পুনেতে বড় হারে বিশ্বকাপ শেষ বাংলাদেশের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৩

চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিতের ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শক্তিশালী অস্ট্রেলিয়া। পুনেতে লাল-সবুজ দলের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাট হাতে বাংলাদেশের হয়ে দুর্দান্ত সূচনা করেন দুই টাইগার ওপেনার। অনেক আশা নিয়ে বিশ্বকাপ শুরু করলেও শেষটা হয়েছে মলিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ শনিবার (১১ নভেম্বর) শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ভালো ব্যাটিং করেও বোলারদের ব্যর্থতায় অসিদের কাছে হেরেছে আট উইকেটে।

অসিদের পক্ষে দুটি করে উইকেট নেন জাম্পা ও অ্যাবোট। একটি পান স্টয়নিস।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ৫০ ওভারে ৩০৬/৮। (তামিম ৩৬, লিটন ৩৬, শান্ত ৪৫, হৃদয় ৭৪, মাহমুদউল্লাহ ৩২, মুশফিক ২১, মিরাজ ২৯, নাসুম ৭, শেখ মেহেদি ২*, তাসকিন ০*; হ্যাজেলউড ৭-১-২১-০, কামিন্স ৮-০-৫৬-০, অ্যাবোট ১০-০-৬১-২, মার্শ ৪-০-৪৮-০, জাম্পা ১০-০-৩২-২, হেড ৬-০-৩৩-০, স্টয়নিস ৫-০-৪৫-১)

অস্ট্রেলিয়া : ৪৪.৪ ওভারে ৩০৭/২। (হেড ১০, ওয়ার্নার ৫৩, মার্শ ১৭৭*, স্মিথ ৬৩*; তাসকিন ১০-০-৬১-১, শেখ মেহেদি ৯-০-৩৮-০, নাসুম ১০-০-৮৫-০, মিরাজ ৬-০-৪৭-০, মুস্তাফিজ ৯.৪-১-৭৬-১)

ফল : অস্ট্রেলিয়া আট উইকেটে জয়ী

Nagad