শৈলকুপায় সংসদ সদস্যকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাইকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে উপজেলা মোড়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ। লিখিত বক্তব্যে দলের মধ্যে ঘাপটি মেরে থাকা হাইব্রিড নেতাদের এমপি আব্দুল হাইকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান। তিনি আরো বলেন, আব্দুল হাইয়ের সুনাম ক্ষুণ্ণ করে এক শ্রেণির নব্য আওয়ামীলীগ নেতারা বিএনপি-জামাতের উপর ভর করে শৈলকূপার শান্তি বিনষ্ট করতে পায়তারা করছে । এতে তাদের লাভ হবে না । বরং ওদেরই মুখোশ উন্মোচন হয়ে গেছে ।


উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাসের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষকলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, ঝিনাইদহ জেলা যুবলীগের আহবায়ক শফিকুল ইসলাম শিমুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাকিমপুর ইউপি চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ইকু, উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্যা, স্বেচ্ছাসেবক-লীগের সভাপতি জুয়েল পারভেজ কর্নেল, ১৩টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।