আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
উত্তর গাজায় ৬১ ট্রাক সহায়তাসামগ্রী সরবরাহ করেছে: জাতিসংঘ
জাতিসংঘ গতকাল শনিবার বলেছে, চিকিৎসা সরঞ্জাম, খাদ্য ও পানি বহনকারী ৬১টি ট্রাক ফিলিস্তিনের উত্তর গাজায় সহায়তাসামগ্রী সরবরাহ করেছে।গাজা উপত্যকায় এখন চার দিনের যুদ্ধবিরতি চলছে। এ যুদ্ধবিরতির ফলেই সহায়তাসামগ্রী নিয়ে ট্রাকগুলো অবরুদ্ধ উপকূলীয় এলাকায় যেতে পারল।ইসরায়েলের নিতজানা থেকে আরও ২০০টি ট্রাক গাজা উপত্যকার উদ্দেশে ছেড়ে গেছে বলে জাতিসংঘের মানবিক-বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে।ওসিএইচএর বিবৃতিতে বলা হয়, এই ট্রাকগুলোর মধ্যে ১৮৭টি গতকাল স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ সীমান্ত অতিক্রম করেছে। ওসিএইচএর বিবৃতিতে আরও বলা হয়, লোকজনকে সরিয়ে নিতে সহায়তার জন্য গাজার উত্তরাঞ্চলের আল-শিফা হাসপাতালে ১১টি অ্যাম্বুলেন্স, ৩টি কোচ ও ১টি ফ্ল্যাটবেড পাঠানো হয়েছে।সম্প্রতি এ হাসপাতালে সরাসরি অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এখানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের তুমুল লড়াই হয়েছিল।ওসিএইচএর বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি যত দীর্ঘ হবে, মানবিক সংস্থাগুলো তত বেশি গাজায় সহায়তা পাঠাতে সক্ষম হবে।দেড় মাসের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার হামলার পর গত শুক্রবার স্থানীয় সময় সকাল সাতটায় গাজায় সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়। সূত্র: প্রথম আলো


গাজায় ইসরায়েলি হামলা
বিরতির পর যুদ্ধের চূড়ান্ত ধাপ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযান সম্ভবত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যুদ্ধবিরতির সমঝোতার আওতায় বেশ কয়েকজন ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দি মুক্তি পাচ্ছে। হামাস কতজন জিম্মিকে মুক্তি দেবে তার ওপর ভিত্তি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অভিযান ৪ থেকে ৯ দিন বিলম্বিত হতে পারে। এই সময়কাল শেষে ফের যুদ্ধ শুরু হয়ে তা ৭ থেকে ১০ দিন চলতে পারে বলে ধারণা করছেন ইসরায়েলি বিশেষজ্ঞরা। বিরতির পর যুদ্ধের চূড়ান্ত ধাপএরই মধ্যে দক্ষিণ গাজায়ও অভিযানের ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রশ্ন উঠেছে, যুদ্ধবিরতির সময়কাল শেষে ইসরায়েলি বাহিনী যদি সত্যিই দক্ষিণ গাজায় অভিযান চালায়, তাহলে কী হবে? সূত্র: কালের কণ্ঠ
গাজায় নির্বিচার হত্যা গ্রহণযোগ্য নয়
পাল্টা পদক্ষেপ, এবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব স্পেনের
গাজা ইস্যুকে কেন্দ্র করে এবার ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে স্পেন। সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী সম্পর্কে ইসরায়েলের বিরুপ মন্তব্যের কারণে এই পদক্ষেপ নিল ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশটি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছিলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সেখানে ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করা হচ্ছে বলে অভিহিত করেন তিনি। শুধু তাই নয়, ইইউ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দিলে স্পেন এককভাবে সিদ্ধান্ত নেবে বলেও ঘোষণা দেন তিনি। পেদ্রো বলেন, হাজার হাজার ছেলে-মেয়েসহ নিরীহ বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু পেদ্রোর এসব মন্তব্য ভালোভাবে গ্রহণ করেনি ইসরায়েল। তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, তার এমন মন্তব্য সন্ত্রাসবাদকে উৎসাহিত করছে। এরপর তেল আবিবে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদও জানায় ইসরায়েল। এর জেরেই পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে স্পেন। শুক্রবার এক বিবৃতিতে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, স্পেনের প্রধানমন্ত্রী সম্পর্কে ইসরায়েলি সরকারের মিথ্যা এবং অগ্রহণযোগ্য দাবি ব্যাখ্যা করার জন্যই রোডিকা রেডিয়ান-গর্ডনকে তলব করা হয়েছে। শুক্রবার বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর সঙ্গে রাফাহ সীমান্ত ক্রসিং পরিদর্শন করেন পেদ্রো সানচেজ। সে সময় তারা গাজায় ইসরায়েলের বোমাবর্ষণকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন। এরপরই স্পেন এবং বেলজিয়ামের রাষ্ট্রদূতকে তলব করে ইসরায়েল। সূত্র: বিডি প্রতিদিন ।
মুক্তির আনন্দেও নিষেধাজ্ঞা
ভাঙা ঘরে বোমা খুঁজে বেড়াচ্ছে গাজা
ফিলিস্তিনিদের মুক্তির আনন্দেও শেকল পরিয়ে দিল ইসরাইল! যুদ্ধের ৪৯ দিনের মাথায় শুরু হওয়া চার দিনের যুদ্ধবিরতির প্রথম দিনেই (শুকবার) ইসরাইলের ফেলা লিফলেট হুঁশিয়ারিতে বলা হয়-দক্ষিণ থেকে উত্তর গাজায় যাওয়া যাবে না। গাজায় স্থানান্তর নিষেধাজ্ঞার পাশাপাশি দখলকৃত পশ্চিম জেরুজালেমে মুক্তি আনন্দ উদযাপনেও জরিমানার খক্ষ বসিয়েছে ইসরাইলি সেনারা।বন্দিবিনিময় চুক্তি মোতাবেক এদিন হামাস ১৩ জন জিম্মি ও ইসরাইলি ৩৯ বন্দিকে মুক্তি দিয়েছে। মুক্তি পাওয়া জিম্মিদের পরিবারে নেমে এসেছে খুশির জোয়ার। কিন্তু এ আনন্দের দিনেও ভেতর ভেতর ইসরাইলের বর্বর সেনাদের ভয়ে চুপসে আছে পুরো ফিলিস্তিন। নিষেধাজ্ঞায় জিম্মিদের ও তাদের পরিবারকে মিডিয়ার সঙ্গে কথা বলা, সম্প্রদায়ের সমাবেশ করা অথবা উদযাপন করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। নিষেধাজ্ঞা না মানলে পরিবারের ওপর হামলা করার হুমকিও দেওয়া হয়েছে। আলজাজিরা, সিএনএন। ইসরাইলের ওফার কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি নারী ও শিশুদের প্রথম দলের মধ্যে মারাহ বাকির একজন। আট বছর পর ঘরে ফিরলেও তার পরিবার উচ্ছ্বাসে মেতে উঠতে পারেনি। মারাহর বাবা জাওদাত বাকের মিডল ইস্ট আইকে বলেছেন, ‘ইসরাইলি বাহিনী জানিয়েছে-অমরা প্রকাশ্যে তার মুক্তি উদযাপন করলে আমাদের বাড়িতে হামলা চালানো হবে। সবকিছু ধ্বংস করে দেওয়া হবে। সূত্র: যুগান্তর
জিম্মি মুক্তি পিছিয়ে দিয়েছে হামাস
ইসরায়েলের বিরুদ্ধে মানবিক যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে শনিবারের জিম্মি মুক্তির সময় পিছিয়ে দিয়েছে গাজার সশস্ত্র বাহিনী হামাস। কথা ছিল, শনিবার যুদ্ধবিরতির দ্বিতীয় দিন গাজায় আরও ত্রাণবাহী ট্রাকবহর প্রবেশ করবে; পাশাপাশি ১৪ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস, বিনিময়ে ইসরায়েলও ৪২ জন ফিলিস্তিনি বন্দিকে তাদের কারাগার থেকে মুক্তি দেবে। খবর বিবিসির-হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, চুক্তি অনুযায়ী যে কয়টি ট্রাকের ত্রাণ নিয়ে গাজায় প্রবেশ করার কথা ছিল তা হয়নি, বাধা দিয়েছে ইসরায়েল। সূত্র: সমকাল
কেরালায় গানের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৪ শিক্ষার্থীর মৃত্যু
কেরালার কোচিতে একটি বিশ্ববিদ্যালয়ে গানের অনুষ্ঠানে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো চার শিক্ষার্থীর। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ৬০ জন। ঘটনাটি ঘটেছে কেরালার ‘কোচিন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’তে। শনিবার সেখানে একটি গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শনিবার বিশ্ববিদ্যালয়ের ‘টেক ফেস্ট’-এ গান গাইতে এসেছিলেন নিকিতা গান্ধী। ক্যাম্পাসের মধ্যেই একটি ‘ওপেন এয়ার থিয়েটার’-এ চলছিল তার প্রস্তুতি। কেরালার শিক্ষামন্ত্রী বীনা জর্জ জানান, নির্দিষ্ট আমন্ত্রণপত্র দেখিয়ে শিক্ষার্থীরা অনুষ্ঠানে প্রবেশ করছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। একসঙ্গে বহু মানুষ অনুষ্ঠানস্থলে হাজির হন। প্রত্যেকেই ভেতরে ঢুকতে চান। শুরু হয় হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি। তার মধ্যেই বৃষ্টি নামে। তখন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। কারণ, প্রেক্ষাগৃহের বাইরে অপেক্ষারত শিক্ষার্থীরা বৃষ্টি থেকে বাঁচতে ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে। তুমুল হুড়োহুড়ি শুরু হয়। কয়েকজন পড়ে যান মাটিতে। তাদের ওপর দিয়েই অনেকে চলে যান। এতেই পদপিষ্ট হয়ে গুরুতর আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। সূত্র: দেশ রুপান্তর
দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের যৌনদাসী: ক্ষতিপূরণ দিতে হবে জাপানকে
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ কোরিয়ার যৌন দাসত্বের শিকারদের ক্ষতিপূরণ দিতে জাপান সরকারকে নির্দেশ দিয়েছে দক্ষিণ কোরিয়ার আপিল আদালত। গত ২৩ নভেম্বর যুদ্ধের সময় যৌন দাসত্বের শিকার ১৬ নারীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় আদালত। চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সিউল হাইকোর্টের রায় অনুযায়ী, টোকিওকে যৌন দাসত্বের শিকার এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারসহ ১৬ জন বাদীর প্রত্যেককে ক্ষতিপূরণ হিসাবে ২০০ মিলিয়ন ওন (১ কোটি ৬৮ লাখ ১৯ হাজার ৮৫৮ টাকা) দিতে হবে। সূত্র: আজকের পত্রিকা।
ইউরোপীয় ইউনিয়নের আমদানি ও রফতানি নিম্নমুখী
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আমদানি ও রফতানি নিম্নমুখী হয়েছে। ইউরোস্ট্যাটের সাম্প্রতিক প্রকাশিত তথ্য বাণিজ্য হ্রাস সম্পর্কিত উদ্বেগ তুলে ধরেছে। রফতানি টানা তিন প্রান্তিকে কমেছে, যখন আমদানি গত চার প্রান্তিক ধরে কমছে। খবর ইউরো নিউজ। ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে ইইউ রফতানি ও আমদানি যথাক্রমে দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ১ দশমিক ২ ও ৪ দশমিক ৬ শতাংশ কমেছে। চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ইইউ ১ হাজার ৮০০ কোটি ইউরো বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করেছে, যা ২০২১ সালের তৃতীয় প্রান্তিকের ৬৯০ কোটি ইউরো উদ্বৃত্তের চেয়ে বেশি।আমদানি উৎপাদিত পণ্যে কমেছে ৬৬০ কোটি ইউরো, যন্ত্রপাতি ও যানবাহনে কমেছে ৬২০ কোটি ইউরো, বিদ্যুতে কমেছে ৪৭০ কোটি ইউরো। সূত্র: বণিক বার্তা।
জিম্মি মুক্তির ঘটনায় ইসরায়েলি পরিবারে স্বস্তি, ফিলিস্তিনে উৎসব
হামাসের হাত থেকে মুক্তি পাওয়া ১৩ ইসরায়েলি জিম্মির পরিবারের সদস্যরা তাদের স্বস্তির কথা জানিয়েছেন। মুক্তি পাওয়া এই দলটিকে রেডক্রসের ব্যবস্থাপনার গাজা থেকে মিশরে নেয়ার পর এখন ইসরায়েলে ফিরিয়ে আনা হচ্ছে।তাদের মুক্তির পরপরই পশ্চিম তীরের বেইতুনিয়া চেকপয়েন্ট এলাকায় মুক্তি দেয়া হয়েছে ৩৯ ফিলিস্তিনি বন্দীকে, যাদের মধ্যে ১৫ জন কিশোর রয়েছে। এছাড়া কাতারের মধ্যস্থতায় কার্যকর হওয়া চুক্তির আওতায় আরও দশ থাই নাগরিক ও একজন ফিলিপিনোকে মুক্তি দিয়েছে হামাস। কাতার চুক্তির শর্ত অনুযায়ী মোট ৫০ জন ইসরায়েলি জিম্মি ও ১৫০ জন ফিলিস্তিনি বন্দী চারদিনের যুদ্ধবিরতির মধ্যে মুক্তি পাওয়ার কথা।ক্রবার হামাস যেসব জিম্মিকে মুক্তি দিয়েছে তাদের ইসরায়েলে ফিরিয়ে নেয়ার আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য মিশরের একটি হাসপাতালে নেয়া হয়। সূত্র: বিবিসি বাংলা।
পাকিস্তানে শপিংমলে আগুনে নিহত ১০
শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। কেনাকাটার জন্য ওই শপিংমলটি নগরীতে সবচেয়ে জনপ্রিয়। পাকিস্তানের করাচিতে একটি বহুতল শপিংমলে আগুনে অন্তত ১০ জন নিহত এবং ২২ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির ইংরেজি ভাষার দৈনিক ডন।রাচির রশিদ মিনহাজ রোডের আরজে মলে শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। কেনাকাটার জন্য ওই শপিংমলটি নগরীতে সবচেয়ে জনপ্রিয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ এক পোস্টে করাচির মেয়র বারিস্তার মুর্তাজা ওহাব বলেন, “এখন পর্যন্ত আমি ১০ জনের মৃত্যু এবং ২২ জন আহত হওয়ার খবর নিশ্চিত হয়েছি।” সূত্র: বিডি নিউজ