আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৩

২০০ কারখানা বন্ধ, উভয় সংকটে মালিক-শ্রমিক
দেশের পোশাকশিল্পে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকদের একাংশের চলমান আন্দোলনে মালিক-শ্রমিক উভয়ে এখন সংকটে। গাজীপুর ও সাভার-আশুলিয়ায় ভাঙচুরের ঘটনায় প্রায় ২০০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এতে একদিকে মালিকরা যেমন রপ্তানি হারানোর শঙ্কায় আছেন, তেমনি শ্রমিকরা আছেন মজুরি হারানোর ভয়ে।এই সংকটজনক পরিস্থিতিতে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ উত্তরার কার্যালয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে আজ রবিবার সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সূত্র: কালের কণ্ঠ

মিরপুরে রাস্তায় নেমে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর মিরপুর ১০, ১৩ ও পল্লবী এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক কারখানার কয়েকশ শ্রমিক। আজ রোববার সকাল ৮টা থেকে শ্রমিকেরা মিরপুর ১৩ নম্বর সড়কের দুই পাশে অবস্থান করে বিক্ষোভ শুরু করেন। পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের অবস্থান। আজ রোববার সকাল ১০টার দিকে। পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের অবস্থান। আজ রোববার সকাল ১০টার দিকে।শ্রমিকেরা বলছেন, ন্যূনতম বেতন বাড়ানোর ঘোষণায় তাঁরা সন্তুষ্ট নন। গতকাল শনিবার কারখানায় কাজে যোগ দিতে গিয়ে দেখেন সবার বেতন সমান হারে বাড়েনি। সরকার ৫৬ শতাংশ বেতন বাড়ানোর ঘোষণা দিলেও সেটি বাস্তবায়ন হয়নি। যাঁরা অভিজ্ঞ শ্রমিক তাঁদের বেতন বেড়েছে ২০-৩০ শতাংশ। এ কারণে তাঁরা বিক্ষোভ করছেন। সূত্র: প্রথম আলো

বায়ু দূষণে আজও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস
দূষিত বাতাসের শহরের তালিকায় আজ রোববার ঢাকার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’। সকাল ১০টা ১২ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ১৯১, অবস্থান চতুর্থ। বিশ্বের ১০০টি দেশের মধ্যে এ তালিকায় শীর্ষে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ২৬৭ অর্থাৎ সেখানকার বায়ু ‘বিপজ্জনক’ পর্যায়ে রয়েছে। একিউআই স্কোরে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ২০৭। ১৯৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে ভারতের দিল্লী। পঞ্চমে পাকিস্তানের করাচি, স্কোর ১৯০। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়। সূত্র: সমকাল

জাতীয় সংসদ নির্বাচন
আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভক্তি স্পষ্ট
অভ্যন্তরীণ সমস্যার সমাধান নিজেদের করাটাই সম্মানজনক -হুমায়ুন কবির * ভারত চাইবে না মার্কিন নিরাপত্তা কাঠামো তৈরি হোক বাংলাদেশে -ইমতিয়াজ আহমেদ * বাংলাদেশের মানুষ কারও হস্তক্ষেপই পছন্দ করে না -এম সফিউল্লা

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশিদের মধ্যে বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। ভারত, চীন ও রাশিয়া নির্বাচনকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে।যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছে। এই লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ভিসানীতিসহ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো মধ্যপন্থা অবলম্বন করছে।বিশেষজ্ঞরা অবশ্য বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশে আলোচনাকে সম্মানজনক নয় বলে অভিহিত করেন। তারা অভ্যন্তরীণভাবে আলোচনা করে সংকট সমাধানের তাগিদ দিয়েছেন। তারা বলছেন, ভূ-রাজনৈতিক স্বার্থে দেশগুলোর মধ্যে বৈশ্বিক মেরুকরণ রয়েছে। বাংলাদেশকে তাদের সেই লড়াইয়ের ক্ষেত্র বানানো হচ্ছে। জাতীয় স্বার্থ রক্ষায় দলগুলোর মধ্যে সমঝোতা প্রয়োজন।বাংলাদেশে আগামী নির্বাচন নিয়ে ভারতের অবস্থানের মধ্যে কিছুটা ধূম্রজাল ছিল। দিল্লিতে শুক্রবার ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২+২ বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা তাদের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশে নির্বাচন কেমন হবে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়-যুক্তরাষ্ট্রের কাছে এভাবেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। সূত্র: যুগান্তর

Nagad

কক্সবাজারে বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কাজ শেষ করতে নৌকায় ভোট দিন
♦ আওয়ামী লীগ কল্যাণ করে, অন্যরা ধ্বংস ♦ ক্ষমতার লোভে দেশের সম্পদ তুলে দিতে রাজি নই ♦ শিগগিরই কমবে মূল্যস্ফীতি

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশে বলেছেন, আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। সরকারের যে কাজগুলো বাকি আছে, সেগুলো শেষ করতে আবারও নৌকা মার্কায় ভোট দিন। গতকাল বিকালে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন টাউনশিপ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। ধানমন্ত্রী বলেন, নৌকা মার্কায় ভোট দেওয়ায় স্বাধীনতা এসেছে। নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই দেশের এত উন্নয়ন হয়েছে। এ সময় নৌকা মার্কায় ভোট দেওয়ার ওয়াদা চাইলে লাখো মানুষ দুই হাত তুলে সম্মতি দিয়ে স্লোগান দেয়, ‘বারবার দরকার শেখ হাসিনার সরকার’। একই সঙ্গে ‘নৌকা নৌকা’ বলে বিশাল জনসমুদ্র থেকে ভেসে আসা স্লোগানের সঙ্গে প্রধানমন্ত্রীও স্লোগান ধরেন- ‘নৌকা, নৌকা, আবার জিতবে নৌকা’।প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে আর বিএনপি-জামায়াত ধ্বংস করে। কাজেই ওদের থেকে জনগণকে সাবধান থাকতে হবে। একমাত্র আওয়ামী লীগই পারে দেশের উন্নতি করতে, অন্য কেউ নয়। কারণ তাদের (বিএনপি-জামায়াত) কোনো দেশপ্রেম বা মানুষের প্রতি কোনো দায়িত্ববোধ নেই। কোনো মানুষের মধ্যে যদি ন্যূনতম মনুষ্যত্ববোধ থাকে তাহলে জীবন্ত মানুষ আগুন দিয়ে পুড়িয়ে মারতে পারে না। মানুষ পুড়িয়ে মারা, সম্পদ পুড়িয়ে নষ্ট করা এটাই তাদের কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবেত জনতাকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আগামীতে নির্বাচন। আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন যেন আপনাদের সেবা করতে পারি। আর যে কাজগুলো এখনো বাকি, সে কাজগুলো যেন এসে করতে পারি। তার জন্য আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। এর আগে সভামঞ্চ থেকে একটু দূরে থাকা স্থানীয় এমপি আশেক উল্লাহ রফিককে কাছে ডেকে নেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তুমি কোথায় যাও। দাঁড়াও আমার পাশে। উপস্থিত জনতা তখন করতালি দেয়। সূত্র: বিডি প্রতিদিন

স্বর্ণা, চায়না ইরি ও হাইব্রিড
বাজারে মোটা চালের সরবরাহ নেই

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে সরবরাহ নেই মোটা চালের। ব্যবসায়ী ও মোকাম মালিকরা জানিয়েছেন, বাজারে প্রচলিত মোটা চালগুলো মূলত আমন মৌসুমের হাইব্রিড, গুটি স্বর্ণা এবং সুমন স্বর্ণা জাতের ধান থেকে উৎপাদিত। গত বছরের আমন মৌসুমের ধান মজুদ শেষ হয়ে আসার পাশাপাশি আমদানি বন্ধ থাকায় মোটা চালের সরবরাহ এখন এক প্রকার বন্ধ। তবে এ পরিস্থিতি সাময়িক দাবি করে চালকল মালিকরা বলছেন, নভেম্বরের শেষ দিকে বাজারে চলতি আমন মৌসুমের ধান সরবরাহ শুরু হবে। একই সঙ্গে স্বাভাবিক হয়ে আসবে মোটা চালের সরবরাহও। মোটা, মাঝারি ও সরু—বাজারে মূলত এ তিন ক্যাটাগরির চাল পাওয়া যায়। মোটা চালের মধ্যে রয়েছে স্বর্ণা, চায়না ইরি, হাইব্রিড ও আমদানীকৃত মোটা চাল। মাঝারি চালের জাতগুলোর মধ্যে রয়েছে পাইজাম, লতা, ব্রি-২৮ ও পারিজা। সরু চালের মধ্যে রয়েছে নাজির, কাটারিভোগ, জিরাশাইল ও মিনিকেট। মিল মালিকরা জানিয়েছেন, বাজারে এখন মোটা চাল হিসেবে যেটি বিক্রি হচ্ছে সেটি আসলে ব্রি-২৮ জাতের, যা মূলত মাঝারি ক্যাটাগরির। সূত্র: বণিক বার্তা।

১০ ঘণ্টায় দেশজুড়ে আগুনে পুড়ল ৯ যানবাহন: ফায়ার সার্ভিস

সারা দেশে ১০ ঘণ্টায় ৯টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ৮টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা মোট ৯টি বাসে আগুন দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এসব অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৯টি ইউনিট ও ১৯৩ জন জনবল কাজ করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, সবচেয়ে বেশি আগুন দেওয়ার ঘটনা ঘটেছে ঢাকা মহানগরীতে। বিগত ১০ ঘণ্টায় ঢাকা মহানগরীতে অন্তত সাতটি বাসে আগুন দেওয়া হয়েছে। সূত্র: আজকের পত্রিকা্

ভোটকক্ষে সাংবাদিকে আপত্তি!

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকক্ষে গণমাধ্যমকর্মীদের ১০ মিনিট অবস্থান ও মোটরবাইক ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলার পুলিশ সুপারদের (এসপি) কেউ কেউ। তারা বলেছেন, সাংবাদিকদের ভোটকক্ষে অবস্থানের কারণে ভোটগ্রহণ বিঘ্নিত হতে পারে। অন্যদিকে ভোটকেন্দ্রগুলোতে সকালে ব্যালট পাঠানো নিয়ে আবারও আপত্তি জানিয়েছেন এসপিরা। গতকাল শনিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত মাঠপর্যায়ের উচ্চতর কর্মকর্তাদের প্রশিক্ষণে এসব বিষয়ে মতামত তুলে ধরেন ডিসি ও এসপিরা। সংশ্লিষ্ট সূত্রে এসব বিষয় জানা গেছে।এটা ছিল তাদের দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ। গত মাসে প্রথম ধাপের প্রশিক্ষণের সময়ও সকালে ব্যালট পাঠানো নিয়ে এসপিদের কাছ থেকে আপত্তি উঠেছিল।নির্বাচনী আইন, বিধিমালা, নির্বাচন পরিচালনা বিধি, আচরণবিধিসহ সার্বিক বিষয় তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্টদের দায়িত্ব, কর্তব্য ও নির্বাচন ব্যবস্থাপনায় করণীয় বিষয় তুলে ধরতে এই প্রশিক্ষণের আয়োজন করেছে নির্বাচন কমিশন। সূত্র: দেশ রুপান্তর

মালিকদের ‘শক্ত অবস্থান’ তৈরি পোশাক খাতকে কোন দিকে নেবে?
বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি সাড়ে বারো হাজার টাকা নির্ধারণের পরেও আন্দোলন চলমান থাকায় মালিকপক্ষ ‘শক্ত অবস্থান’ নেবার কথা জানিয়েছে। বৃহস্পতিবার রাতে পোশাক কারখানা মালিকদের সংগঠন বা বিজিএমইএ এক বৈঠকে নতুন শ্রমিক নিয়োগ বন্ধ রাখা, প্রয়োজনে কারখানা বন্ধ এবং ভাঙচুর-মারামারির ঘটনা ঘটলে থানায় মামলা করাসহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ করে। “যেহেতু শ্রমিকরা ফ্যাক্টরিতে এসে কার্ড পাঞ্চ করে চলে যাচ্ছে অথবা বসে থাকছে, কাজ করছে না, সেজন্য আমরা ১৩ এর ১ ধারায় কিছু ফ্যাক্টরি বন্ধ করে দিতে বাধ্য হয়েছি,” বিবিসি বাংলাকে বলছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান।বাংলাদেশ শ্রম আইনের এই ধারায় বলা আছে, “কোন প্রতিষ্ঠানের কোন শাখা বা বিভাগে বে-আইনী ধর্মঘটের কারণে মালিক উক্ত শাখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করিয়া দিতে পারিবেন, এবং এরূপ বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকগণ কোন মজুরী পাইবেন না।” সূত্র: বিবিসি বাংলা।

চীনা রাষ্ট্রদূতের বক্তব্য জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন নয়: বিএনপি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সম্প্রতি ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন যে বক্তব্য দিয়েছেন, তা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন নয় বলে দাবি করেছে বিএনপি। গতকাল শনিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করা হয়। এতে বলা হয়, চীনের রাষ্ট্রদূত গত ৯ নভেম্বর ঢাকায় এক সেমিনারে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মন্তব্যে বাংলাদেশের সংবিধান মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশকে নিয়ে তার এই উদ্বেগকে আমরা স্বাগত জানাই। কিন্তু চীন বাংলাদেশের ‘সংবিধান অনুযায়ী’ আসন্ন নির্বাচন দেখতে চায়, রাষ্ট্রদূতের এ মন্তব্য বাংলাদেশের জনগণের ইচ্ছা বা আকাঙ্ক্ষার প্রতিফলন নয়। জনগণের একটি বিশাল অংশ গত ১০ বছরে ভোট প্রদানের কোনো সুযোগ পায়নি। দেশের বিপুল জনগোষ্ঠী ক্ষমতাসীন ও শেখ হাসিনার অধীনে নয়, বরং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন চাচ্ছে।রাষ্ট্রদূতের মন্তব্যটি এমন এক সময়ে এসেছে, যখন সমগ্র জাতি গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হয়ে নিজেদের ভোটের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি জানাচ্ছে। সূত্র: কালবেলা।