আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৩

প্রস্তাবেই আকাশচুম্বী খরচ

দেশের উন্নয়নে সরকারের নানা প্রকল্প প্রস্তাবে আকাশচুম্বী ব্যয় ধরা হচ্ছে। এতে অনেক প্রকল্পে সম্ভাব্য ব্যয় বরাদ্দের চেয়ে অস্বাভাবিক ব্যয় অনুমোদন পেয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কোনো প্রকল্পে বিপুল ব্যয় ধরা হলে তা বিচার-বিশ্লেষণ করে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করে পরিকল্পনা কমিশন। এর পরও কিছু প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে অনেক সময় ফাঁকফোকর থাকে, যা তাড়াহুড়ার কারণে অনেক সময় শনাক্ত করা সম্ভব হয় না।এতে সম্ভাব্য ব্যয়ের চেয়ে প্রকল্পে অনেক বেশি ব্যয়ের বিষয়টি অনুমোদন পেয়ে যায়।পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, গত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে ইমপ্রুভমেন্ট প্রজেক্ট-১। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে আট হাজার ৫৫৬ কোটি টাকা। প্রকল্পে পাঁচ হাজার ৭০৯ কোটি টাকা দিচ্ছে জাপান আন্তর্জাতিক সহযোহিতা সংস্থা (জাইকা)। সূত্র: কালের কণ্ঠ

‘বেশি টাকায় কম সময়ে’ এনআইডি সংশোধন

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনসহ অসৎ উদ্দেশ্যে বয়স কমানো-বাড়ানোর ‘সার্ভিস সেন্টার’ খুলে বসেছেন দোকানিরা। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) এলাকায় এ রকম কিছু ছোট ছোট দোকান রয়েছে। এনআইডি কার্ডের ভুল সংশোধন করতে সেখানে প্রতিদিনই ভিড় করেন ভুক্তভোগীরা। এই সুযোগ কাজে লাগিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি জালিয়াত চক্র। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্তে বেরিয়ে এসেছে এই চক্রে নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় দোকানি ও অঙ্গীভূত আনসার সদস্যরা জড়িত।তদন্ত-সংশ্লিষ্টরা জানান, চক্রটি এনআইডির যে কোনো ধরনের ভুলত্রুটি সমাধান করে। তারা এ কাজে সময় নেয় কম, টাকা নেয় বেশি। এখন পর্যন্ত এই চক্রের ২৩ জনকে শনাক্ত করেছে সিআইডি। এর মধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চারজন আদালতে জবানবন্দি দিয়েছেন। তাতে আরও অনেকের নাম উঠে এসেছে।গত ২২ সেপ্টেম্বর এনআইডি কার্ড জালিয়াতির অভিযোগে পল্টন থানায় একটি মামলা করে পুলিশ। সেই মামলায় ২৩ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া আরও ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সূত্র: সমকাল

নির্বাচন বন্ধের ষড়যন্ত্র প্রসঙ্গে সিলেটে জনসভায় শেখ হাসিনা
এত সাহস কোথায় পায়
অতীতেও অগ্নিসন্ত্রাস নির্বাচন ঠেকাতে পারেনি, এবারও পারবে না * নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও দেশসেবার সুযোগ দেওয়ার আহ্বান

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুইটা আগুন দিলে সরকার পড়ে যাবে, অত সহজ না। মানুষের জীবন কেড়ে নেবে, মানুষকে ভোট দিতে দেবে না, নির্বাচন বন্ধ করবে-এত সাহস কোথা থেকে পায়। সামান্য মনুষ্যত্ব থাকলে এরা (বিএনপি) ট্রেনে আগুন দিয়ে ছোট শিশুসহ মাকে পুড়িয়ে অঙ্গার করতে পারত না। এসব বোমাবাজ, অগ্নিসন্ত্রাসী ও নাশকতাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগুন নিয়ে খেলতে গেলে সে আগুনেই হাত পোড়ে, এটা তাদের মনে রাখা উচিত। অতীতেও অগ্নিসন্ত্রাস নির্বাচন ঠেকাতে পারেনি, এবারও পারবে না। বুধবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিশাল নির্বাচনি জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তফশিল ঘোষণার পর আনুষ্ঠানিক নির্র্বাচনি প্রচার শুরুর প্রথম দিনে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন। পরে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও দেশসেবার সুযোগ দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, এই নৌকা হচ্ছে নূহ নবির নৌকা। এ নৌকা দিয়েই মানবজাতিকে রক্ষা করেছিলেন রাব্বুল-আলামিন। এ নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। । সূত্র: যুগান্তর

Nagad

স্বতন্ত্র জমজমাট ট্রাক ঈগলে
মাঠে আছেন কাস্তে ফুলকপি প্রার্থীও

দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচনি লড়াইয়ে নেমেছেন আওয়ামী লীগেরই নেতৃবৃন্দ। এসব স্বতন্ত্র প্রার্থীর বেশির ভাগই নির্বাচনি প্রতীক পেয়েছেন ট্রাক, ঈগল, ফুলকপি আর কাস্তে। তবে বেশির ভাগ স্বতন্ত্র প্রার্থীর প্রতীক ট্রাক আর ঈগল। নির্বাচনে জয় নিশ্চিত করতে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছেন এসব প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীদের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন নৌকার মাঝিরাও। সব মিলিয়ে ভোটের মাঠে নৌকার বিরুদ্ধে জমজমাট লড়াই চলছে ট্রাক, ঈগল, ফুলকপি আর কাস্তেওয়ালাদের। এসব প্রতীকের স্বতন্ত্র প্রার্র্থীদের সরব প্রচারণায় তীব্র চাপের মুখে আছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং এমপিসহ দলের শতাধিক হেভিওয়েট প্রার্থী। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে হারের শঙ্কা আছে অনেকেরই। নির্বাচনি প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। কোথাও কোথাও আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রার্থীকে সমর্থন করা নিয়ে পরস্পরের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়েছেন। কোথাও আবার চলছে মারামারি। নানা চাপ ও গৃহদাহের এ নির্বাচন ঘিরে চায়ের দোকান, হাট-বাজার, রাস্তাঘাটে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে হচ্ছে আলোচনা।
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রায় অর্ধেক প্রার্থীই নিজেদের প্রতীক হিসেবে ঈগল বেছে নিয়েছেন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাননি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন এমন আলোচিত হেভিওয়েট প্রার্থীরাই ঈগল প্রতীকের দিকে ঝুঁকছেন বলেও আলোচনা রয়েছে। ঈগল প্রতীক পেয়েছেন এমন প্রার্থীরা অবশ্য বলছেন, স্বতন্ত্র প্রার্থীদের জন্য যেসব প্রতীক রাখা হয়েছে তার মধ্যে এটি মানসম্মত হওয়ার কারণেই সেটি পছন্দ করেছেন তারা।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন ১৮৯৫ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ৩৮২ জন। তাদের মধ্যে ১৫২ জন প্রার্থীই ঈগল প্রতীক বেছে নিয়েছেন। সিলেট বিভাগের ১৯টি আসনের প্রার্থীদের প্রতীক বিশ্লেষণ করে দেখা যায় মোট ১৭ জন প্রার্থী স্বতন্ত্র হিসেবে লড়ছেন, যার মধ্যে ঈগল প্রতীক পেয়েছেন সাতজন। সূত্র: বিডি প্রতিদিন।

৩০ কোটি টাকা পাচ্ছে সৌদিতে খুন হওয়া ২ জনের পরিবার

সৌদি আরবে নিহত দুই বাংলাদেশি নাগরিকের পরিবার ক্ষতিপূরণ হিসেবে প্রায় ৩০ কোটি টাকা পাচ্ছে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর মধ্যস্থতায় এই অর্থ আদায় করা হয়েছে। গতকাল বুধবার সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৬ সালে দাম্মামে নিহত সাগর পাটোয়ারীর পরিবারকে ৫১ লাখ সৌদি রিয়াল এবং ২০১৯ সালে রিয়াদে নিহত আবিরণ বেগমের পরিবারকে ৪৮ লাখ ৮০ হাজার সৌদি রিয়াল ক্ষতিপূরণ দেওয়া হবে। সাগর পাটোয়ারী ও আবিরণ হত্যা মামলায় সৌদি আরবে কোনো বাংলাদেশির অনুকূলে সর্বোচ্চ ব্লাডমানি আদায়ের ঘটনা ঘটল। নিহত দুজনের পরিবার সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও দূতাবাসে কর্মরত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ ছাড়া এই মধ্যস্থতার ফলে দুই সৌদি নাগরিকের প্রাণ বেঁচে যাওয়ায় সৌদি সরকার এবং আসামিদের পরিবার সন্তোষ প্রকাশ করে। সূত্র: দেশ রুপান্তর

গফরগাঁওয়ে মসজিদভিত্তিক শিক্ষা
প্রকল্প আছে, শিক্ষার্থী নেই, কেন্দ্রের বরাদ্দ আত্মসাৎ

ময়মনসিংহের গফরগাঁওয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র ২১৭টি। কিন্তু এর বেশির ভাগই মুখ থুবড়ে পড়েছে। প্রতিটি কেন্দ্রে ৩০ জন শিক্ষার্থী থাকার কথা। কিন্তু বাস্তবে দু-একটি কেন্দ্রে হাতে গোনা শিক্ষার্থী ছাড়া বেশির ভাগ কেন্দ্রই শিক্ষক-শিক্ষার্থীশূন্য। তবু নিয়মিত বেতন-ভাতা তুলে সরকারি টাকা আত্মসাৎ করা হচ্ছে।ধর্মীয় শিক্ষায় শিশুদের অনুপ্রাণিত করতে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে এই প্রকল্প। গফরগাঁওয়ে নানা অনিয়মের পেছনে ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজারের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক ও অভিভাবকদের। সম্প্রতি ক্লাস চলাকালে গফরগাঁও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাজীবাড়ি জামে মসজিদসংলগ্ন প্রাক্-প্রাথমিক শিক্ষা কেন্দ্রে কোনো শিক্ষার্থীকে পাওয়া যায়নি। রাস্তার পাশে কাপড় নাড়তে দেখা যায় শিক্ষক ছাহেরা আক্তারকে। কেন্দ্রটি তাঁর ঘরের বারান্দায়। সেখানে একটি ভাঙা ব্ল্যাকবোর্ড ঝোলানো অবস্থায় দেখা যায়।
শিক্ষার্থী না আসার কারণ জানতে চাইলে শিক্ষক ছাহেরা আক্তার বলেন, এখন সকাল ১০টা বাজে। প্রতিদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে ক্লাস চলে বেলা ১১টা পর্যন্ত। গত কয়েক দিন শিক্ষার্থীদের পরীক্ষা ছিল। আজকে কয়েকজন শিক্ষার্থী ঠান্ডা-সর্দিতে আক্রান্ত হয়েছে। তাই সবাইকে একটু আগেই ছুটি দেওয়া হয়েছে। সূত্র: আজকের পত্রিকা।

বড় অংকের রেমিট্যান্সগুলো আসছে ব্যাংকিং চ্যানেল এড়িয়ে

বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্সের বড় একটি অংশ দেশে ঢুকছে ব্যাংকিং চ্যানেলকে পাশ কাটিয়ে। বিশেষ করে বড় অংকের অর্থ লেনদেনের ক্ষেত্রে প্রবাসীদের ব্যাংক খাতকে এড়িয়ে চলার প্রবণতা দেখা যাচ্ছে বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) গত সপ্তাহে প্রকাশিত খানা আয়-ব্যয় জরিপের চূড়ান্ত প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ব্যাংকবহির্ভূত চ্যানেলে আসা রেমিট্যান্সের বৃহৎ একটি অংশ জুড়ে রয়েছে বড় অংকের লেনদেন। ব্যাংকবহির্ভূত এসব বড় অংকের লেনদেনের সঙ্গে যুক্ত রয়েছে বিভিন্ন ট্রাভেল এজেন্সিও। বিষয়টি উদ্বিগ্ন করে তুলেছে অর্থনীতিবিদদের। তারা বলছেন, ট্রাভেল এজেন্সিসহ বিভিন্ন অননুমোদিত মাধ্যমে প্রবাসীদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহের বিষয়টির সঙ্গে হুন্ডির সংযোগ রয়েছে। ট্রাভেল এজেন্সির আড়ালে চলছে মানি এক্সচেঞ্জ, হুন্ডি ও উড়োজাহাজের টিকিট বিক্রির কারবার। দুবাই, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে এমন ব্যবসা বাড়ছে। অনেক ক্ষেত্রে এসব রেমিট্যান্স সংগ্রহের পর দেশের বিভিন্ন ব্যাংকের সঙ্গে দরকষাকষি করে সেগুলো আবার বেশি মূল্যে দেশে পাঠানোর ঘটনাও ঘটছে। সূত্র: বণিক বার্তা।

ব্যক্তিগত কাজ সহজ করার প্ল্যাটফর্ম ‘সরলীকরণ’
ধরুন আপনি ঢাকার বাইরে, অথচ কোনো গুরুত্বপূর্ণ কাজ আটকে রয়েছে ঢাকায়। হয়তো একটি জরুরি কাগজ পাঠাতে হবে নির্দিষ্ট কোনো অফিসে, কিংবা আজকের মধ্যে রিসিভ করতে হবে গুরুত্বপূর্ণ কোনো পার্সেল। এমন পরিস্থিতিতে কী করবেন? প্রচুর অর্থ খরচ করেও ঠিক আপনার হয়ে কাজটি করে দেবে, এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন হয়ে উঠবে। এমতাবস্তায় আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে একটি কমিউনিটি। নাম তাদের ‘সরলীকরণ’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী তুষার শাহাদাত শিক্ষকতা করেন যুক্তরাজ্যে। বিদেশে বসেই তিনি সম্পন্ন করছেন ঢাকার একের পর এক ব্যক্তিগত কাজ। কখনো ডকুমেন্টস হারানো নিয়ে থানায় জিডি, আবার কখনো এডমিট কার্ড কিংবা সার্টিফিকেট উত্তোলন। কিন্তু একান্ত ব্যক্তিগত এই কাজগুলো নিজের অনুপস্থিতে কীভাবে করা সম্ভব? আসলে তার হয়ে কাজগুলো করে দিচ্ছিলো একদল যুবক।
ওদিকে এক জায়গায় জরুরি কিছু ডকুমেন্টস পাঠানোর প্রয়োজন ছিল সামিয়া মাসুদ মমর। ব্যস্ত ছিলেন বলে নিজে যেতে পারছিলেন না। তখনই একটি কমিউনিটির কথা মনে পড়ে তার। তাদের জানাতেই কাজটি হয়ে যায় দ্রুততম সময়ে।ধরুন আপনি ঢাকার বাইরে, অথচ কোনো গুরুত্বপূর্ণ কাজ আটকে রয়েছে ঢাকায়। হয়তো একটি জরুরি কাগজ পাঠাতে হবে নির্দিষ্ট কোনো অফিসে, কিংবা আজকের মধ্যে রিসিভ করতে হবে গুরুত্বপূর্ণ কোনো পার্সেল। এমন পরিস্থিতিতে কী করবেন? প্রচুর অর্থ খরচ করেও ঠিক আপনার হয়ে কাজটি করে দেবে, এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন হয়ে উঠবে। এমতাবস্তায় আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে একটি কমিউনিটি। নাম তাদের ‘সরলীকরণ’। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

সার্বক্ষণিক ‘আইবাস’ চালু রাখতে অর্থ সচিবকে ইসির চিঠি

নির্বাচনে বরাদ্দ করা অর্থ উত্তোলনের সুবিধার্থে ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্ট সিস্টেমটি (আইবিএএস++) অর্থ বিভাগের সচিবকে সার্বক্ষণিক চালু রাখতে বললো নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২০ ডিসেম্বর) ইসির বাজেট শাখার উপ-সচিব মো. মঈন উদ্দীন খান এ সংক্রান্ত চিঠি তাকে পাঠিয়েছেন।এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাতিষ্ঠানিক কোডের আওতাধীন ২০টি অর্থনৈতিক কোডে বিভিন্ন দফায় ৬৬ জন রিটার্নিং অফিসার, বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ৩০০টি ইলেকট্রোরাল ইনকোয়ারি কমিটি, আটজন বিভাগীয় কমিশনার, আটজন মহানগর দায়রা জজ, ৬৪ জন জেলা ও দায়রা জজ, ৬৪ জন জেলা প্রশাসক, ৬৪ জন পুলিশ সুপার, ৫৯২ জন সহকারী রিটার্নিং অফিসার, ৬৪ জন জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি, ৬৪ জন সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার, ৪৯৫ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ৫২২ জন উপজেলা/থানা নির্বাচন অফিসারসহ নির্বাচনী কাজে সহায়তাকারী/দায়িত্ব পালনকারী বিভিন্ন সংস্থা/দপ্তরের অনুকূলে একাধিকবার অর্থ বরাদ্দ দিতে হবে। এরই ধারাবাহিকতায় গত ০৯-১৪ ডিসেম্বর মোট ২৩টি মঞ্জুরিপত্র জারি করা হয়। কিন্তু আইবিএএস++ সিস্টেমে অ্যান্ট্রি বিষয়ক জটিলতার কারণে অধিকাংশ ক্ষেত্রে অদ্যাবধি অর্থ উত্তোলন করা সম্ভব হয়নি। এছাড়া বর্তমানে অফিস সময়ের পর এবং ছুটির দিনে আইবিএএস++ সিস্টেম বন্ধ থাকার কারণে মাঠ পর্যায়ে অনুমোদিত অর্থ বরাদ্দের পর সিস্টেমটিতে অ্যান্ট্রি দিতে/অর্থ পরিশোধে বিলম্ব হচ্ছে। সূত্র: বাংলানিউজ

‘বড় নাশকতা ঠেকাতে নতুন ছকে নিরাপত্তা’

নৌকা-স্বতন্ত্রদের সংঘাত নিয়ে যুগান্তরের প্রথম পাতার খবর, ‘বড় নাশকতা ঠেকাতে নতুন ছকে নিরাপত্তা’। প্রতিবেদনে বলা হচ্ছে, নির্বাচন সামনে রেখে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের সংঘাত দুশ্চিন্তা বাড়াচ্ছে। যা জনমনে ভীতি ছড়াচ্ছে। অন্যদিকে বিএনপির সঙ্গে সমমনা দলগুলোর দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে একের পর এক জ্বলছে নাশকতার আগুন। নতুন করে বিএনপির অসহযোগ আন্দোলনের ডাকে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।আনুষ্ঠানিক প্রচার-প্রচারণার শুরু হতেই মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় নৌকা-স্বতন্ত্র সংঘাতে অর্ধশতাধিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তার নতুন ছক তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।নাশকতা ঠেকাতে কেপিআইসহ সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় পাহারা বসানো হচ্ছে। পুলিশ, র‌্যাব, আনসারের পাশাপাশি নিরাপত্তায় কাজ করছেন বিজিবি সদস্যরা। ২৯শে ডিসেম্বর নামবে সেনাবাহিনী। সূত্র: বিবিসি বাংলা ।