আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
২ বছর বয়সেই নিজের মেধা দেখাল শিশুটি
দেড় বছর বয়সের একটি শিশু যখন হাঁটি হাঁটি পা করে ঘুরে বেড়ায়, সুযোগ পেলেই মুঠোফোনে কার্টুন দেখতে ব্যস্ত হয়ে পড়ে, সেখানে একই বয়সী শিশু ইংরেজি বর্ণমালা বলতে পারা ও দেখে দ্রুত পারাটা অবাক করার বিষয় বটে। তবে সত্যিই এমনটা ঘটেছে। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের শিশু ইসলা ম্যাকনাভ দুই বছর বয়সে হাই-আইকিউ সোসাইটি মেনসাতে সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে নিজের নাম লিখিয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানায়, ২ বছর বয়সী শিশুদের বুদ্ধিমত্তা মাপার স্ট্যানফোর্ড-বিনেত ইন্টেলিজেন্স স্কেলে ইসলা ম্যাকনাভ ১০০ পয়েন্টের মধ্যে ৯৯ পেয়েছে।
মেনসা হলো বিশ্বের সবচেয়ে বড় উঁচুমাত্রার বুদ্যঙ্ক (বুদ্ধি পরিমাপক) সোসাইটি। এই সোসাইটির সদস্য হতে হলে বুদ্ধিমত্তা পরিমাপক স্কেলে শতকরা ৯৮ স্কোর থাকতে হবে। সূত্র: প্রথম আলো
বিবিসির অনুসন্ধান
বিষাক্ত গ্যাস নির্গমনে ঝুঁকিতে মধ্যপ্রাচ্যের লাখ লাখ মানুষ


গ্যাস পোড়ানোর কারণে নির্গত বিষাক্ত দূষণকারী পদার্থ আশঙ্কার চেয়েও বেশি মানুষকে ঝুঁকিতে ফেলছে। বিবিসির অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে। এবারের কপ২৮ সম্মেলনের আয়োজক সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে তেল উত্তোলনের সময় বর্জ্য গ্যাস পোড়ানো হচ্ছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, শত শত মাইলজুড়ে ছড়িয়ে পড়ছে দূষণ। এতে পুরো অঞ্চলের বাতাসের মান খারাপ হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয় জাতিসংঘের কপ২৮ জলবায়ু সম্মেলনের প্রাক্কালে এই খবর সামনে এলো।
সংযুক্ত আরব আমিরাতে ২০ বছর আগেই বর্জ্য গ্যাস পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া চিত্রে দেখা গেছে, স্থানীয় ও পাশের দেশগুলোর বাসিন্দাদের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির পরও গ্যাস পোড়ানো অব্যাহত রেখেছে দেশটি। সূত্র: কালের কণ্ঠ
অবশেষে মুক্তির আলো টানেলে
১৭ দিন পর স্বস্তির নিঃশ্বাস ৪১ শ্রমিকের
ঘড়ির কাঁটা ঘুরছে। উৎকণ্ঠায় কাটছে প্রতিটা মুহূর্ত। আর কতক্ষণ? অন্ধকার টানেলে কখন প্রবেশ করবে মুক্তির আলো? মঙ্গলবার বিকাল থেকে এই একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সবার মনে। কখন আলো দেখতে পারবেন অন্ধকূপে আটকে পড়া শ্রমিকরা? যেন পুরো ভারতই আটকে পড়েছে টানেলে উত্তরাখন্ডের উত্তরকাশীর টানেলে! অবশেষে সবার অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তির আলো ঢুকল টানেলে। স্বস্তির নিঃশ্বাস ফেলল গোটা ভারত। ১২ নভেম্বর আটকা পড়ার টানা ১৭ দিন পর পৃথিবীর আলো দেখল আটকে পড়া ৪১ শ্রমিকও। যমে-মানুষে টানাটানি শেষ! শ্বাসরুদ্ধকর আতঙ্ক থেকে মুক্তি মিলল তাদের আত্মীয়-পরিজনদেরও। টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার, এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস, বিবিসি।স্থানীয় সময় রাত ৭টা ৪৯ মিনিটে বের করা আনা হয় আটকে পড়া শ্রমিকদের প্রথম একজনকে। এরপর পালাক্রমে একে একে সবাইকেই। একেকজন শ্রমিককে বের করতে ৪-৫ মিনিট করে সময় লাগবে বলে ভাবা হয়েছিল। কিন্তু উদ্ধারকাজ শুরু হতেই কাজ হলো অত্যন্ত মসৃণভাবে। মাত্র ৩৮ মিনিট ২১ সেকেন্ডেই আটকে থাকা ৪১ জন শ্রমিককেই উদ্ধার করলেন উদ্ধারকারীরা। প্রত্যেক শ্রমিক সম্পূর্ণ সুস্থ রয়েছে। উদ্ধারের পর মুক্ত বাতাসে শ্বাস নিতে পারলেন তারা। স্বস্তির নিঃশ্বাস ফেললেন তাদের পরিজনেরাও। উদ্ধারের পর শ্রমিকদের মালা দিয়ে বরণ করে নেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিং ধামি। বুকে জড়িয়ে ধরেন শ্রমিককে। মঙ্গলবার দুপুর থেকেই সেখানে ছিলেন তিনি।
প্রায় ৪২৩ ঘণ্টারও বেশি সময় ধরে সুড়ঙ্গের ভিতর আটকে থাকতে হয়েছে শ্রমিকদের। বাইরের আলো দেখেই কেউ কেঁদে ফেলেন অঝোরে, কারও মুখে ছিল স্বস্তির হাসি। কারও চোখ খুঁজছিল পরিজনদের। সূত্র: যুগান্তর
আরও ৩৩ ফিলিস্তিনি ১১ ইসরায়েলি মুক্ত
গাজায় টানা চার দিনের অস্থায়ী যুদ্ধবিরতির শেষ দিনে হামাস এবং ইসরায়েলের মধ্যে সমঝোতা অনুযায়ী ইসরায়েলি জিম্মির আরেকটি দলকে ছেড়ে দেওয়ার বিনিময়ে একদল ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করা হয়েছে। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে ইসরায়েলি কারাগার থেকে ৩৩ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়। তাদের নিয়ে ইসরায়েলের হাত থেকে মুক্তিপ্রাপ্ত মোট ফিলিস্তিনির সংখ্যা ১৫০-এ উন্নীত হলো। এর আগে হামাস ১১ ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয়। যারা ছিলেন ফ্রান্স, জার্মানি বা আর্জেন্টিনার দ্বৈত নাগরিকত্ব পাওয়া ব্যক্তি। চার দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে সোমবার কাতারের মধ্যস্থতাকারীরা মঙ্গলবার এবং বুধবার দুই দিন যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দেন। সূত্র: বিডি প্রতিদিন।
মিলছে না ১৪ দলের শরিকদের চাওয়া পাওয়ার হিসাব
জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে চাওয়া-পাওয়ার হিসাব মিলছে না আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলে। এ নিয়ে প্রধান শরিক আওয়ামী লীগ এখন পর্যন্ত কোনো উদ্যোগ না নেওয়ায় সংশয়ে অন্য দলগুলো। এর মধ্যে শরিকদের আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা এবং সব আসনে স্বতন্ত্র প্রার্থী রাখার সিদ্ধান্তে ধোঁয়াশায় পড়েছে দলগুলো। এ পটভূমিতে আওয়ামী লীগের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে শরিকরা। দ্রুত সময়ের মধ্যে আসন সমঝোতার আশায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছে তারা। নতুন করে যুক্ত নির্বাচনী মিত্র দলগুলোর সঙ্গে বৈঠক হলেও এখন পর্যন্ত ১৪ শরিককে ডাকেননি প্রধানমন্ত্রী। বর্তমান সংসদে দুটি আসনের অধিকারী মহাজোট শরিক বিকল্পধারা বাংলাদেশের সঙ্গেও বসার উদ্যোগ নেয়নি আওয়ামী লীগ। এ নিয়ে অনেকটাই হতাশা ও ক্ষোভ রয়েছে এসব দলে। মহাজোটের দ্বিতীয় প্রধান শরিক জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতার প্রশ্নটি এখনও অনিশ্চিতই রয়ে গেছে। তবে ১৪ দল শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির প্রশ্নে আওয়ামী লীগের সর্বশেষ অবস্থান হচ্ছে, আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় পার হওয়ার পরই জোট শরিকদের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া হবে। ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনের আগেই পরিস্থিতি অনুযায়ী কাকে কোন আসনে ছাড় দেওয়া হবে– সে বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এ ক্ষেত্রে সমঝোতা হওয়া আসনগুলোতে দলীয় প্রার্থীদের সরিয়ে শরিকদের নৌকা প্রতীকে নির্বাচনের সুযোগ দেওয়া হবে। অবশ্য নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে শরিক দলগুলোকে ‘সামর্থ্য অনুযায়ী’ সমঝোতা হওয়া আসনগুলোর বাইরেও সর্বোচ্চসংখ্যক আসনে দলীয় প্রার্থী দেওয়ার বিষয়ে উৎসাহিত করা হচ্ছে। সূত্র: সমকাল
ইসরায়েলের ঠিকাদার ফাতাহ!
রাজনৈতিক মতাদর্শ কিংবা ভৌগোলিক প্রভাব; উভয় প্রেক্ষাপট বিবেচনায় নিলে দেখা যাবে ফিলিস্তিনের এক মেরুতে ফাতাহ এবং আরেক মেরুতে থাকছে হামাস। আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনিদের প্রতিনিধিত্বকারী সংগঠন ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) নেতৃত্বে ফাতাহ শুধু পশ্চিম তীরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে। ২০০৬ সালের নির্বাচনে ফাতাহ হেরে যাওয়ার পরও পিএর নিয়ন্ত্রণ তার হাতেই। তবে ওই নির্বাচনে পরপরই গাজা থেকে তাদের বের করে দেয় হামাস।
গাজাকে কেন্দ্র করে গত ৭ অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের চলতি সংঘাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে উঠেছে, হামাসকে হটিয়ে গাজায় পিএ তথা ফাতাহর শাসন শুরু হতে যাচ্ছে কি না। তবে ফিলিস্তিনের মুক্তির প্রশ্নে ফাতাহর ভূমিকা এবং শাসনতান্ত্রিক কর্তৃপক্ষ হিসেবে পিএর কর্মকা- ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়ে যাচ্ছে। ইসরায়েলের সঙ্গে মাহমুদ আব্বাসের নেতৃত্বে পরিচালিত পিএ প্রশাসনের আপসমূলক আচরণ এখন ফিলিস্তিনিদের মুখে মুখে ফেরে। সূত্র: দেশ রুপান্তর
সিআইএ ও মোসাদ প্রধান কাতারে, গাজায় যুদ্ধবিরতি বাড়তে পারে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা প্রধানেরা কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন। তাঁরা গাজা–ইসরায়েল সংকট নিয়ে আলোচনার জন্য বসেছেন বলে জানিয়েছেন কাতারের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা। মিসরের গোয়েন্দা প্রধানও কাতারের রাজধানীতে অবস্থান করছেন বলে জানা গেছে। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সিআইএ পরিচালক বিল বার্নস, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়ে এবং মিসরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেল মঙ্গলবার (২৮ নভেম্বর) দোহায় আলোচনায় বসেছেন। সূত্র: আজকের পত্রিকা ।
১৭ দিন পর ভারতের উত্তরাখণ্ডের সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধার
সুড়ঙ্গের মধ্যেই প্রাথমিকভাবে শ্রমিকদের স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে। তারপর অ্যাম্বুলেন্সে করে তাদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হবে। সেখানে চিকিৎসার জন্য ৪১ শয্যার বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
দীর্ঘ ১৭ দিন পর ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীতে নির্মাণাধীন সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের বের করে আনা শুরু হয়েছে। বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার) রাত আটটা ২৭ মিনিটের দিকে প্রথম শ্রমিককে বের করে আনা হয়। ধীরে ধীরে মোট ৪০ জন শ্রমিকদের সকলকেই বের করে আনছেন উদ্ধারকারীরা।হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, সুড়ঙ্গের মধ্যেই প্রাথমিকভাবে শ্রমিকদের স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে। তারপর অ্যাম্বুলেন্সে করে তাদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হবে। সেখানে চিকিৎসার জন্য ৪১ শয্যার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। গত ১২ নভেম্বর উত্তরকাশীতে নির্মিত সুড়ঙ্গে ধস নামে। সেখানে ৪১ জন শ্রমিক আটকে পড়েন। তারপর থেকেই তাদের উদ্ধারে শুরু করা হয় অভিযান। কিন্তু হিমালয়ের ভেতর থেকে শ্রমিকদের বের করে আনার কাজটা একেবারেই সহজ ছিল না। এমনকি বিদেশ থেকে বিশেষজ্ঞ ও যন্ত্রপাতি নিয়ে আসা হয়। অত্যন্ত সতর্কতার সঙ্গে চলতে থাকে উদ্ধারকাজ। একইসাথে তাদের খাবার পাঠানো হতে থাকে। কিন্তু যত সময় যাচ্ছিল, ততই বাড়ছিল উদ্বেগ।তারইমধ্যে গত ২১ নভেম্বর ভোরে আটকে পড়া শ্রমিক, তাদের পরিবার এবং উদ্ধারকারীদের মুখে কিছুটা হাসি ফোটে। এন্ডোস্কোপিক ফ্লেক্সি ক্যামেরা দিয়ে প্রথমবার শ্রমিকদের দেখা যায়। তখন মনে করা হয়েছিল যে, এবার খুব শীঘ্রই শ্রমিকদের উদ্ধার করা হবে। উদ্ধারকারীরাও বলছিলেন যে কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধারকাজ শেষ হয়ে যাবে। কিন্তু কিছু না কিছু বাধা আসছিল। সুড়ঙ্গের মধ্যেই ভেঙে যায় অগার মেশিনের একাংশ। থমকে যায় উদ্ধারকাজ। সূত্র: বিজিনেস স্ট্যান্ডার্ড।
১৭ দিন পর সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার
ভারতের উত্তরাখণ্ডের উত্তর কাশীতে নির্মাণাধীন সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত আটটা ২৭ মিনিটের দিকে প্রথম শ্রমিককে বের করে আনা হয়। রাত ৯টা ১০ মিনিটের মধ্যে সব শ্রমিককে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। খবর এনডিটিভি। কর্মকর্তাদের উদ্ধৃত করে এনডিটিভির খবরে বলা হচ্ছে, উদ্ধারকৃত শ্রমিকদের সেবায় সেখানে একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে। এখানেই শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সুড়ঙ্গের মুখে প্রস্তুত রাখা হয়েছে ৪১টি অ্যাম্বুলেন্স।খবরে বলা হয়েছে, জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ)-এর তিনটি দল সুড়ঙ্গের ভেতর থেকে শ্রমিকদের বের করে আনার কাজ করছে। উদ্ধার হওয়া শ্রমিকদের স্বাস্থ্য ভালো রয়েছে। সূত্র: বনিক বার্তা ।
আরো জিম্মি ও ফিলিস্তিনির মুক্তি, যুদ্ধবিরতি বাড়ার ঘোষণা, ইসরায়েল গাজা সংঘাতের সর্বশেষ
গাজায় টানা চারদিনের অস্থায়ী যুদ্ধবিরতির শেষ দিনে, হামাস এবং ইসরায়েলের মধ্যে সমঝোতা অনুযায়ী ইসরায়েলি জিম্মিদের আরো একটি দলকে ছেড়ে দেয়ার বিনিময়ে একদল ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করা হয়েছে।স্থানীয় সময় সোমবার মধ্যরাতে ইসরায়েলি কারাগার থেকে ৩৩ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়। এর আগে হামাস ১১ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। যারা ছিলেন ফ্রান্স, জার্মানি বা আর্জেন্টিনার দ্বৈত নাগরিকত্ব পাওয়া ব্যক্তি।চারদিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে সোমবার কাতারের মধ্যস্থতাকারীরা মঙ্গলবার এবং বুধবার দুই দিন যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দেয়। কাতার বলেছে, ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতির মেয়াদ দুই দিন বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে তবে ইসরায়েলের পক্ষ থেকে এ ব্যাপারে এখনও নিশ্চিত করা হয়নি। সূত্র; বিবিসি বাংলা।