‘অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে আ. লীগকে ক্ষমতায় আনতে হবে’
অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে আ.লীগকে ক্ষমতায় আনতে হবে-বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোতালেব।
তিনি আজ রবিবার (১০ ডিসেম্বর) মনোনয়ন বাতিলের পর নির্বাচন কমিশন কর্তৃক প্রার্থিতা ফেরত পেয়ে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এ সব কথা বলেন।


বিকালে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে এম এ মোতালেব বলেন, ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ছাত্রলীগ ও আওয়ামী রাজনীতির ঝাণ্ডা নিয়ে পথে-প্রান্তরে ছুটে চলেছি। দলীয় প্রতীক না পেলেও দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে জনসাধারণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে উৎসব মুখর পরিবেশে যাতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এজন্য স্বতন্ত্র প্রার্থী হয়েছি।
আওয়ামীলীগ হচ্ছে দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য নিবেদিত একটি দল জানিয়ে মোতালেব বলেন, এ দল ক্ষমতায় এসে দেশের অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন। আরও অনেক কাজ বাকী রয়েছে। এ কাজগুলো সম্পন্ন করতে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনার বিকল্প নাই। আশা করি এরই প্রতিফলন ঘটাতে আগামী ৭ জানুয়ারি জনগণ আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিবেন।
এ সময় মোতালেবের সাথে ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক সন্তোষ কুমার মল্লিক, সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের, এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু ছালেহ, ব্যবসায়ী সামশুল ইসলাম, ছাত্রনেতা মো. দিনার, মো. রিয়াদ ও দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নির্ঝর বড়ুয়া জয়।
সারাদিন. ১০ ডিসেম্বর