জাতীয় আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৩

মাঠপর্যায়ে দ্বিধাবিভক্ত আওয়ামী লীগ

পঞ্চগড়-১ আসনে (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন দলটির জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জমান ভূঁইয়া (মুক্তা)। অপর দিকে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আরও চার আওয়ামী লীগ নেতা। এর মধ্যে বর্তমান সংসদ সদস্য মজাহারুল হক প্রধান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাতও রয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দলের একাধিক নেতার স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘটনায় সমস্যায় পড়েছেন পঞ্চগড়ের নেতা-কর্মীরা। সদর উপজেলার অমরখানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়েদ আলী প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের বর্তমান পরিস্থিতি নিয়ে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা বিব্রতকর অবস্থায় পড়েছি। একদিকে দল মনোনীত প্রার্থী আছে, অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নেতারাই দাঁড়িয়েছেন। কাকে ছেড়ে কার কাছে যাব, ভেবে পাচ্ছি না। এই অবস্থায় তৃণমূলের বেশির ভাগ নেতা-কর্মী দ্বিধাবিভক্তিতে ভুগছেন।’ সূত্র: প্রথম আলো

সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তারের নির্দেশ ইসির

আগামী ৭ জানুয়ারির জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাস্তানদের তালিকা করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে অবৈধ অস্ত্র জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল রবিবার জারি করা এক পরিপত্রে রিটার্নিং অফিসারদের এই নির্দেশ দেয় নির্বাচন কমিশন। নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা দায়িত্ব পালন করছেন।মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দের আগেই যেসব ব্যানার-ফেস্টুন, পোস্টার লাগানো হয়েছে, সেগুলো অপসারণের জন্য পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দেওয়া হয়েছে।ইসি সূত্র জানায়, ৩০০ আসনের রিটার্নিং অফিসারকে গতকাল ওই পরিপত্র পাঠানো হয়েছে। ইসি সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষর করা পরিপত্রে সুনির্দিষ্ট পাঁচটি বিষয় নিশ্চিত করতে বলা হয়েছে। সূত্র: কালের কণ্ঠ

বিশেষজ্ঞরা যা বললেন
নির্বাচন কমিশন এখন নিষ্প্রাণ হয়ে গেছে নিষ্প্রাণ
আলী ইমাম মজুমদার

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের কাছে শতভাগ নিরপেক্ষতা চান নির্বাচন বিশেষজ্ঞরা। তাদের মতে, দেশ-বিদেশে এ নির্বাচন গ্রহণযোগ্য করতে হলে পুলিশ এবং সিভিল প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকায় থাকতে হবে। কঠোর হস্তে দমন করতে হবে নিরপেক্ষতা ক্ষুণ্ণকারী যে কোনো কর্মকর্তাকে। আচরণবিধি লঙ্ঘন করলে যে কোনো দলের প্রার্থীর বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা। অন্যথা দেশ-বিদেশে এ ভোট প্রশ্নবিদ্ধ হবে। যা বিব্রত করবে ক্ষমতাসীনদের। নির্বাচন নিয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়েছেন বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদকরা সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে নির্বাচনব্যবস্থাকে কেন্দ্র করে আমাদের প্রধান দুটি রাজনৈতিক শক্তি বিপরীতমুখী অবস্থান নিয়েছে। এতে অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের যে সম্ভাবনা ছিল সেটা পুরোপুরিভাবে একতরফা হচ্ছে। এ একতরফা ভোটে নির্বাচন কমিশনের শক্তিশালী ভূমিকা রাখার কোনো প্রশ্ন নেই। তারা এখন নিষ্প্রাণ হয়ে গেছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। আলী ইমাম মজুমদার বলেন, অতীতে জাতীয় নির্বাচনে আমাদের কিছু তিক্ত অভিজ্ঞতা আছে। তখনকার নির্বাচন কমিশনগুলো নির্বাচনের জন্য, সব দলের জন্য সমান ক্ষেত্র তৈরি করতে সক্ষম হয়নি। এবারও ভিন্নধর্মী কিছু দেখা যাচ্ছে না। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

শেখ হাসিনার সঙ্গে বৈঠক আজ
শরিকদের তিন দাবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ন্যূনতম ৬০টি আসনে ছাড় চান আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকরা। এর বাইরেও আরও দুটি দাবি জানাবে তারা। প্রথমত, শরিকদের ছাড় দেওয়া আসনে আওয়ামী লীগ মনোনীত কোনো প্রার্থী থাকবে না। দ্বিতীয়ত, আওয়ামী লীগের পদ-পদবিওয়ালা কোনো স্থানীয় নেতা তাদের আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন না। এসবের নিশ্চয়তা চাইবেন তারা।আজ সোমবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকে এই তিন দফা দাবি তুলবেন ক্ষমতাসীনদের শরিক দলগুলোর শীর্ষ নেতারা। সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক হওয়ার কথা। বৈঠকে তিন দাবির বাইরে আরও একটি বিষয়ে কথা বলবেন শরিক দলের নেতারা। বিশেষ করে আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা জোটের শরিকদের নিয়ে তুচ্ছতাচ্ছিল্যের সঙ্গে বিভিন্ন সময় কথা বলছেন, এটাও বন্ধ করার অনুরোধ জানাবেন তারা। খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র, বর্ষীয়ান রাজনীতিক আমির হোসেন আমুর সঙ্গে তার রাজধানীর ইস্কাটনের বাসভবনে গিয়ে বৈঠক করেন ১৪ দলীয় জোটের শীর্ষ কয়েক নেতা। সেখানেও শরিকদের আসন সমঝোতার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও জাতীয় পার্টি-জেপির পক্ষ থেকে নিজ নিজ দলের প্রার্থীর তালিকা আমির হোসেন আমুর কাছে দেন নেতারা। একই সঙ্গে জোট নেতারা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্রুত একটি বৈঠকের বিষয়ে তাগিদও দিয়েছিলেন। এর পরদিনই এলো প্রধানমন্ত্রীর সঙ্গে শরিকদের বৈঠকের খবর। সূত্র: যুগান্তর

এক-তৃতীয়াংশ কম গাড়ি চলছে হরতাল-অবরোধে

দেশের অর্থনীতিতে গতি জোগানো দূরপাল্লার পণ্য ও যাত্রীবাহী গাড়ি চলাচল হরতাল-অবরোধে প্রায় এক-তৃতীয়াংশ কমেছে। সরকারের সেতু কর্তৃপক্ষের পরিসংখ্যান বিশ্লেষণে এ তথ্য মিলেছে। এতে স্পষ্ট, রাজনীতির কারণে গতি হারাচ্ছে অর্থনীতি। রাজধানীতে হরতাল-অবরোধ ঢিলেঢালা হলেও এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল বিশ্লেষণে দেখা গেছে, ঢাকাতেও কমেছে যান চলাচল। নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে বিএনপি, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলো গত ২৯ অক্টোবর থেকে সপ্তাহে চার দিন হরতাল-অবরোধ দিচ্ছে। সেই দিন থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত চার দিন হরতাল এবং ১৬ দিন অবরোধ ছিল। বিএনপি ও সমমনা দলগুলো ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করেছে। ফলে বিরোধী দলগুলোর হরতাল-অবরোধ শিগগির থামবে, এমন সম্ভাবনা নেই। হরতাল-অবরোধের ২০ দিনে পদ্মা সেতুতে স্বাভাবিক সময়ের চেয়ে ৩৩ দশমিক ৮৯ শতাংশ কম যান চলাচল করেছে। যমুনার বঙ্গবন্ধু সেতুতে হরতাল-অবরোধে যান চলাচল কম ছিল ৩০ দশমিক ৮৫ শতাংশ। ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল কমেছে ৩৪ দশমিক ৬৬ শতাংশ। সেতু কর্তৃপক্ষের অনিরীক্ষিত টোলের হিসাব বিশ্লেষণে এই তথ্য পেয়েছে সমকাল। টোল আদায়ও কমেছে প্রায় এক-তৃতীয়াংশ। সূত্র: সমকাল

শিক্ষা ডুবিয়ে নিজেও ডুবলেন
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন একাদশ জাতীয় সংসদে কুড়িগ্রাম-৪ আসনের (রৌমারী ও রাজীবপুর উপজেলা) এমপি। তার মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রী না থাকায় তিনিই ছিলেন সর্বেসর্বা। পাঁচ বছরে প্রাথমিক শিক্ষার তেমন উন্নতি না হলেও তিনি কাজকর্মে ও কথাবার্তায় ছিলেন বিতর্কিত। আর তার পরিবার এলাকায় গড়েছে সম্পদের পাহাড়। প্রতিমন্ত্রীর স্ত্রী সুরাইয়া সুলতানা রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়নে সরকারের পরিবার পরিকল্পনা বিভাগে চাকরি করলেও পাঁচ বছরে তাকে কেউ অফিসে দেখেননি। তিনি প্রাথমিক শিক্ষার নানা তদবির নিয়েই গত পাঁচ বছর ব্যস্ত ছিলেন। বেশিরভাগ সময় ঢাকায় কাটিয়েছেন। এমনকি মন্ত্রণালয়ে পড়ে থাকা ফাইলের কাজ প্রতিমন্ত্রীর বাসায় গেলেই হয়ে যেত বলে জানিয়েছেন অনেকে।সংশ্লিষ্টরা বলছেন, প্রাথমিকের বদলি, নিয়োগ প্রভৃতিতে আর্থিক সংশ্লিষ্টতার অভিযোগ ও বিতর্কিত কর্মকা-ের কারণেই জাকির হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি। তিনি প্রাথমিক শিক্ষাকেও ডুবিয়েছেন, নিজেও ডুবেছেন।

ডলার-সংকট ও রাজনৈতিক অস্থিরতায় অনিশ্চয়তা-উদ্বেগে ব্যবসায়ীরা

করোনার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ডামাডোল। অর্থনীতির না শুকানো ক্ষতে নতুন করে আঁচড় দেয় এই যুদ্ধ, যার প্রভাবে হঠাৎ করে বেড়ে যায় আমদানি ব্যয়। এতে টান পড়ে ডলারে। সেই যে ডলার-সংকটের শুরু, তা আর কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। তীব্র ডলার-সংকটে কমাতে হয়েছে আমদানি, যার প্রভাবে রপ্তানিতেও চলছে মন্দা। অর্থনীতি যখন নানামুখী সংকটে বিপর্যস্ত, ঠিক সে সময়ে দেশে চলছে রাজনৈতিক অস্থিরতা। এক মাসের বেশি সময় ধরে চলা হরতাল-অবরোধে স্থবিরতা চলছে অর্থনৈতিক কর্মকাণ্ডে। একটার পর একটা ইস্যুর মুখে কুলিয়ে উঠতে না পারা ব্যবসায়ী ও উদ্যোক্তারা এখন শঙ্কিত টিকে থাকা নিয়ে। মেডিকেল যন্ত্রপাতি উৎপাদন খাতের বড় উদ্যোক্তা প্রমিস্কো গ্রুপ। সরকারের কাছে পণ্য বিক্রি করে এখন তহবিল-সংকটে তারা। কারণ, বিক্রীত পণ্যের বিল পাচ্ছে না। এ বিষয়ে গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক মৌসুমী ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সেই করোনার সময় সরকারকে চিকিৎসা সামগ্রী দিয়েছি। এখনো একটির বিলও বুঝে পাইনি। অথচ ব্যাংকঋণ নিয়ে এসব সরঞ্জাম তৈরি করেছিলাম। এ জন্য প্রতি মাসে ব্যাংকের সুদ গুনতে হচ্ছে; পাশাপাশি আমাদের নিজস্ব তহবিলও ফুরিয়ে আসছে। সূত্র: আজকের পত্রিকা।

নতুন বিদেশী মূলধন আসছে না

ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে বিনিয়োগকারী বিদেশী প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশে নিয়ে আসা অর্থসংক্রান্ত জরিপের ভিত্তিতে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) প্রবাহের পরিসংখ্যান ও গতিপ্রকৃতির তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে নতুন বিদেশী মূলধন (ইকুইটি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট), আয়ের পুনর্বিনিয়োগ (রিইনভেস্টেড আর্নিংস) ও আন্তঃপ্রতিষ্ঠান ঋণ (ইন্ট্রা-কোম্পানি লোন) এ তিন ভাগে এফডিআই প্রবাহ হিসাব করে কেন্দ্রীয় ব্যাংক।
গতকাল কেন্দ্রীয় ব্যাংক এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। জানুয়ারি-জুন ২০২৩ সময়কালে তৈরি ওই প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে নিট এফডিআই প্রবাহ ছিল ৩২৪ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ডলার। আগের অর্থবছরে নিট এফডিআই প্রবাহ ছিল ৩৪৩ কোটি ৯৬ লাখ ৩০ হাজার ডলার। এ হিসেবে নিট এফডিআই প্রবাহ কমেছে ৫ দশমিক ৫২ শতাংশ।২০২১-২২ অর্থবছরে ইকুইটি ক্যাপিটাল প্রবাহ ছিল ১৩৪ কোটি ৬৯ লাখ ৪০ হাজার ডলার। ২০২২-২৩ অর্থবছর শেষে ইকুইটি ক্যাপিটাল প্রবাহ দাঁড়ায় ৭৯ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ডলারে। এ হিসেবে নতুন বিদেশী মূলধনি বিনিয়োগ কমেছে ৪০ দশমিক ৯১ শতাংশ।২০২১ সালের জুন শেষে দেশে ইকুইটি ক্যাপিটাল স্টকের পরিমাণ ছিল ১ হাজার ৩৭০ কোটি ২৫ লাখ ১০ হাজার ডলার। ওই বছরের ডিসেম্বর শেষে যা দাঁড়ায় ১ হাজার ৪৬০ কোটি ১০ লাখ ৯০ হাজার ডলারে। ২০২২ সালের জুন শেষে ইকুইটি ক্যাপিটাল স্টকের পরিমাণ হয় ১ হাজার ৩৯৩ কোটি ৭৮ লাখ ৫০ হাজার ডলার। চলতি বছরের জুন শেষে যার পরিমাণ হয়েছে ১ হাজার ৩২৭ কোটি ৭৮ লাখ ২০ হাজার ডলার। এ হিসাবে এক বছরে ইকুইটি ক্যাপিটাল স্টক কমেছে ৪ দশমিক ৭ শতাংশ। সূত্র: বণিক বার্তা।

প্রথমবারের মতো রোহিঙ্গাদের সহায়তার জন্য বিদেশি ঋণ চাইছে বাংলাদেশ

বিভিন্ন আন্তর্জাতিক উৎস থেকে অর্থায়ন কমে আসায় রোহিঙ্গা জনগোষ্ঠী এবং তাদের কারণে বিভিন্ন ধরনের বিপর্যয়ের শিকার স্থানীয় জনসাধারণের আর্থসামাজিক উন্নয়নে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে এক বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ প্রত্যাশা করছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, এর মধ্যে অনুদান হিসেবে ৪৬৫ মিলিয়ন ডলার ও ঋণ হিসেবে ৫৩৫ মিলিয়ন ডলার সহায়তা চূড়ান্ত করতে দুই সংস্থার সঙ্গে আলোচনা শুরু হয়েছে। এ প্যাকেজের লক্ষ্য জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তার মোকাবিলা করা এবং স্থানীয় জনগোষ্ঠীর ওপর তাদের উপস্থিতির নেতিবাচক প্রভাব প্রশমন করা।২০১৭ সালে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পর রোহিঙ্গা সংকট মোকাবেলায় এবারই প্রথমবারের মতো ঋণ নিচ্ছে বাংলাদেশ। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

বাড়তি দরের রেমিটেন্সে ডলারের সংকট মেটাচ্ছে ব্যাংক
এক ব্যাংকার বলেন, “অনেক ব্যাংক এখনও ১২২-২৩ টাকায় রেমিটেন্স নিচ্ছে। কারণ হচ্ছে তাদের তো কিছু কমিটমেন্ট আছে।”

ক্রমেই বাড়তে থাকা ডলারের দর ১০ দিনের ব্যবধানে দুই বারে ৭৫ পয়সা কমানোতে মুদ্রাবাজারে কিছুটা স্বস্তি আসবে বলে যে দাবি করা হয়েছিল, সেটি পুরোপুরি হয়নি। এখনও গ্রাহক চাহিদা অনুযায়ী ডলার মিলছে না বলে বাড়তি দরেই রেমিটেন্স আনছে ব্যাংকগুলো।

বাণিজ্যিক ব্যাংকগুলোবলছে, নির্ধারিত দর অনুযায়ী রেমিটেন্স পাচ্ছে না তারা। যে কারণে বাড়তি দরে কিনতে হচ্ছে। আন্তঃব্যাংকে ঘোষিত যে দর রয়েছে সে দরে বেশির ভাগ ক্ষেত্রেই প্রধান এ মুদ্রা বিক্রি করছে না কেউ; খোলাবাজারে দাম আরও বেশি, যদিও সেখানে উত্তাপ আগের চেয়ে কিছুটা কমেছে। বেশি দরে ডলার কিনতে হচ্ছে বলে আমদানিকারকদের কাছ থেকেও ব্যাংকগুওলোকে দর বেশি নিচ্ছে।যেসব ব্যাংক বেশি দরে ডলার কিনছে, সেগুলোর কর্মকর্তাদের দাবি এতে বাংলাদেশ ব্যাংকের সায় রয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক সব সময় বলে আসছে নির্ধারিত দরেই ডলার কেনার কথা। এজন্য সর্বশেষ পদক্ষেপ হিসেবে বিদেশি মানি এক্সচেঞ্জ হাউস ও খোলা বাজারে ডলার লেনদেনকারি মানি চেঞ্জার কোম্পানিগুলোর সঙ্গেও বৈঠক করেছে তারা। সূত্র: বিডি নিউজ