১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ
সারাদেশে ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শনিবার (৪ নভেম্বর) সকালে এনটিআরসিএ এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
এতে বলা হয়, আগ্রহী প্রার্থীরা আগামী ৯ নভেম্বর সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। চলবে ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।


বিজ্ঞপ্তি আরও বলা হয়, প্রার্থীদের প্রথম ধাপে প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ করা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
নিবন্ধনে আবেদন ফি ৩৫০ টাকা। ৩০ নভেম্বর রাত ১২টার মধ্যে শুধুমাত্র User ID প্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে অর্থাৎ ৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ফি জমা দিতে পারবেন।
এই নিবন্ধনের মাধ্যমে প্রার্থীরা বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন। বিজ্ঞপ্তি পাওয়া যাবে http://www.ntrca.gov.bd ওয়েবসাইটে আর আবেদন করতে হবে http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে।
সারাদিন. ৪ নভেম্বর