ফ্যামিলি কার্ড ছাড়াই টিসিবির পাঁচ পণ্য মিলবে অর্ধেক দামে
রাজধানীতে ফ্যামিলি কার্ড ছাড়াও টিসিবির পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন- নিত্যপণ্যের দামবৃদ্ধির মধ্যে ভোক্তাদের স্বস্তি দিতে এবার ফ্যামিলি কার্ড ছাড়াই পেঁয়াজ, ডাল ও তেলসহ পাঁচ ধরনের নিত্যপণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে সরকারের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
সোমবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি এ কথা জানান।


বাণিজ্য সচিব জানান, মঙ্গলবার থেকে রাজধানীতে ২৫ থেকে ৩০টি ট্রাকে মসুর ডাল, সয়াবিন তেল, আলু ও পেঁয়াজ টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে। টিসিবির ফ্যামিলি কার্ডের বাইরেও এই পণ্য বিক্রি হবে। এর ফলে নতুন করে ৯ হাজার পরিবার এই সুবিধার আওতায় আসবেন।
সচিব জানান, ট্রাকে প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা, প্রতি কেজি আলু ৩০ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকায় বিক্রি করা হবে। একেকজন ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু ও ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।
প্রতিটি ট্রাক থেকে প্রায় ৩০০ জনকে এই পণ্য দেওয়া হবে বলে জানান তপন কান্তি ঘোষ। সাপ্তাহিক ছুটির দিন (শুক্র-শনিবার) ছাড়া সব কার্যদিবসে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম চলবে বলে জানান তিনি।
নয় হাজার পরিবার প্রতিটি পণ্য মাসে দুই কেজি করে নিতে পারবেন বলেও জানান তপন কান্তি ঘোষ।
এদিকে সারা দেশে সরকার নির্ধারিত দামে আলু ও ডিম বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে।হিমাগার থেকে প্রতি কেজি আলুর দাম ২৭ টাকা ও খুচরা বাজারে ৩৬ টাকা দামে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান বাণিজ্য সচিব।
তিনি বলেন, বাজারে দাম নিয়ন্ত্রণে আনতে এখন পর্যন্ত প্রায় ১১ লাখ টন আলু ও ৬৫ হাজার ডিম আমদানি করা হয়েছে। আর ডিম আমদানি অনুমতি দেয়া হয়েছে ২৫ কোটি পিস।