কুড়িগ্রামে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেলেন ফরিদা পারভীন

কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৩

সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন নারী নেত্রী ফরিদা পাররভীন।

শনিবার (১১ ডিসেম্বর) আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে ফরিদা পারভীনের অবদানের স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা তুলে দেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।

রোববার (১০ ডিসেম্বর) সকালে একান্ত সাক্ষাতকারে ফরিদা পারভীন বলেন, ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসা থেকে দাখিল ও সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে আলিম পাশ করে ভুরুঙ্গামারী সরকারি কলেজে ডিগ্রীতে ভর্তি হই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র জীবনে বাংলাদেশ আওয়ামীলীগের সাথে যুক্ত হই। এরই ধারাবাহিকতায় ভুরুঙ্গামারী উপজেলা যুবলীগ ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সদস্য ছিলাম। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামীলীগ ভুরুঙ্গামারী উপজেলা শাখার সহ-সভাপতি নির্বাচিত হই। বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগ ভুরুঙ্গামারী উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক পদে নিয়োজিত আছি।

১৯৯৬ সালে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রত্যেকটি ইউনিয়নে ৩ জন মহিলা সদস্যকে সরাসরি নির্বাচনে অংশগ্রহনের সুযোগ দেন। আমি ভুরুঙ্গামারী সদর ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে (৪,৫ ও ৬ নং ওয়ার্ড) নির্বাচনে অংশগ্রহন করে ইউপি মহিলা সদস্য হিসেবে নির্বাচিত হই।

নির্বাচিত হওয়ার পর এলাকার গরীব, দুঃখী ও মেহনতী মানুষের জীবন ও মান উন্নয়নের চেষ্টা করি। বিশেষ করে বাল্য বিবাহ বন্ধ নারীদের অধিকার আদায়, শিশুদের অধিকার আদায়ে কাজ করি।

এর সাফল্য স্বরূপ জনগণ আমাকে ২০০৯ ও ২০১৪ সালে ভুরুঙ্গামারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে পর পর দুই বার ভোট দিয়ে নির্বাচিত করেন এবং ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান পদে ৪ মাস দায়িত্ব পালন করি।

Nagad

সারাদিন.১১ ডিসেম্বর