ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আশরাফুল (২৪) নামের এক বাংলাদেশী যুবক আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে আশরাফুল গুলিবিদ্ধ হয়। সে ভূরুঙ্গামারী ইউনিয়নের পূর্ব ভোটহাট গ্রামের আলী আকবরের ছেলে।

জানাগেছে, আশরাফুল মঙ্গলবার দিবাগত রাতে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের কালমাটি বিএসএফ ক‍্যাম্পের টহলদলের সদস্যরা তাকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। রাবার বুলেট তার মাথা, মুখ, হাত ও পিঠে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা রাতেই তাকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। সেখানে চিকিৎসা নিয়ে সে চলে যায়।

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ফাতেমা খাতুন বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে আশরাফুল নামের এক ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। তার শরীরে গুলির আঘাতের চিহ্ন ছিল।

ভূরুঙ্গামারী থানার ওসি এবং বাগভান্ডার বিজিবি ক্যাম্পের কমান্ডার বলেন, বাংলাদেশী এক নাগরিক গুলি বিদ্ধ হয়েছে এমনটা শুনেছি। সত্যতা নিশ্চিতের চেষ্টা চলছে।