ঝিনাইদহ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ প্রতিনিধি:
প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩

ঝিনাইদহ ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ । আজ দিবাগত রাতে গোপন সংবাদের মাধ্যমে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে ওমর আলীকে গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃত ওমর আলী (৩০) শহরের ভুটিয়ারগাতি গ্রামের মোঃ বিল্লাল হোসেনের ছেলে । গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

র‌্যাব-৬ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক আজ দুপুরে জানান, ভিকটিম একজন ১৩ বছর বয়সী নাবালিকা প্রতিবন্ধী। ধৃত আসামী এবং ভিকটিম একই এলাকার প্রতিবেশী। সেই সুবাদে ভিকটিমকে পূর্ব হতেই বিভিন্নটাকা পয়সা ও বিভিন্ন জিনিসের প্রলোভন দেখিয়ে আসছিলো আসামী। গত ১৮ নভেম্বর ২০২৩ইং তারিখে দুপুরের দিকে প্রতিবন্ধী ভিকটিম সুপারী কাটার জন্য ধৃত আসামীর বাড়ীতে যায়। সে সময় বাড়িতে কেউ না থাকায় ধৃত আসামীসহ তার দুই বন্ধু সহযোগী আসামীদ্বয়সহ প্রতিবন্ধী ভিকটিমকে ফুসলিয়ে বিভিন্ন প্রলোভনে ভিকটিমকে ঘরের মধ্যে নিয়ে ধ্বস্তাধস্তির এক পর্যায়ে মুখ চেপে ধরে দেয়ালের সাথে ধাক্কা দিলে ভিকটিম অজ্ঞান হয়ে যায় । এরপর ধৃত আসামী তাকে ধর্ষণ করে। অন্য সহযোগী আসামীদ্বয় বাহিরে পাহারা দিতে গেলে ভিকটিমের মাতা ঘটনাস্থলে পৌঁছালে; সহপাঠী আসামী দুইজন পালিয়ে গিয়ে দেশীয় তৈরি রামদা ও গাছিদা নিয়ে এসে ভিকটিমের মাকে খুন জখমের ভয় দেখিয়ে প্রধান আসামীকে পালানোর সহায়তা করে। ভিকটিমের মাতার ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ঐদিনই বিষয়টি নিয়ে নাবালিকা প্রতিবন্ধী ভিকটিমের মাতা বাদী হয়ে ঝিনাইদহের সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।