বড় জয় পিএসজির, এমবাপ্পে-দেম্বেলের গোল
বড় জয়ে নিজেদের ঝালিয়ে নিল ফরাসির পিএসজি। ক্লাবটিতে মেসি নেইমার না থাকলেও ফরাসি চ্যাম্পিয়নদের দলে এখনো আছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে।
শুক্রবার রাতে এমবাপ্পে আবারও প্রতিপক্ষের জাল কাঁপাল আর এমবাপ্পের সাথে গোল করল দেম্বেলে, গনসালো রামোস, ভিতিনহা এবং রান্ডাল কোলো মুয়ানি। পিএসজির পাঁচ খেলোয়াড়ের পাঁচ গোলে মোনাকোকে ৫-২ ব্যবধানে হারিয়েছে লুইস এনরিকের দল। এই জয়ে ফরাসি লিগ ওয়ানের শীর্ষ স্থান আরও পাকাপোক্ত করল লিগ ওয়ানের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।


এ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা নিসের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেল টানা শিরোপার পথে থাকা পিএসজি। তৃতীয় স্থানে আছে মোনাকো।