আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৩

দক্ষিণ গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল, হামাস কমান্ডারকে হত্যা

স্থলপথে অভিযান চালাতে দক্ষিণ গাজায় ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। আকাশপথে হামলার পাশাপাশি ট্যাংক নিয়ে সেখানে অভিযান চালানো হচ্ছে। গাজা নগরীতে হামাসের একজন কমান্ডারকে হত্যার কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের সেনাবাহিনী পরিচালিত রেডিওতে বলা হয়েছে, খান ইউনিসের উত্তরাঞ্চলে অভিযান চালানো হচ্ছে। খান ইউনিসের পার্শ্ববর্তী অঞ্চলে স্থল হামলায় অংশ নেওয়া একটি ট্যাংকের ছবি বিবিসির কাছে এসেছে। বিবিসি ওই ছবির সত্যতা যাচাই করে দেখেছে।পরে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান (আইডিএফ) লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি সেনাদের উদ্দেশে বলেছেন, ইসরায়েলি সেনারা দক্ষিণ গাজায় ‘দৃঢ় ও পুঙ্খানুপুঙ্খভাবে’ লড়াইয়ে অংশ নিয়েছে। তিনি বলেন, ‘আগে আমরা উত্তর গাজায় জোরালো ও পুঙ্খানুপুঙ্খভাবে লড়াই করেছি। এখন দক্ষিণ গাজায় তা করা হচ্ছে।’ সূত্র: প্রথম আলো

ভারতের বিধানসভা নির্বাচন
বিজেপিতে ধরাশায়ী কংগ্রেস
* রাজস্থানে পালাবদল * মধ্য প্রদেশে আবারও বিজেপির জয় * ছত্তিশগড়ে বিজেপির চমক * তেলেঙ্গানায় কংগ্রেসের উত্থান

ভারতের রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তিশগড় ও তেলেঙ্গানা রাজ্যে গতকাল রবিবার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। বিজেপি মধ্য প্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানে জয় পেয়েছে। প্রথমবারের মতো তেলেঙ্গানায় জয় পেয়েছে কংগ্রেস। এদিকে আগামী বছর অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ তিন রাজ্যে বিজেপির জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য যতটা স্বস্তিদায়ক, কংগ্রেসের জন্য ততটাই অস্বস্তিকর বলে মনে করছেন বিশ্লেষকরা।রাজস্থানে বিধানসভার ২০০টি আসনের মধ্যে ১১৫টিতে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস পেয়েছে ৭০টি এবং অন্যরা পেয়েছে ১৪টি আসন। একটি আসনে ভোট বাতিল হয়েছে।গতবার রাজ্য সরকার গঠন করেছিল কংগ্রেস। সূত্র: কালের কন্ঠ

হামলা চললে জিম্মিমুক্তি নিয়ে আলোচনা করবে না হামাস

হামাস ও ইসরায়েলের মধ্যে তৃতীয় দফায় সাত দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আবারও গাজায় পূর্ণমাত্রায় হামলা শুরু করেছে ইসরায়েল। এ হামলায় গাজার উত্তরাঞ্চল ইতোমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ অবস্থায় হামাসের রাজনৈতিক শাখার ডেপুটি প্রধান সালেহ আল আরাউরি বলেছেন, বন্দিবিনিময়ের সব আলোচনা বন্ধ থাকবে, যতক্ষণ না গাজায় ইসরায়েলি এই আক্রমণ বন্ধ হয়। তিনি বলেছেন, হামাসের হাতে এখন ইসরায়েলি যেসব বন্দি আছে তারা সেনা সদস্য এবং এমন বেসামরিক ব্যক্তি, যারা ইসরায়েলি সেনাবাহিনীতে এর আগে কাজ করেছে। যুদ্ধবিরতি ছাড়া তাদের ছাড়া হবে না। সূত্র: বিডি প্রতিদিন

Nagad

ফিলিস্তিনিদের অঙ্গ চুরি করছে ইসরাইল
গাজায় জনসংখ্যা কমানোর গোপন নীলনকশা নেতানিয়াহুর

গাজায় গত ৭ অক্টোবরের পর থেকে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। বিমান হামলা আর স্থল অভিযান শুরুর পর থেকেই দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের একাধিক অভিযোগ উঠেছে। প্রতিদিনই ফিলিস্তিনি বেসামরিকদের নিহতের সংখ্যা বাড়ছে। এবার ইসরাইলি বাহিনীর নৃশংসতা আর বর্বরতার আরেক ধাপ অতিক্রম করার খবর পাওয়া গেছে। নিহত ফিলিস্তিনিদের লাশ ও অঙ্গ-প্রত্যঙ্গ চুরির অভিযোগ উঠেছে দেশটির বিরুদ্ধে। সম্প্রতি (২৬ নভেম্বর) জেনেভাভিত্তিক এনজিও সংস্থা ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর গাজায় নিহতদের শরীর থেকে অঙ্গ চুরির অভিযোগ এনেছে। ইসরাইলি সেনাবাহিনীর কাছ থেকে ছাড় পাওয়া মৃত ফিলিস্তিনিদের লাশ পরীক্ষা-নিরীক্ষা করে অঙ্গ-প্রত্যঙ্গ চুরির বিষয়টি চিকিৎসকরা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে সংস্থাটি। দেশে দেশে ছড়িয়ে পড়া ইসরাইলের এই নৃশংস খবরের মধ্যেই এবার ঘৃণার ঝড় তুলল দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আরেক জাতবিদ্বেষী ছকে। গাজায় ফিলিস্তিনি জনসংখ্যা সর্বনিম্নে নামিয়ে আনার গোপন নীলনকশা করেছেন নেতানিয়াহু। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে এমন পরিকল্পনার ছক কষছেন দেশটির কৌশলবিষয়ক মন্ত্রী রন দারমার। শনিবার ইসরাইলি সংবাদমাধ্যম ইসরাইল হায়োমের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।ফিলিস্তিনিদের অঙ্গ চুরির বিষয়ে ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, ইসরাইলি বাহিনী দক্ষিণ গাজার বিভিন্ন হাসপাতাল ছাড়াও উত্তর গাজার আল-শিফা ও ইন্দোনেশিয়ান হাসপাতাল থেকে কয়েক ডজন লাশ জব্দ করেছে। ইসরাইলি সেনারা ফিলিস্তিনি মৃতদের চোখের কর্নিয়া, লিভার, কিডনি ও হার্টের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ চুরি করছে বলে দাবি জানাচ্ছে সংস্থাটি। আর এ বিষয়ে যথেষ্ট প্রমাণও তাদের হাতে আছে বলে জানানো হয়। এছাড়া এনজিও সংস্থাটি ইসরাইলি সেনাদের একটি গণকবর থেকে ফিলিস্তিনিদের লাশ উত্তোলন করার খবরও দিয়েছে। যদিও পরিবারের সম্মতি ছাড়া মৃত ফিলিস্তিনিদের অঙ্গ সংগ্রহের বিষয়টি অস্বীকার করেছে ইসরাইল। তবে এর আগে ইসরাইলি ডাক্তার মেরা ওয়েইস তার বই ‘ওভার দ্য ডেড বডিস’-এ ১৯৯৬ এবং ২০০২ সালের মধ্যে মৃত ফিলিস্তিনিদের শরীর থেকে চুরি করা অঙ্গ-প্রত্যঙ্গ ইসরাইলি বিশ্ববিদ্যালয়গুলোতে চিকিৎসা গবেষণায় ব্যবহার করার কথা স্বীকার করেন। সে সময় ইসরাইলি রোগীদের দেহেও এসব অঙ্গ প্রতিস্থাপনের তথ্য দিয়েছিলেন তিনি। সূত্র : যুগান্তর

আত্মসমর্পণকারী সেনাদের হত্যা করা হচ্ছে, দাবি কিয়েভের

রাশিয়ার বিরুদ্ধে আত্মসমর্পণ করা দুই ইউক্রেনীয় সেনাকে হত্যার অভিযোগ উঠেছে। কিয়েভের দাবি, আত্মসমর্পণ করলেও রুশ সেনারা নিরস্ত্র ইউক্রেনীয় সেনাদের কাছ থেকে গুলি করে হত্যা করেছেন। গুলি করার সেই ঘটনাটির একটি ভিডিও চিত্র অনলাইন মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। খবর এএফপির-গত শনিবার ভিডিওটি অনলাইনে প্রকাশিত হয়। তাতে দেখা যায়, গোপন একটি আস্তানা থেকে বেরিয়ে আসছেন দুই ব্যক্তি। তাদের একজন দুই হাত ওপরে তুলে ধরেছেন। তাদের সামনে দাঁড়িয়ে আছেন একদল সৈন্য। কিছুক্ষণ পর গুলির শব্দ ও ধোঁয়া ওড়ার মধ্য দিয়ে ভিডিওটি হঠাৎ শেষ হয়। এদিকে এএফপি জানিয়েছে, তাদের পক্ষে তাৎক্ষণিক ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। সূত্র: সমকাল

গায়ানার ভূমি দখলে ভেনেজুয়েলায় গণভোট

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার তেলের খনিসমৃদ্ধ অঞ্চল ‘এসেকুইবো’ দখলে নিতে আবারও তৎপরতা শুরু করেছে ভেনেজুয়েলা। এ জন্য ভেনেজুয়েলা গতকাল রবিবার একটি গণভোট আয়োজন করে। সীমান্ত ইস্যু নিয়ে দেশ দুটির মধ্যে গত কয়েক দিন ধরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিতর্কিত অঞ্চল এসেকুইবোর আয়তন ১ লাখ ৫৯ হাজার ৫০০ বর্গকিলোমিটারের মতো। সেখানে ১ লাখ ২৫ হাজার নাগরিকের বসবাস। অঞ্চলটি নিয়ে ভেনেজুয়েলা ও গায়ানার বিবাদ প্রায় শতবর্ষী। ১৮৯৯ সালে আন্তর্জাতিক আদালত জায়গাটিকে গায়ানার ঔপনিবেশিক শাসক ব্রিটেনের কাছে হস্তান্তর করে। ওই সময় জায়গাটি ব্রিটিশ গায়ানা নামে পরিচিত ছিল। তবে গায়ানার ওই অঞ্চলকে গত ৬০ বছর ধরে ভেনেজুয়েলার শাসকরা নিজেদের অংশ বলে দাবি করে আসছে। সূত্র: দেশ রুপান্তর

ট্রাম্পের সমর্থনে দাঙ্গায় অংশ নেওয়া অলিম্পিকজয়ী সাঁতারুর কারাদণ্ড

ট্রাম্পের পক্ষ নিয়ে ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল ভবনে অনুষ্ঠিত দাঙ্গায় অংশ নেওয়ার অভিযোগে অলিম্পিকে স্বর্ণপদকজয়ী সাঁতারু ক্লেট কেলারকে ৬ মাসের জন্য গৃহবন্দী থাকার সাজা দেওয়া হয়েছে।
পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতিপূর্বে কেলারকে তিন বছরের প্রবেশন কারাদণ্ড ও ৩৬০ ঘণ্টা পরিষেবামূলক কাজ সম্পাদনের আদেশ দেওয়া হয়েছিল। তবে তদন্তে সহযোগিতা এবং দাঙ্গার সময় পুলিশের প্রতি খুব বেশি সহিংস না হওয়ায় তাঁকে তুলনামূলকভাবে এবার লঘু দণ্ড দেওয়া হয়েছে। নিজের অপরাধ স্বীকার করে বিচারকের উদ্দেশে কেলার বলেন, ‘আমি আজ আপনার সামনে কেন আছি—তার জন্য কোনো অজুহাত নেই। আমি বুঝি, আমার কাজগুলো অপরাধ ছিল এবং আমি আমার আচরণের জন্য সম্পূর্ণরূপে দায়ী।’ প্রাথমিকভাবে কেলারকে ১০ মাস কারাদণ্ডের সুপারিশ করেছিলেন প্রসিকিউটররা। তবে শেষ পর্যন্ত ছয় মাস গৃহ বন্দিত্বের আদেশ দেওয়া হয়। সূত্র: আজকের পত্রিকা।

গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা

২৪ ঘণ্টায় নিহত সাত শতাধিক

এক সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি শেষে গত শুক্রবার থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। একের পর এক বিমান হামলা চালানো হচ্ছে বিভিন্ন আবাসিক এলাকায়। গাজা সরকারের মিডিয়া অফিস গতকাল জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অঞ্চলটিতে সাত শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর আল-জাজিরা, বিবিসি ও রয়টার্স। গত ৭ অক্টোবর নতুন করে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বাস্তুচ্যুত হয়ে পড়েছে উপত্যকার ১৫ লাখ মানুষ। একই সময়ে নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু। নতুন করে গাজার দক্ষিণাঞ্চলকে টার্গেট করছে ইসরায়েলি বাহিনী। এ দফার আগ্রাসনের শুরুর দিকে সবচেয়ে বেশি হামলা চালানো হয়েছিল গাজার উত্তরাঞ্চলে। তখন সাধারণ মানুষকে দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার আল্টিমেটাম দিয়েছিল আইডিএফ। এখন এ দক্ষিণাঞ্চলেই তাণ্ডব শুরু করেছে তারা। নারী-শিশুদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। গাজার খান ইউনিস সংলগ্ন কিছু এলাকার বাসিন্দাদেরও অঞ্চলটি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আইডিএফ।ফিলিস্তিনের প্রিজনারস সোসাইটি জানিয়েছে, গত শনিবার রাতভর পশ্চিম তীরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় অন্তত ৬০ ফিলিস্তিনিকে আটক করেছে তারা। সূত্র; বণিক বার্ত

মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ভারত: প্রেসিডেন্ট মুইজ্জু
মালদ্বীপে বর্তমানে ভারতীয় সশস্ত্রবাহিনীর ৭৫ জনের মতো সদস্য রয়েছেন।

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু বলেছেন, দেশটি থেকে নিজেদের সেনা প্রত্যাহার করতে রাজি হয়েছে ভারত সরকার। মালদ্বীপের ‘ভারত প্রথম’ নীতি বদলে দেওয়ার অঙ্গীকার করে নির্বাচনের ক্যাম্পেইন চালিয়েছিলেন মুইজ্জু। গত সেপ্টেম্বরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচতি হন তিনি। তার নির্বাচনী ইশতেহারে মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের কথা ছিল। মালদ্বীপে বর্তমানে ভারতীয় সশস্ত্রবাহিনীর ৭৫ জনের মতো সদস্য রয়েছেন।
রোববার (৩ ডিসেম্বর) মুইজ্জু সাংবাদিকদের বলেন, ‘আমাদের আলোচনায় ভারত সরকার ভারতীয় সেনাদের সরিয়ে নিতে রাজি হয়েছে। উন্নয়ন প্রকল্প সংক্রান্ত বিয়গুলো দেখভাল করতে আমরা উচ্চ পর্যায়ের একটি কমিটি স্থাপন করার ব্যাপারেও রাজি হয়েছি।’কপ২৮ জলবায়ু সম্মেলনে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে সাইডলাইনে আলোচনার পর এ মন্তব্য করেন মালদ্বীপের রাষ্ট্রপতি।ভারত মালদ্বীপকে কিছু সামরিক সরঞ্জাম সরবরাহ করে, প্রাকৃতিক দুর্যোগের সময় সহযোগিতা করে। এছাড়া দেশটিতে একটি নেভাল ডকইয়ার্ড স্থাপনেও সহায়তা করছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

বাইডেনের বিরুদ্ধে একজোট হওয়ার পথে যুক্তরাষ্ট্রের মুসলিমরা
গাজায় যুদ্ধে ইসরায়েলকে সমর্থনের কারণে যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের বিরুদ্ধে মুসলিমদের একজোট করার অঙ্গীকার করেছেন ৬ রাজ্যের মুসলিম নেতারা।গাজায় যুদ্ধে ইসরায়েলের পক্ষ সমর্থনের কারণে যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে একজোট হওয়ার পথে রয়েছেন মুসলিমরা। র্বাচনের ফল নির্ধারণী অন্তত ছয় রাজ্যের মুসলিম নেতারা শনিবার বাইডেনের বিরুদ্ধে অবস্থান নিতে মুসলিম সম্প্রদায়কে একাট্টা করার অঙ্গীকার করেছেন। তবে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিমরা কাকে সমর্থন দেবেন সেটি এখনও নির্ধারণ করেননি।২০২০ সালের নির্বাচনে বাইডেনের প্রেসিডেন্ট হওয়ার পেছনে যেসব রাজ্য ভূমিকা রেখেছে তার মধ্যে আছে ওই ছয় রাজ্য। এসব রাজ্যের ভোটারদের উল্লেখযোগ্য একটি অংশ মুসলিম ও আরব–আমেরিকান। আগামী বছরের নির্বাচনে তারা বাইডেনের জয়ে বাধা হয়ে উঠতে পারে।মিশিগানের ডিয়ারবর্ন শহরে এক সংবাদ সম্মেলনে মিনেসোটার ‘কাউন্সিল অন আমেরিকান–ইসলামিক রিলেশনস’ (সিএআইআর)- এর পরিচালক জায়লানি হুসেইনকে নির্বাচনে বাইডেনের বিকল্প কে হতে পারেন, তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমাদের কাছে দুজন নয়, অনেক বিকল্প (প্রার্থী) আছে। সূত্র: বিডি নিউজ