আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৩

কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলের মাসে আয় ১২ লাখ ডলার

নাম তার আইতানা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিজ্ঞাপনের মডেল হিসেবে তাকে প্রায়ই দেখা যায়। তবে আইতানা কিন্তু রক্ত-মাংসের মানুষ নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় তৈরি করা হয়েছে তাকে। তাতে কী? আইতানার আয় কিন্তু তাক লাগানোর মতোই। প্রতি মাসে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এই মডেল ১০ হাজার ইউরো (১২ লাখ টাকার বেশি) পর্যন্ত আয় করে থাকে। আইতানাকে তৈরি করেছে স্পেনের এআই নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘দ্য ক্লুলেস’। স্পেনে এআইয়ের মাধ্যমে তৈরি প্রথম মডেল এটি। আইতানাকে পরিচালনা করে গ্রাফিক ডিজাইনারদের একটি দল। সেটির পরিচিতি তৈরি হয়েছে কম্পিউটার গেমস ও শরীরচর্চায় উৎসাহী এক চরিত্র হিসেবে। বিজ্ঞাপন থেকে গড়ে প্রতি মাসে আইতানার আয় ৩ হাজার ইউরো। সূত্র: প্রথম আলো

ইউক্রেন
যুদ্ধের ডামাডোলের মধ্যে নির্বাচন নিয়ে বিতর্ক

ইউক্রেনে পূর্বনির্ধারিত সময় আগামী বছরের মার্চেই নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে কয়েক মাসের বিতর্ক তুঙ্গে উঠেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরুর পর জারি করা সামরিক আইন অনুযায়ী দেশটিতে এখন প্রেসিডেন্টসহ সব ধরনের নির্বাচন নিষিদ্ধ। দেশের জনগণের একটা বড় অংশ নির্বাচনের সম্ভাবনা দেখে ক্ষুব্ধ। তাদের আশঙ্কা, সংকটের এই সময় ভোটাভুটি জাতির অস্তিত্বের লড়াইয়েই বিরূপ প্রভাব ফেলতে পারে। নির্বাচন আয়োজন সম্ভব করার জন্য ইউক্রেনের সামরিক আইনে পরিবর্তন আনা হয়েছে। তার পরও ভোটগ্রহণের পথে অনেক বাধা রয়েছে। এর মধ্যে অন্যতম নিরাপত্তা। এ ছাড়া বাস্তুচ্যুত জনগোষ্ঠী আরেকটি সমস্যা। সূত্র: কালের কণ্ঠ

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আর ভবিষ্যৎ নেই
আলজাজিরার বিশ্লেষণ

গাজায় ইসরায়েল যা করছে তা দেশটির জন্য আত্মঘাতী হতে যাচ্ছে। দীর্ঘমেয়াদে দেশটিকে তার অপরাধমূলক নীতিগুলোর দাম চুকাতে হবে। এমনকি এ কারণে শক্তিশালী ‘ইহুদি রাষ্ট্র’ গঠনের যে স্বপ্ন ইসরায়েল দেখেছিল, তারও পতন ঘটতে পারে। আলজাজিরার সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা তার সাম্প্রতিক এক বিশ্লেষণে এ ভবিষ্যদ্বাণী করেছেন। গণমাধ্যমটির অনলাইন সংস্করণে প্রকাশিত হয় তার ওই বিশ্লেষণ। এতে তিনি বলেন, আসলে আত্মরক্ষার নামে গাজায় ইসরায়েলের সুপরিকল্পিত গণহত্যা দেশটিকে নিরাপদ করবে না; বরং এ অঞ্চলে আরও বড় পরিসরে অনিরাপত্তা ও অস্থিতিশীলতা তৈরি করবে। এতে ইসরায়েল আরও কোণঠাসা হয়ে পড়বে। যে ভৌগোলিক অঞ্চলে দেশটির অবস্থান, সে অঞ্চলটি মোটাদাগে তাদের জন্য বরাবরই প্রতিকূল ছিল। এই যুদ্ধ তাদের দীর্ঘমেয়াদে টিকে থাকার পথে এবার প্রতিবন্ধকতা তৈরি করল। সূত্র: বিডি প্রতিদিন

Nagad

ইংল্যান্ডের আকাশে ‘চন্দ্র বলয়’!

পুরো ইংল্যান্ডজুড়ে রাতের আকাশে দেখা মিলেছে চন্দ্র বলয়ের। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় স্টাফোর্ডশায়ার, ওয়েস্ট মিডল্যান্ডস, সারে, বার্কশায়ার, ডরসেট, ইয়র্কশায়ার, কামব্রিয়া, ডার্বিশায়ার এবং আইল অফ উইটের আকাশে চাঁদের চারপাশে বলয় দেখা গেছে। খবর বিবিসির -ঊর্ধ্ব বায়ুমণ্ডলে ভাসমান বরফকণার ওপরে চাঁদের আলো প্রতিফলিত হয়ে এই বলয়ের সৃষ্টি করে। আর এই বরফ কণাগুলো থাকে মেঘের ভেতরে। এই বলয় একটি নির্দিষ্ট কোণে মেঘের নিচের অংশে প্রদর্শিত হয়। বরফের এই বর্ণ বলয় বিভিন্ন ধরনের হতে পারে। এমনকি ট্রপস্ফিয়ারে সাইরাস মেঘের ভেতরে থাকা বরফের কণা দিয়েও এই বলয় গঠন হতে পারে। অবশ্য এর জন্য নির্দিষ্ট স্ফটিক এবং স্থিতিবিন্যাসের প্রয়োজন। সূত্র: সমকাল

পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি নির্বাচন
‘লেভেল প্লেয়িং ফিল্ড’ চায় বিরোধী দল

পাকিস্তানে সাধারণ নির্বাচন আগামী ৮ ফেব্রুয়ারি। এর পরিপ্রেক্ষিতে প্রচার-প্রচারণা সুষ্ঠু রাখতে লেভেল প্লেয়িং ফিল্ড (সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ) চায় দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সবপক্ষের সমান সুযোগ নিশ্চিত করতে দেশটির নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। রোববার স্থানীয় দৈনিক ডনের খবরে বলা হয়েছে, শনিবার এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে পিটিআই। বিবৃতিতে, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কেন্দ্রীয় এবং প্রাদেশিক অন্তর্বর্তীকালীন সরকারগুলোর কাছে প্রধান নির্বাচন কমিশনার যে চিঠি পাঠিয়েছেন, তা অপর্যাপ্ত বলে অভিহিত করেছেন এক মুখপাত্র। কারণ এখনো পর্যন্ত পিটিআই নেতাদের এবং এর সমর্থকদের বিরুদ্ধে চলমান দমন-পীড়নে কোনো অবকাশ দেখা যায়নি। তিনি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থাকে তাদের সাংবিধানিক ও আইনগত ক্ষমতা ব্যবহার করে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। বর্তমানে সংবিধান ও আইনের তোয়াক্কা না করায় দেশটি চরম অনাচার ও বিশৃঙ্খলার কবলে পড়েছে। তিনি ইঙ্গিত করেছেন, পাকিস্তান সবচেয়ে খারাপ সাংবিধানিক ও আইনি সংকটের মধ্যে রয়েছে। এজন্য নির্বাচন কমিশনের শুধু চিঠি লেখার পরিবর্তে দৃঢ় পদক্ষেপ নেওয়াকে জরুরি মনে করছেন। চিঠি লেখার পরেও পিটিআইকে দেশের কোথাও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হয়নি। পিটিআইয়ের ওই মুখপাত্র আরও অভিযোগ করেছেন, ইমরান খানসহ বেশির ভাগ রাজনৈতিক নেতার বক্তব্যের কভারেজ এবং তাদের সংবাদ সম্মেলন নিষিদ্ধ করা হয়েছে। বিবৃতিতে আরও বলেছেন, বেশির ভাগ পিটিআই নেতা ও কর্মীদের বিনা অপরাধে আটকে রাখা হয়েছে। সূত্র: যুগান্তর

তৃতীয় দফায় ১৭ জিম্মিকে মুক্তি দিল হামাস, বিপরীতে ছাড়া পেল ৩৯ ফিলিস্তিনি

ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতির তৃতীয় দিনে গত রোববার ১৩ ইসরায়েলি সহ মোট ১৭ জন জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিপরীতে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও ৩৯ ফিলিস্তিনি বন্দী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাতে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা জানিয়েছে, জিম্মিদের রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৩ জন হলেন ইসরায়েলি। আর বাকি চারজন বিদেশি নাগরিক। এর মধ্যে চার বছর বয়সী এক শিশুও রয়েছে। আবিগালি ইদান নামের সেই শিশুটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলর দ্বৈত নাগরিক। হামাসের মুক্তি দেওয়া ইসরায়েলি জিম্মির সংখ্যা নিয়ে অসংগতি দেখা গেছে। বিবিসির মতে, ১৩ ইসরায়েলি, তিন থাই এবং এক রাশিয়ানকে মুক্তি দেওয়া নিশ্চিত করেছে হামাস। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, যে রুশ নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে তিনি ইসরায়েলের দ্বৈত নাগরিক। ওই ইসরায়েলি-রুশকেও ইসরায়েলি হিসেবে ধরে আইডিএফ জানিয়েছে, বিরতির তৃতীয়দিন ১৪ ইসরায়েলিকে মুক্তি দেওয়ার খবর। সূত্র: আজকের পত্রিকা ।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান সম্ভবত এখন একেবারে চূড়ান্ত ধাপে আছে।

যে যুদ্ধবিরতি চলছে ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দি বিনিময়ের, সেটা হয়তো ইসরায়েলি সামরিক বাহিনী- আইডিএফকে চার থেকে নয় দিন দেরি করাবে। তবে সেটা নির্ভর করছে হামাস কতজন জিম্মিকে মুক্তি দিতে চায় তার উপর। ইসরায়েলি বিশেষজ্ঞদের বিশ্বাস, জিম্মি মুক্তির এই প্রক্রিয়া শেষ হলেই, গাজার নিয়ন্ত্রণ নেয়ার যে যুদ্ধ, সেটা আবারও শুরু হবে এবং তা শেষ হতে এক সপ্তাহ থেকে ১০ দিন লাগতে পারে।কিন্তু যদি ইসরায়েলি বাহিনী এরপর গাজার দক্ষিণে মনোযোগ দেয়, যার বেশ পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তখন পরিস্থিতি কী দাঁড়াবে?
ইসরায়েল শপথ নিয়েছে, হামাস যেখানেই থাকবে, তাদের ধ্বংস করা হবে।ধারণা করা হচ্ছে এই গোষ্ঠীর গুরুত্বপূর্ণ নেতা ইয়াহিয়া সিনওয়ার ও মোহাম্মদ দেইফ, আরও যোদ্ধাদের সাথে দক্ষিণেই কোথাও আছেন এবং খুব সম্ভবত ইসরায়েলিদের জিম্মিদের একটা বড় অংশও তাদের সাথে আছে।সাময়িক যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজায় কী হতে যাচ্ছে? সূত্র: বিবিসি বাংলা।

‘ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূতের ছুটি নিয়ে নানা আলোচনা’

মানবজমিনের শিরোনাম ‘ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূতের ছুটি নিয়ে নানা আলোচনা’। খবরে বলা হচ্ছে, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের আচমকা ছুটির রহস্য উন্মোচিত হয়নি। তিনি কী কারণে, কোথায় অবস্থান করছেন সে সম্পর্কেও খোলাসা করে কিছু বলা হয়নি। তাছাড়া চুক্তিভিত্তিক চাকরিতে থাকা জ্যেষ্ঠ ওই কূটনীতিকের ‘হোম লিভ’র প্রাপ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। স্যাংশন, ভিসা নীতি, গণতন্ত্র, মানবাধিকারসহ নানা ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে যখন ঢাকার ঘনিষ্ঠ আলোচনা চলছে, সেই সময়ে পোড়খাওয়া কূটনীতিক মোহাম্মদ ইমরানের অনুপস্থিতি অর্থাৎ দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থানের সিদ্ধান্তে পেশাদার অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। যদিও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মনে করেন রাষ্ট্রদূতের ফিজিক্যাল উপস্থিতি খুব একটা জরুরি না।
সচিবের ভাষ্যমতে, ‘রাষ্ট্রদূত ছুটিতে গেলেও জরুরি প্রয়োজনে প্রযুক্তির সুবাদে তাকে যুক্ত করার সুযোগ রয়েছে। এখনকার দিনে যেখানেই তিনি থাকেন না কেন, তিনি ২৪ ঘণ্টাই কানেকটেড (যুক্ত)। সুতরাং, রাষ্ট্রদূত যেকোনো জায়গা থেকে মিশনের যেকোনো কাজে নজর রাখতে পারবেন। মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।’সূত্র: বিবিসি বাংলা।

যুক্তরাষ্ট্রে ৩ ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি

যুক্তরাষ্ট্রের বার্লিংটনের একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি করেছে এক বন্দুকধারী। স্থানীয় সময় শনিবার ওই হামলার ঘটনা ঘটে। এদিকে ওই হামলাকে ঘৃণামূলক অপরাধ হিসেবে তদন্ত করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন হামলার শিকার শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বার্লিংটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, হামলার শিকার ওই তিন ফিলিস্তিনি শিক্ষার্থীর নাম হিশাম আওয়ারতানি, তাহসিন আহমেদ এবং কিনান আবদাল হামিদ। তবে ঠিক কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনও নিশ্চিত নয়। এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, হামলার সময় ওই শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী কেফিয়েহ স্কার্ফ পরা ছিলেন এবং আরবি ভাষায় কথা বলছিলেন। পুলিশ সন্দেহভাজন ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে। সূত্র: দেশ রুপান্তর

বিক্রেতার ভুলে এক ব্যক্তির লটারি জয়: প্রতিবছর পাবেন ২৫ হাজার ডলার
টিকিটটি প্রিন্ট করার আগে বিক্রেতা একটি ভুল করে ফেলেন। এই অনিচ্ছাকৃত ভুলেই কপাল খুলে যায় বিজয়ীর।

যুক্তরাষ্ট্রের ইলিনয়েস অঙ্গরাজ্যের বাসিন্দা মাইকেল সোফেসল। তিনি তার প্রিয় একটি রেস্তোরাঁয় খাওয়ার জন্য প্রায়ই ইন্ডিয়ানা অঙ্গরাজ্য হয়ে মিশিগানে যেতেন। পথে তিনি ‘লাকি ফর লাইফ’র লটারি টিকিটও কিনতেন। গত ১৭ সেপ্টেম্বর গোলো গ্যাস স্টেশনের কাছে এক বিক্রেতা থেকে লটারির টিকিট কেনেন মাইকেল। কিন্তু টিকিটটি প্রিন্ট করার আগে বিক্রেতা একটি ভুল করে ফেলেন। যেখানে একটি টিকিটে কয়েক সংখ্যার কেবল একটি নম্বরই থাকার কথা, সেখানে ১০টি আলাদা আলাদা নম্বরসহ একটি টিকিট প্রিন্ট দিয়ে ফেলেন বিক্রেতা। এই টিকিট নিতে কোনো আপত্তি নেই বলে বিক্রেতাকে জানান মাইকেল। বিক্রেতার এই অনিচ্ছাকৃত ভুলে মাইকেলের কপাল খুলে যায়। মাইকেল লটারি ফর লাইফের কর্মকর্তাদের বলেন, ‘এক সকালে ড্রয়ের ফলাফলের সঙ্গে এই টিকিটের ১০টি নম্বর মিলিয়ে দেখি আমি প্রতি বছরের জন্য ২৫ হাজার ডলার জিতেছি। আমি তৎক্ষণাৎ এসব টাকা দিয়ে কী কী করতে পারি এবং আমি মোট টাকা এককালীন নাকি বার্ষিক হিসেবে নেব তা ভাবতে শুরু করি। এ এক বিস্ময়কর অনুভূতি ছিল!’ সূত্র: বিজনেস স্ট্যান্ডাড।