি পোশাকের মোট রপ্তানি আয়ের ৮৫ শতাংশের মতো আসে প্রচলিত এসব বাজার থেকে। প্রচলিত বাজারে রপ্তানি কমে যাওয়া ভাবিয়ে তুলেছে উদ্যোক্তাদের। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে রপ্তানি খাতের জন্য বিপদের কারণ হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং শ্রম অধিকার রক্ষার ইস্যুতে নিষেধাজ্ঞার শঙ্কা আগামী দিনে রপ্তানিতে প্রভাব ফেলবে কিনা, তা নিয়ে রপ্তানিকারকদের উদ্বেগ রয়েছে। এ ছাড়া মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে নীতি সুদহার বাড়িয়ে আমদানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ।রপ্তানি কমে আসার কারণ ও পরিণতি সম্পর্কে জানতে চাইলে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান সমকালকে বলেন, প্রচলিত বাজারে রপ্তানি কমে আসা অবশ্যই উদ্বেগের। বড় বাজারে রপ্তানি কমে আসার কারণে চলতি অর্থবছর শেষে সার্বিকভাবে পোশাক রপ্তানি হয়তো ঋণাত্মক ধারায় নেমে যেতে পারে।বিজিএমইএ সভাপতি উল্লেখ করেন, কেবল বাংলাদেশেরই রপ্তানি কমেছে, তা নয়; ইউরোপ ও আমেরিকায় প্রতিযোগী সব দেশেরই রপ্তানি কমছে। প্রধান দুই প্রতিযোগী চীন ও ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের রপ্তানি কমে আসার হার কম। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে চাহিদা কমে আসা এবং পশ্চিমা দেশগুলোর নানা নীতির কারণে রপ্তানি কমছে। সূত্র: সমকাল

Nagad

রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির খোঁজ মিলেছে

রাশিয়ার বিরোধী নেতা এবং পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির খোঁজ মিলেছে। তিনি বেঁচে আছেন। সাইবেরিয়ার একটি পেনাল কলোনিতে রাখা হয়েছে তাকে। সোমবার নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নাভালনি এখন রাশিয়ার উত্তরাঞ্চলে রয়েছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, এর আগে কারাগার থেকে তাকে সরিয়ে নেওয়ার পর গত ৬ ডিসেম্বর থেকে তার দলের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম প্রধান প্রতিপক্ষ হিসেবে মনে করা হয় নাভালনিকে। ২০২১ সাল থেকেই বন্দী রয়েছেন তিনি। নাভালনির আইনজীবী ইয়ারমিশ জানিয়েছেন, তার সঙ্গে দেখা হয়েছে এবং তিনি ভালো আছেন।
তিনি জানান, নাভালনিকে উত্তর রাশিয়ার স্বায়ত্তশাসিত ইয়ামালো-নেনেট জেলার খার্প এলাকার আইকে-৩ পেনাল কলোনিতে স্থানান্তর করা হয়েছে। এর আগে তাকে মস্কো থেকে ২৩৫ কিলোমিটার পূর্বের মেলেখভোতে আইকে-৬ পেনাল কলোনিতে রাখা হয়েছিল। সূত্র: যুগান্তর

ভোটের মাঠে গোলাগুলি
টাঙ্গাইলে নৌকার মিছিলে গুলি, কুমিল্লায় উপজেলা ভাইস চেয়ারম্যানকে কুপিয়ে আহত গাড়ি ভাঙচুর, লালমনিরহাটে স্বতন্ত্র সমর্থকদের ওপর হামলা, নওগাঁ ফরিদপুরে ক্যাম্পে আগুন ভাঙচুর

জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘাত-সহিংসতা ততই বাড়ছে। দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনি ক্যাম্পে আগুন, প্রতিপক্ষের ওপর হামলা, হুমকি এমনকি গুলিবর্ষণের ঘটনাও ঘটছে। নির্বাচনি ডামাডোলে উত্তপ্ত হয়ে উঠেছে বিভিন্ন এলাকা। সারা দেশে প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘাত-সহিংসতার খবর পাঠিয়েছেন আমাদের নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিরা- টাঙ্গাইল : টাঙ্গাইল-৫ (সদর) আসনে নৌকার মিছিলে বর্তমান এমপি ও স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী ছানোয়ার হোসেনের সমর্থকের গুলিতে যুবলীগ নেতাসহ তিনজন আহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় গতকাল সদর থানায় মামলা দায়ের করেছেন আহত রোকনের বাবা ফজলুল রহমান। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫ জনকে আসামি করা হয়েছে। এর আগে রবিবার রাত ১১টার দিকে উপজেলার বাঘিল ইউনিয়নে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন বাঘিল ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী এমদাদুল ও সিয়াম। রোকনের অবস্থা আশঙ্কাজনক। জেলা যুবলীগ সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার বিপ্লব বলেন, রোকন, সিয়াম ও এমদাদুল চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও বলেন, আমাদের প্রতিপক্ষ স্বতন্ত্র ঈগলের কর্মী-সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী অ্যাডভোকেট মামুনুর রশিদ বলেন, রাতে বাঘিলে নৌকার পক্ষে তাঁর সমর্থকরা মিছিল বের করেন। এ সময় স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনের সমর্থকরা অতর্কিত গুলি চালান। এতে ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদকসহ তিনজন গুলিবিদ্ধ হন। তাদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। এমপি ছানোয়ার হোসেন বলেন, আমার কোনো নেতা-কর্মী এ ঘটনার সঙ্গে জড়িত নয়। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দেওয়া আছে, গত কয়েক দিনে আমার অনেক নেতা-কর্মীর ওপর হামলা করেছে। টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, এ ঘটনায় স্বতন্ত্র (ঈগল) প্রতীকের প্রার্থীর দুই সমর্থককে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। সূত্র: বিডি প্রতিদিন।

রকেট মার্কায় ভোট করছেন সরকারি চাকরিজীবী!

সরকারি চাকরির তথ্য গোপন করে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মোহাম্মদ সালাহউদ্দিনকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে সিভিল সার্জন কার্যালয়। পাশাপাশি গত রবিবার বিষয়টি চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী দেশ রূপান্তরকে জানান, গত রবিবার তারা বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়ে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা ইসিকে জানিয়েছি সরকারি চাকরি থেকে পদত্যাগ না করেই মো. সালাহউদ্দিন নির্বাচনে প্রার্থী হয়েছেন। তার নির্বাচনী প্রতীক রকেট।’ সূত্র: দেশ রুপান্তর

আমরা খুবই কঠিন সময় অতিক্রম করছি: ওবায়দুল কাদের

আমরা খুবই কঠিন সময় অতিক্রম করছি—এমনটা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনে এ কথা বলেন ওবায়দুল কাদের।
কাদের বলেন, ‘আমরা খুবই কঠিন সময় অতিক্রম করছি। সারা বিশ্বই সংকটের আবর্তে ঘুরপাক খাচ্ছে। বিশ্বসংকটের প্রভাব-প্রতিক্রিয়া থেকে আমরা বিচ্ছিন্ন নই। আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে অবিচ্ছেদ্য বন্ধন আছে।’ ইউক্রেন, সুদান ও মাধ্যপ্রাচ্য-সংকটের কথা তুলে ধরে কাদের বলেন, ‘এরকম পরিস্থিতিতে আমরাও সংকটে আছি। দোষটা বড় বড় দেশগুলোর, কিন্তু দায় পড়ছে আমাদের ওপর, শাস্তি পাচ্ছি আমরা। দেশে আমাদের গরিবেরা সাফার করছে, প্রান্তিক মানুষ কষ্ট পাচ্ছে। বাজারে জিনিসপত্রের যে ঊর্ধ্বগতি, সেটা নিয়েও মানুষের দুঃখ-কষ্টের আবহ তৈরি হয়েছে।’ সূত্র: আজকের পত্রিকা।

এলএনজি আমদানি
গ্যাসের দাম বাড়ানোর পরও আর্থিক উন্নতির দেখা পায়নি পেট্রোবাংলা

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি শুরু হয় ২০১৮ সালের এপ্রিলে। এর আগ পর্যন্ত লাভে থাকা সরকারি সংস্থাগুলোর অন্যতম ছিল পেট্রোবাংলা। এলএনজি আমদানি শুরুর পর ২০১৮-১৯ অর্থবছরে প্রথম লোকসান দেয় প্রতিষ্ঠানটি। এর পর থেকে এখন পর্যন্ত কোনো অর্থবছরেই মুনাফা করতে পারেনি পেট্রোবাংলা। ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ পর্যন্ত গত পাঁচ অর্থবছরে সংস্থাটির পরিচালন লোকসান হয়েছে ১১ হাজার কোটি টাকার বেশি। যদিও এ সময়ের মধ্যে গ্যাসের দাম তিন দফায় বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ও জ্বালানি বিভাগ। এলএনজি আমদানির জন্য প্রতি বছর বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে যাচ্ছে সরকার। তবুও অব্যাহতভাবে লোকসান দিয়ে গেছে দেশের গ্যাস খাত। এ লোকসান কমাতে গত পাঁচ অর্থবছরে বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবের ভিত্তিতে গ্যাসের দাম বাড়ানো হয়েছে তিন দফায়। এ সময় সবচেয়ে বেশি দাম বেড়েছে সরকারি-বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প-কারখানায় বিতরণকৃত গ্যাসের। সূত্র: বণিক বার্তা।

‘আমি শেখ হাসিনার প্রার্থী, আমি ভারতের প্রার্থী’

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রথম পাতার খবর ‘আমি শেখ হাসিনার প্রার্থী, আমি ভারতের প্রার্থী’। একজন স্বতন্ত্র প্রার্থী ও একজন সাবেক সংসদ সদস্যের সাথে একজন সরকারি কর্মকর্তার মধ্যকার ফাঁস হওয়া মোবাইল কথোপকথনের বরাত দিয়ে এই খবরটি করা হয়েছে। এতে মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) ও সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নানকে ওই কথা বলতে শোনা যায়। খবরে বলা হয়েছে, তিনি একজন সরকারি কর্মকর্তাকে হুঙ্কার দিয়ে বলেছেন, ‘মনে রাখতে হবে আমি শেখ হাসিনার প্রার্থী, আমি ভারতের প্রার্থী।’গত ১৭ই ডিসেম্বর আব্দুল মান্নান মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাসের ঙ্গে মোবাইল ফোনে কথোপকথনের সময় এসব কথা বলেন।তাদের এক মিনিট পাঁচ সেকেন্ডের কথোপকথনের কল রেকর্ড ফেসবুকে ভাইরাল হয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

নির্বাচনী সফরে রংপুরে শেখ হাসিনা

নির্বাচনী সফরে রংপুরে এসেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে তিনি পীরগঞ্জ, মিঠাপুকুর ও তারাগঞ্জে নির্বাচনী সভায় যোগ দেওয়ার পাশাপাশি স্বামী পরমাণু বিজ্ঞানী এমএ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উড়োজাহাজে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সৈয়দপুর থেকে সড়কপথে প্রথমে রংপুরের তারাগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা। সেখানে সংক্ষিপ্ত জনসভায় যোগদান শেষে মিঠাপুকুর যাবেন। সেখানে একটি পথসভায় যোগদান শেষে স্বামীর গ্রামের বাড়ি পীরগঞ্জের লালদীঘি ফতেহপুর যাবেন শেখ হাসিনা। ফতেহপুরে স্বামীর কবর জিয়ারত করবেন এবং নিকটাত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় করে সময় কাটাবেন তিনি।সবশেষে বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি। প্রধানমন্ত্রী ও পীরগঞ্জের পুত্রবধূর আগমনে গোটা জেলায় সাজ সাজ রব। উৎসবের আমেজ বিরাজ করছে দলীয় নেতা-কর্মীদের মধ্যে। নিরাপত্তা জোরদারসহ সব রকমের প্রস্তুতি নিয়েছে পুলিশ-প্রশাসন। সূত্র: বাংলানিউজ