জোড়া গোলে বার্সার জয়, নায়ক লেভানডোভস্কি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩

লা লিগায় সর্বশেষ ছয় ম্যাচের তিনটিতেই পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। দুই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে। অন্য ম্যাচে শূন্য হাতে মাঠ ছেড়েছে। রোববার (১২ নভেম্বর) রাতে আরো একবার পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল বার্সেলোনা। নিজেদের মাঠে আলাভেসের কাছে হারতে বসেছিল। শেষ পর্যন্ত লেভানদোভস্কির জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।

দর্শকরা ঠিকমতো বসতে না বসতেই গোল খেয়ে বসে স্পেনের অন্যতম শীর্ষ দলটি। ম্যাচের ১৭ সেকেন্ডের মাথায় বক্সের ভেতর বল পেয়ে ছয় গজ দূরত্ব থেকে ঠিকানা খুঁজে নেন সামু।

বার্সেলোনা ম্যাচের প্রথম সুযোগটি পায় সপ্তদশ মিনিটে। তবে লেভানডোভস্কিকে হতাশা উপহার দেন আলাভেসের গোলরক্ষক। ৩১তম মিনিটে উড়িয়ে মেরে আরেকটি সুযোগ হারান প্রতিপক্ষের সামু। তাতে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় কাতালান ক্লাবটি।

দ্বিতীয়ার্ধের সপ্তম অর্থাৎ ম্যাচের ৫২ মিনিট লেভানদোভস্কি চমৎকার হেডে গোল করে খেলায় সমতা ফেরান। আর ৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে তিনি দলের জয় নিশ্চিত করেন।

এ জয়ের ফলে ১৩ ম্যাচ থেকে ৩০ পয়েন্ট নিয়ে বার্সেলোনা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে জিরোনা। আর ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। সবগুলো দলই ১৩টি করে ম্যাচ খেলেছে।

বার্সেলোনার ততৃীয় স্থান অবশ্য শঙ্কার মুখে। কেননা অ্যাতলেতিকো মাদ্রিদ তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলে চলেছে। যে কোনো সময় বার্সেলোনাকে টপকে যেতে পারে মাদ্রিদ। ২৮ পয়েন্ট নিয়ে দলটি চতুর্থ স্থানে রয়েছে। তবে তারা একটি ম্যাচ কম খেলেছে।

Nagad