ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৩

লিগ্যাল এইড নিয়ে একটি সেমিনারে অংশ নিতে ভারত সফরে গেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এই সময়ে প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিন।

রোববার (২৬ নভেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ তথ্য জানা গেছে।

‘ফার্স্ট রিজওনাল কনফারেন্স অন অ্যাকসেস টু লিগ্যাল এইড : স্ট্রেনদেনিং এক্সেস টু জাস্টিস ইন দ্য গ্লোবাল সাউথ’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করতে রোববার দুপুরে প্রধান বিচারপতি ভারতে যান। আগামী ১ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের দেশে ফেরার কথা রয়েছে।

বিমানবন্দরে বিদায় জানাতে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. মশিয়ার রহমান এবং মাননীয় প্রধান বিচারপতির একান্ত সচিব হাসান মো. আরিফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রধান বিচারপতির অবর্তমানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি থাকবেন বোরহান উদ্দিন। তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারক।

সারাদিন. ২৬ নভেম্বর

Nagad