আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
মানবাধিকার পরিস্থিতির উন্নতিতে বাংলাদেশের জন্য ৩০১টি সুপারিশ
বাংলাদেশ সুপারিশ পর্যালোচনা করে ফেব্রুয়ারিতে মানবাধিকার পরিষদের অধিবেশনের আগে সিদ্ধান্ত জানিয়ে দেবে।
জাতিসংঘ মানবাধিকার সংস্থার পর্যালোচনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতির জন্য ১১০টি দেশের তুলে ধরা সুপারিশমালা চূড়ান্ত করা হয়েছে। সব মিলিয়ে ৩০১টি সুপারিশ প্রতিবেদন আকারে ইউপিআর সভায় উপস্থাপন করা হয়। অনেকগুলো দেশ থেকে একই বিষয়ে একই ধরনের সুপারিশ আসায় সংখ্যাটি এত বড়। প্রকৃত সুপারিশ এত বেশিসংখ্যক হবে না।এই পর্যালোচনা সভায় আইনমন্ত্রী আনিসুল হক বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিলেও সুপারিশমালা অনুমোদনের সভায় তিনি ছিলেন না। তাঁর পরিবর্তে সভায় বক্তব্য দেন জেনেভায় জাতিসংঘ মিশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সুফিউর রহমান। সুফিউর রহমান যেসব দেশ বিভিন্ন বিষয়ে সুপারিশ করেছে, তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ এসব সুপারিশ পর্যালোচনা করে তার সিদ্ধান্ত আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় মানবাধিকার পরিষদের ৫৫তম অধিবেশনের আগেই জানিয়ে দেবে।জেনেভায় অনুষ্ঠিত বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির বিষয়ে সর্বজনীন নিয়মিত পর্যালোচনার (ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ-ইউপিআর) চতুর্থ চক্রে এসব সুপারিশের মধ্যে আছে, বহুল আলোচিত গুমবিষয়ক সনদ ও নির্যাতনবিরোধী সনদের অতিরিক্ত চুক্তি অনুমোদন, গুমের ঘটনাগুলোর স্বাধীন ও স্বচ্ছ তদন্ত, আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সদস্যদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগের স্বাধীন তদন্ত এবং দোষীদের বিচার ও সাজার ব্যবস্থা করা। সূত্র: প্রথম আলো


তফসিল প্রত্যাখ্যান, বিক্ষোভ ১০ যানবাহনে আগুন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে ‘নীলনকশা’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটি মনে করে, তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন কমিশন দেশকে গভীর সংকটে ঠেলে দিয়েছে। এই তফসিলে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। গতকাল বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। রাতে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটে। রাজধানীসহ দেশের বেশ কয়েকটি স্থানে অন্তত ১০টি যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া অন্তত ২৫টি যানবাহন ভাংচুর করা হয়েছে। সূত্র: কালের কণ্ঠ
পরিবেশ চাই, বলল জাতীয় পার্টি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ইলেকশন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করেছে, ঠিক আছে। কিন্তু আমাদের ধারণা ছিল সরকারের পক্ষ থেকে সবাইকে নিয়ে বসা বা একটা পরিবেশ যদি হতো, এমন অবস্থায় যদি তফসিল ঘোষণা হতো তাহলে ভালো হতো। তিনি বলেন, ইসির তফসিল নিয়ে আমাদের কোনো কথা নেই। আমাদের কথা একটাই, নির্বাচনের পরিবেশ আমরা চাই। গতকাল বনানী কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মুজিবুল হক চুন্নু বলেন, জাতীয় পার্টির দলীয়ভাবে সব প্রস্তুতি আছে। প্রার্থী বাছাই, মেনুফেস্টু, ফরম ছাপানো সব কাজ করে রেখেছি। কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারছি না নির্বাচন করব কী করব না। তিনি বলেন, তফসিল ঘোষণা করবে ইসি, এটা তাদের বাধ্যবাধকতা। তারপরও এটা বলতে পারি, তফসিল ঘোষণা করলেও পরিবেশ সৃষ্টির জন্য সরকার যদি উদ্যোগ নেয় বা আলোচনার উদ্যোগ নেয়, তাহলে তফসিলের তারিখ পরিবর্তনের ক্ষমতা আছে ইসির। সূত্র: বিডি প্রতিদিন।
সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
সহিংসতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানী ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা ও আশপাশের জেলায় ৩২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৯৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। সর্বমোট ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।বুধবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছেন। ঘোষিত তপশিলকে তামাশা দাবি করে একে প্রত্যাখ্যান করেছে বিএনপি ও সমমনা কয়েকটি দল। তপশিলের প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বেশ কয়েকটি দল। এমন প্রেক্ষাপটে সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হলো। সূত্র্র: সমকাল
ভোটের তারিখ ছাড়াও তফসিলে আরো যা আছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৭ জানুয়ারি রবিবার দিন ধার্য করেছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। েতফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী ৩০ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই হবে।রিটার্নিং অফিসারদের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষপত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।
সিইসি জানান, ১৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচার চলানো যাবে। সূত্র: কালের কন্ঠ
ডোনাল্ড লুর চিঠির জবাবে যা বলল বিএনপি
সংলাপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর পাঠানো চিঠির জবাব দিয়েছে বিএনপি। বুধবার রাতে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
চিঠিতে যুক্তরাষ্ট্রের সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিএনপি বলেছে, হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে রেখে সংলাপের পরিবেশ নেই।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে থাকায় তার স্থলে দায়িত্ব পালন করা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চিঠিতে সই করেছেন।তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সংলাপে বিএনপির আপত্তি নেই। কিন্তু দলের মহাসচিবসহ হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে রেখে সংলাপ করার মতো পরিবেশ আছেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি। সূত্র: যুগান্তর
ঘূর্ণিঝড় ‘মিধিলি’ কি ঘনিয়ে আসছে
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃহস্পতিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। সূত্র: আজকের পত্রিকা।
১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত পাঁচটি নির্বাচন যেভাবে হয়েছিল
বাংলাদেশে ১৯৯০ সালে সামরিক শাসক জেনারেল এইচ এম এরশাদ ক্ষমতাচ্যুত হবার পর থেকে ‘গণতন্ত্রে উত্তরণের’ সময়কাল হিসেবে বিবেচনা করা হয়। এরপর থেকে বাংলাদেশে যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেগুলোর ফলাফল নিয়ে পরাজিত পক্ষ সবসময় নাখোশ ছিল। বড় দুটি রাজনৈতিক দল – বিএনপি ও আওয়ামী লীগ – যখন পরাজিত হয়েছে, তখন তারা নির্বাচনের ফলাফল মেনে নেয়নি। ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশে মোট পাঁচটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই পাঁচটি নির্বাচনের পূর্বাপর ঘটনাবলী তুলে ধরা হয়েছে এ লেখায়। সূত্র: বিবিসি বাঙলা।
তফসিল ঘোষণার পরদিন সড়কে বেড়েছে বিজিবির টহল
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির পাশাপাশি র্যাবের টহলও জোরদার করা হয়েছে।
জাতীয় নির্বাচন ঘিরে বিএনপির চলমান অবরোধ কর্মসূচির মধ্যে সহিংসতা ঠেকাতে রাজধানীসহ সারা দেশে বিজিবির টহল বাড়ানো হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার দিন বুধবার সারা দেশে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হলেও বৃহস্পতিবার মোতায়েন করা হয়েছে ২২৯ প্লাটুন বিজিবি। এর মধ্যে পোশাক কারখানা, ঢাকা ও আশেপাশের জেলায় টহল দিচ্ছে ৩২ প্লাটুন বিজিবি। সাধারণত প্রতি প্লাটুনে ৩০ জন বিজিবি সদস্য থাকেন। বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বৃহস্পতিবার সকালে এক বার্তায় বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর থেকে ২২৯ প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই (প্রস্তুত) রয়েছে।” সূত্র: বিডি নিউজ
দেড় টিসিএফ এলএনজি আমদানিতে ১০ বিলিয়ন ডলার ব্যয়
ভরসার, না উদ্বেগের!
দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করা হচ্ছে ২০১৮ সালের ২৪ এপ্রিল থেকে। দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ওই বছর কাতার থেকে এলএনজিবাহী প্রথম কার্গো দেশে আসে। এর পর থেকে গত পাঁচ অর্থবছরে ৪৬ দশমিক ১৫ মিলিয়ন ঘনমিটার (১ হাজার ৬২৯ বিলিয়ন ঘনফুট) বা দেড় টিসিএফের বেশি এলএনজি আমদানি হয়েছে, যা দেশে এক বছরের গ্যাস চাহিদার সমান। দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনায় গ্যাসের পাশাপাশি এলএনজিকে ভরসা হিসেবে দেখা হলেও পণ্যটির আমদানিতে বিপুল পরিমাণ অর্থ ব্যয়কে জ্বালানি খাতের জন্য উদ্বেগের বলে মনে করছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। তবে জ্বালানি বিভাগের উইং হাইড্রোকার্বন ইউনিটের তথ্যে দেখা গেছে, ২০১৮ সালের আগস্টের পর থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত দেশে ১ হাজার ২ বিসিএফের কিছু বেশি এলএনজি আমদানি হয়েছে। আমদানিনির্ভর এ জ্বালানিটি কিনতে গত পাঁচ অর্থবছরে ১ লাখ ১০ হাজার কোটি টাকার বেশি বা ১০ বিলিয়ন ডলার গুনতে হয়েছে পেট্রোবাংলাকে। এলএনজি আমদানি শুরুর পর ২০১৮-১৯ থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত ব্যয় হয়েছে ৮৫ হাজার ৬৬৭ কোটি টাকা। সূত্র: বনিক বার্তা।