সাভারে নাশকতার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

সাভার প্রতিনিধি:সাভার প্রতিনিধি:
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৩

সাভারের কাউন্দিয়ায় অভিযান চালিয়ে ইউসুফ বেপারী (৪৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিএনপির একজন সক্রিয় নেতা। তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

বুধবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের বেলতলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইউসুফ বেপারী (৪৫) সাভারের আমিনবাজার বেগুনবাড়ী পূর্বপাড়া এলাকার মৃত ইউনুস বেপারীর ছেলে। তিনি আমিনবাজার ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার। এছাড়াও তিনি আমিনবাজার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও আমিনবাজার ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে রয়েছে বলে জানা যায়।

পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আমিনবাজার বিএনপির সক্রিয় নেতা ও একাধিক নাশকতা মামলার আসামী ইউসুফ বেপারী সাভারের কাউন্দিয়া ইউনিয়নের বেলতলি এলাকায় অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) হারুন অর রশিদ বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক নাশকতার মামলার এক পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে পাঠানো হবে।

Nagad