ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল শুরু
গাজীপুরের শ্রীপুরে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে এ তথ্য জানান জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. হানিফ আলী।
তিনি জানান, শ্রীপুরের রাজন্দ্রেপুর স্টেশন সংলগ্ন এলাকায় বুধবার ভোরে লাইন কেটে নাশকতা চালায় দুর্বৃত্তরা। এতে মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এরপর জয়দেবপুর-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ১৪ ঘণ্টার পর কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যায় ট্রেন চলাচলের জন্য লাইন উপযোগী করে। বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটে ভাওয়াল এক্সপ্রেস জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যায়।


এর আগে নাশকতার শিকার রেললাইন সংস্কারের পর পরীক্ষামূলকভাবে উদ্ধারকারী ট্রেন চলাচল করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. শফিকুর রহমান।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি সাংবাদিকদের বলেন, ‘উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামের দুমড়েমুচড়ে যাওয়া অংশে ট্রেন চলাচল শুরু হয়েছে।’
বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুর রহমান আরও বলেন, ‘দুর্ঘটনায় শুধু রেললাইনের বগি-ইঞ্জিনই ক্ষতিগ্রস্ত হয়নি। ইঞ্জিন-বগির পাশাপাশি রেললাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১০০টি স্লিপার পুরোই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ৩০০ ফুট রেললাইনে নতুন করে পাত বসানো হচ্ছে। যার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইনের মেরামত শেষে রিলিফ ট্রেন চালানো হয়েছে।
এখন ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে পুরোপুরি ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে।’
এদিকে শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে তিনটি ট্রেন চলাচল করেছে। ঢাকা থেকে ভাওয়াল এক্সপ্রেস ৬টা ৪০ মিনিটে, বলাকা কমিউটার ৭টা ৫মিনিটে ও দেওয়ানগঞ্জ কমিউটার ৮টা ১২ মিনিটে দুর্ঘটনাস্থল হয়ে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে শ্রীপুর স্টেশন ছেড়ে যায়।