জাতীয় আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বীরাই চায় আসন–সমঝোতা
নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর কেউ আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হতে রাজি নয়। সবাই চায় আসন–সমঝোতা।
বিএনপিবিহীন নির্বাচনে অংশগ্রহণ বাড়াতে জাতীয় পার্টিসহ (জাপা) মাঝারি, ছোট, ইসলামপন্থী এবং অন্যান্য দলকে ভোটে টেনেছে আওয়ামী লীগ। কিন্তু কেউ আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হতে রাজি নয়। সবাই আসন–সমঝোতা করে সংসদ সদস্য হতে চান। এমনকি বেশির ভাগ অংশগ্রহণকারী দল তাদের শীর্ষস্থানীয় নেতাদের জন্য আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা চাইছে। সর্বশেষ গতকাল বুধবার রাতে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু ও আনিসুল ইসলাম মাহমুদ আসন–সমঝোতা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকটি হয়েছে অত্যন্ত গোপনীয়তায়। কোনো পক্ষই বৈঠকের স্থান ও আলোচনার বিষয়বস্তু খোলাসা করেনি। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, বৈঠকটি হয়েছে গুলশানে একজন রাজনীতিকের বাসায়। বৈঠকে জাতীয় পার্টিকে আসনসহ নির্বাচনে আওয়ামী লীগ কী কী সুবিধা দিতে পারবে, তা আলোচনায় এসেছে। সূত্র: প্রথম আলো


সমঝোতার কৌশল খুঁজছে আওয়ামী লীগ ও জাপা
জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পাশাপাশি দলের স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতায় রেখে জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতা করতে যাচ্ছে আওয়ামী লীগ। কিন্তু তা কিভাবে, কোন প্রক্রিয়ায় হবে, সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। আওয়ামী লীগ এমন কৌশলে সমঝোতা করতে চাইছে, যাতে সংসদের সম্ভাব্য বিরোধী দলের সঙ্গে ভোটের আগে আপসরফার বিষয়টি নির্বাচনের ওপর ছায়া না ফেলে। সমঝোতার কৌশল খুঁজছে আওয়ামী লীগ ও জাপা-এ বিষয়ে কৌশল ঠিক করতে গতকাল বুধবার রাতে রাজধানীর গুলশানে আওয়ামী লীগ ও জাপার শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা বৈঠক করেছেন। সূত্র: কালের কণ্ঠ
চড়া সুদে ধার করে লেনদেন
ব্যাংকে তারল্য সংকট
বৈদেশিক মুদ্রার সংকট, ঋণ আদায়ে ধীরগতি, উচ্চ মূল্যস্ফীতির কারণে কাক্সিক্ষত আমানত সংগ্রহ করতে না পারায় তারল্য সংকটে পড়েছে দেশের ব্যাংকগুলো। ফলে চড়া সুদে ধার করে দৈনন্দিন কার্যক্রম চালু রাখতে হচ্ছে। গতকালও ১১ দশমিক ৫০ শতাংশ পর্যন্ত সুদে আন্তব্যাংক থেকে তারল্য ধার করেছে ব্যাংকগুলো। সংশ্লিষ্টরা বলছেন, ডলারের বিনিময় হার বাজারভিত্তিক না হওয়ায় বৈধপথে বাড়ছে না প্রবাসী আয়। আমদানি ব্যয় মেটাতে ব্যাংকগুলোর কাছে বিপুল পরিমাণ ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি অর্থবছরে এখন পর্যন্ত ৫৯০ কোটি ডলার বিক্রি করে প্রায় ৬৫ হাজার কোটি টাকা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংকগুলোর কাছে নগদ টাকা কমছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। সূত্র: বিডি প্রতিদিন।
রাজধানীতে বৃষ্টি, উপকূলে নেই সতর্ক সংকেত
আগের দিন মেঘলা আকাশ ও সন্ধ্যার পর দুই-এক ফোটা বৃষ্টি দেখেছে রাজধানীবাসী। এবার ভোর রাত থেকে ঝরা বৃষ্টিতে বিপত্তিতে পড়ল অফিসগামীরা। আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে বৃষ্টি শব্দেই ঘুম ভেঙেছে তাদের।
এদিকে গতকাল আবহাওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়ছিল, ভারতের অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে নিম্নচাপ ওপরবর্তীতে লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে।
৭২ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টি প্রসঙ্গে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সূত্র: বণিক বার্তা ।
‘বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র, বাস্তবায়নে কাজ করে যাব’
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক সেটা চায় যুক্তরাষ্ট্র এবং তা বাস্তবায়নে কাজ করে যাবে দেশটি। স্থানীয় সময় গতকাল বুধবার মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়কারী জন কিরবি এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান। এ সময় তিনি জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে যে অভিযোগ রাশিয়া করেছে তা প্রোপাগান্ডা। জন কিরবিকে প্রশ্ন করা হয়, মস্কো সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে অভিযুক্ত করেছে। আপনি জানেন, রাষ্ট্রদূত পিটার হাস (বাংলাদেশে) অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান নিশ্চিতের লক্ষ্যে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও অন্যান্য অংশীদারের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি বাংলাদেশে তাঁর নিরাপত্তায় উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ তিনি বাংলাদেশের ক্ষমতাসীনদের কাছ থেকে সহিংস বক্তব্যের সম্মুখীন হচ্ছেন। এ ক্ষেত্রে রাশিয়া ও বাংলাদেশে তাঁর (পিটার হাস) নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী? সূত্র: আজকের পত্রিকা।
বৃষ্টির মধ্যেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
সাড়ে ৯টায় তালিকায় নবম স্থানে ঢাকা
বাতাসের আইকিউ স্কোর ১৬৪
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকায়। তবে বৃষ্টির মধ্যে ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান নবম। এ সময়ে ঢাকার বাতাসের আইকিউ স্কোর ১৬৪ যাকে ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। সূত্র: দেশ রুপান্তর
মেধা পাচার: তরুণেরা কেন দেশ ছেড়ে যেতে এত উন্মুখ?
তাসনিম ফেরদৌস ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতক শেষ করেছেন। বর্তমানে তিনি দুই বছরের কিছু বেশি সময় ধরে বাস করছেন কানাডার উইনিপেগে। এর আগে তিনি ইউনিভার্সিটি অভ ম্যানিটোবায় ল্যান্ডস্কেপ আর্কিটেকচারে মাস্টার্স ডিগ্রির জন্য আবেদন করেছিলেন। ফেরদৌস বলেন, ‘ল্যান্ডস্কেপ আর্কিটেকচারের জন্য ম্যানিটোবা বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম সেরা একটি প্রতিষ্ঠান। আমার বোন যুক্তরাষ্ট্রে বাস করে, সেখান থেকে বিশ্ববিদ্যালয় কাছেই। বাংলাদেশে ল্যান্ডস্কেপ আর্কিটেকচার পড়ানো হয় না। সুতরাং বিদেশে পড়তে আসাই আমার একমাত্র উপায় ছিল।’তাসনিম গ্র্যাজুয়েট প্রোগ্রামগুলোর পাশাপাশি কো-অপ প্রোগ্রামেও যুক্ত। এ কো-অপ প্রোগ্রাম শিক্ষার্থী ও চাকরির বাজারের দূরত্ব ঘোচাতে কাজ করে। তাসনিম বলেন, ‘আমি আমার মাস্টার্স প্রোগ্রামের ব্যবহারিক কাজগুলো চালিয়ে যাওয়ার পাশাপাশি একজন জুনিয়র ল্যান্ডস্কেপ ডিজাইনার হিসেবে কো-অপ প্রোগ্রামে এ গ্রীষ্মেই কাজ শুরু করেছি।’ তাসনিমের মাস্টার্স ২০২৫ সালে শেষ হওয়ার কথা রয়েছে। তার কি দেশে ফেরার পরিকল্পনা আছে? এ প্রশ্নের জবাবে তাসনিম বলেন, ‘আমি কিছু ব্যক্তিগত কারণে কানাডায় অবস্থান করার কথা ভাবছি।’তবে চাকরির নিশ্চয়তা থাকলে তাসিনম হয়তো দেশে ফিরে আসার কথা ভাবতে পারেন। তিনি বলেন, ‘এখানেও সবকিছু একদম ত্রুটিহীন নয়। এখানেও সমস্যা রয়েছে, ভিন্ন ধরনের সমস্যা। কিন্তু এখানে অন্তত কর্মপরিবেশ প্রতিকূল নয়। বাংলাদেশে সুস্থ কর্মস্থল পাওয়া সম্ভব বলে আমার মনে হয় না।’ সূত্র; বিজনেস স্ট্যান্ডার্ড।
‘উদ্বেগ আতঙ্ক, স্যাংশন আসলে ক্রেতারা পোশাক নেবে না, এলসি খোলা যাবে না’
সম্ভাব্য বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে মানবজমিনের প্রধান শিরোনাম, ‘উদ্বেগ আতঙ্ক, স্যাংশন আসলে ক্রেতারা পোশাক নেবে না, এলসি খোলা যাবে না: বিজিএমনইএ সভাপতি’-প্রতিবেদনে বলা হচ্ছে, সম্প্রতি তৈরি পোশাক খাতের প্রধান ক্রেতা যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে বাংলাদেশের ওপর সম্ভাব্য বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রপ্তানিকারকরা।বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান বলেছেন, বড় দুই বাজার থেকে নানা ধরনের চাপ আসছে। ক্রেতারা এরই মধ্যে ক্লজ দিয়ে গেছে যে, স্যাংশন হলে পেমেন্টতো দূরের কথা তারা গুডস নেবে না, গুডস নিলেও পেমেন্ট দেবে না। এই ক্লজে আমাদের ব্যাংক এলসি খুলবে না।’বর্তমান এই সংকট উত্তরণে এ খাতের সব অংশীদারের সহযোগিতা চেয়েছেন বিজিএমইএ সভাপতি।এই শর্ত বাংলাদেশের পোশাক শিল্পের জন্য একটি নেতিবাচক ধাক্কা; যা স্থানীয় রপ্তানিকারকদের অনিশ্চয়তা এবং সম্ভাব্য আর্থিক ক্ষতির দিকে ঠেলে দিয়েছে। সূত্র: বিবিসি বাংলা।
আইনে স্নাতক সোলায়মান সেলিম বাবার মতোই ব্যবসায়ী
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের মতো তার ছেলে সোলায়মান সেলিমও কোটিপতি। বাবার আসনে নৌকা নিয়ে লড়তে যাওয়া ছেলে তার মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছেন, তাতে দেখা যায় তার বছরে আয় প্রায় দেড় কোটি টাকা, অস্থাবর সম্পদ আছে ১২ কোটি টাকার বেশি।১৯৯৬ সাল থেকে এই আসনটিতে সোলায়মানের বাবা হাজী সেলিম নৌকা নিয়ে ভোট করেছেন তিনবার। একবার হেরেছেন, জয় পেয়েছেন দুইবার। এবার নৌকার বিরুদ্ধে প্রার্থী হয়ে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী হয়ে। এবারও ভোটে অংশ নেওয়ার ইচ্ছা ছিল সেলিমের। বাধা হয়ে দাঁড়ায় দুর্নীতির মামলার দণ্ড। মনোনয়ন দিলে টেকে কি না, এই প্রশ্নের মধ্যে সোলায়মান ছাড়াও ছোট ছেলে ইরফান সেলিমের নামেও কেনা হয় আওয়ামী লীগের মনোনয়ন ফরম। পরে বড় ছেলেকে প্রতীক দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীন দল। সূত্র: বিডি নিউজ