এবার তাপসের সঙ্গে প্রেম করছেন বুবলী? মুন্নীর স্ট্যাটাস ভাইরাল

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩

চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে প্রেম করছেন গানবাংলা টেলিভিশনের কর্ণধার কৌশিক হোসেন তাপস! আজ শনিবার (৪ নভেম্বর) ভোর থেকে তাপসের স্ত্রী ফারজানা মুন্নির এক ফেসবুক পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে ফেসবুকে। সেই পোস্টে দাবি করা হয়, চিত্রনায়িকা শবনম বুবলী ও গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের প্রেম চলছে।

ফারজানা মুন্নির ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে লেখা হয়, ‘তাপস ও বুবলীর মধ্যে প্রেম চলছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার টার্গেট তাপস। আমার কিছু হলে তাপস ও বুবলী দায়ী থাকবে।’

আজ (৪ নভেম্বর) সকাল থেকেই এমন কথা মিডিয়া পাড়ায় শোনা যাচ্ছে। এরপর বিভিন্ন গণমাধ্যমেও বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হয়।

এদিকে, ফারজানা মুন্নীর দেওয়া ফেসবুক পোস্টটি দেওয়ার আধা ঘন্টা পর থেকে আর দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, পোস্টটি অনলি মি করে রেখেছেন মু্ন্নী।

বিষয়টি নিয়ে মুন্নী-বুবলী ও তাপসের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

স্ট্যাটাসটি এখন দেখা না গেলেও এর স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

Nagad

‘গানবাংলা’র জনসংযোগ কর্মকর্তা রুদ্র হকের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল হিসেবে খ্যাত ফারজানা মুন্নি এবং কৌশিক হোসেন তাপসের সাফল্যময় অগ্রযাত্রা ও সুনামের প্রতি ঈর্ষান্বিত হয়ে কেউ বা কোনো একটি চক্র ফারজানা মুন্নির আইডি থেকে এমন একটি স্ট্যাটাস প্রকাশ করে। যা এখনো উদঘাটন করা যায়নি কে বা কারা এমনটি করেছে। এ বিষয়ে কাজ চলছে।

আলোচিত সেই পোস্ট

ফেসবুক আসলেই হ্যাক হয়েছে কি না, বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় ফারজানা মুন্নীর সঙ্গে, তিনি ফোন ধরেননি। একটি সূত্র জানায় মুন্নী মানসিকভাবে বিপর্যস্ত। মুন্নীর ফেসবুক থেকে পোস্ট মুছে ফেলা হলেও সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। ওই পোস্টে বুবলীকে ব্ল্যাকমেইলার হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে গত বছরই শাকিবের সঙ্গে বুবলির সম্পর্ক ও বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে, পরে জানা যায় দুজনের বিচ্ছেদের খবর।

সারাদিন. ৪ নভেম্বর