আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩

সংঘাত ও অনিশ্চয়তার মধ্যে রাজনীতি
গ্রেপ্তার ও রিমান্ডের মুখেও অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছে বিএনপি। সরকারও কঠোর থেকে আরও কঠোর হচ্ছে।

দেশের রাজনীতি সংঘাতে ঢুকে পড়েছে। নেতাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার, রিমান্ডের মুখে অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছে বিএনপি। সরকারও কঠোর থেকে আরও কঠোর হচ্ছে। দুই পক্ষ এখন সংলাপ ও সমঝোতার বা কোনো ছাড় দেওয়ার মানসিকতায় নেই। জাতীয় নির্বাচনও ঘনিয়ে আসছে। তবে রাজনীতিতে সংঘাত, অনিশ্চয়তা বাড়ছে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন।নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে বিরোধ থেকে রাজনৈতিক উত্তেজনা বাড়ছিল। এই উত্তেজনার পর গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঘটেছে সহিংসতা, প্রাণহানি। এমন পরিস্থিতির জন্য একে অপরকে দায়ী করেছে বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগ।তবে পরদিনই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে পুলিশ। দলটির জ্যেষ্ঠ নেতা থেকে শুরু করে মাঠের নেতাদের একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে। এমনকি জ্যেষ্ঠ নেতাদের রিমান্ডেও নেওয়া হচ্ছে। এ ধরনের পরিস্থিতির মুখে বিরোধী দল হরতালের পর অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছে।নির্বাচনের তফসিল ঘোষণার আগপর্যন্ত বিএনপির নেতা–কর্মীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখবে সরকার। একাধিক মন্ত্রী ও ক্ষমতাসীন দলের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে। তাঁদের যুক্তি হচ্ছে, ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতায় প্রাণহানি ঘটেছে। সে কারণে ঘটনার ব্যাপারে মামলায় এসব গ্রেপ্তার হচ্ছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, বিএনপি সহিংসতার পথে নেমেছে। ফলে সহিংস ঘটনার ব্যাপারে সরকারকে আইনগত ব্যবস্থা নিতে হচ্ছে। নির্বাচন পর্যন্ত সহিংসতার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান থাকবে। সূত্র: প্রথম আলো

এবার গণপরিবহনের সারিতে মেট্রো রেল

রাজধানী ঢাকার মেট্রো রেলের অভিজ্ঞতা ১০ মাস পূর্ণ করল। তবে বাস্তবে গণপরিবহন হিসেবে আজ থেকে মেট্রো রেলের আসল যাত্রা শুরু হচ্ছে। এই কয়েক মাস মেট্রো রেলযাত্রা ছিল অনেকটাই শখের। আজ থেকে শখের নিক্তি থেকে বাস্তবের পাল্লায় মাপা হবে আধুনিক এই গণপরিবহনকে। আজ শনিবার উত্তরা-মতিঝিল রুটে মেট্রো রেল চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, দুপুর ২টায় আগারগাঁও মেট্রো স্টেশনে পৌঁছবেন তিনি। আগারগাঁও থেকে মেট্রো রেলে চড়ে যাবেন মতিঝিল। এর মধ্য দিয়ে মতিঝিল পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রো রেলের যাত্রা শুরু হবে। সূত্র: কালের কণ্ঠ

দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কাল শুরু
যে যার অবস্থানে অনড়

সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই মাস বাকি। তবে এখনো নির্বাচন নিয়ে পরস্পরবিরোধী অবস্থানে আওয়ামী লীগ ও বিএনপি। আলোচনায় বসে সমঝোতার কোনো আভাসও পাওয়া যাচ্ছে না। সংবিধানের বাইরে যাবে না ক্ষমতাসীন দল। বিএনপিও দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দাবি আদায়ে দ্বিতীয় দফায় দেশব্যাপী সড়ক-রেল-নৌপথ ও রাজপথে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি দিয়েছে, যা আগামীকাল ভোর ছয়টা থেকে শুরু হবে। ড়ান্ত এ আন্দোলন সফলে দলটি এবার ভিন্ন কৌশলে এগোচ্ছে। তফশিলের আগেই তারা ফয়সালা চায়। অন্যদিকে বিএনপিকে কোনো ধরনের ছাড় দিতে রাজি নয় আওয়ামী লীগ। যে কোনোভাবেই রাজপথের নিয়ন্ত্রণ ধরে রাখতে চায়। অবরোধসহ সামনের সব কর্মসূচি মোকাবিলায় পালটা প্রস্তুতি নিয়ে তারা মাঠে থাকবে। দেশের বড় এ দুদলের অনড় অবস্থানের কারণে জনমনে আতঙ্ক বিরাজ করছে। তবে কর্মসূচির নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা কঠোর হাতে দমনের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সূত্র: যুগান্তর

Nagad

আশুলিয়ায় সড়কে পোশাকশ্রমিকরা, পুলিশের টিয়ারশেল-লাঠিচার্জ

ন্যুনতম মজুরি বৃদ্ধির দাবিতে আজ শনিবার সকালেও রাস্তায় নেমেছেন পোশাকশ্রমিকরা। আশুলিয়ার জামগড়ায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সড়কে নামেন শ্রমিকেরা। সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আবদুল্লাহপুর-বাইপাল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
আশুলিয়া থানার ওসি এসএম কামরুজ্জামান সমকালকে বলেন, ‘শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কারখানায় ঢুকে কাজে যোগ না দিয়ে বের হয়ে এসে আবদুল্লাহপুর-বাইপাল সড়ক অবরোধের চেষ্টা করে। পুলিশ তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের ওপর শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। পুলিশ কাঁদানেগ্যাস নিক্ষেপ করে ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।’ সূত্র: সমকাল

ঢাকা-চট্টগ্রাম অর্থনৈতিক করিডোর
অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ করিডোর হলেও বিনিয়োগ পেয়েছে যৎসামান্য

দেশের মোট জিডিপিতে রাজধানী ঢাকার অবদান ৩৬ শতাংশ। ১৯ শতাংশ অবদান রাখছে বন্দরনগরী চট্টগ্রাম। নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, ফেনীর মতো ঢাকা-চট্টগ্রাম অর্থনৈতিক করিডোরের মধ্যবর্তী এলাকাগুলোর অবদান আরো প্রায় ১০ শতাংশ। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এ হিসাব অনুযায়ী, দেশের জিডিপির প্রায় ৬৫ শতাংশই আবর্তিত হচ্ছে ঢাকা-চট্টগ্রাম অর্থনৈতিক করিডোরকে ঘিরে। অর্থনীতিতে বিশাল অবদান রাখলেও গত এক যুগে এ অর্থনৈতিক করিডোরের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে ব্যয় হয়েছে সামান্যই। ২০০৯ সালের পর গত দেড় দশকে দেশের সড়ক ও রেলপথের উন্নয়নে (বাস্তবায়িত ও চলমান) বিনিয়োগ হয়েছে পৌনে ৪ লাখ কোটি টাকার বেশি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের তথ্য বলছে, এ সময়ে ঢাকা-চট্টগ্রাম অর্থনৈতিক করিডোরের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ হয়েছে প্রায় ২৩ হাজার কোটি টাকা, যা মোট বিনিয়োগের মাত্র ৬ শতাংশ। সূত্র: বনিক বার্তা।

মেট্রোরেলের বিজ্ঞাপন নিয়ে ডিএসসিসি-ডিএমটিসিএলের বিরোধ

সড়কে থাকা মেট্রোরেলের পিলার ও স্টেশনের প্ল্যাটফর্মের স্ক্রিন ডোর বিজ্ঞাপনের জন্য ভাড়া দেওয়া নিয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মধ্যে বিরোধ তৈরি হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ অর্থাৎ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এসব জায়গা বিজ্ঞাপনের জন্য ভাড়া দিতে একটি বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে চুক্তি করলে তাতে আপত্তি জানিয়েছে ডিএসসিসি। ডিএসসিসি বলছে, আপত্তি জানিয়ে তারা ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) চিঠিও দিয়েছে।ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা (যুগ্ম সচিব) মো. আরিফুল হক আজকের পত্রিকাকে বলেন, সিটি করপোরেশন এলাকায় যেকোনো বিজ্ঞাপনের জন্য সিটি করপোরেশনই একমাত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান। সিটি করপোরেশনের আদর্শ কর তফসিলে তা সুস্পষ্ট উল্লেখ রয়েছে। সূত্র: আজকের পত্রিকা।

আ.লীগ অফিসে পেট্রোলবোমা হামলা
তিন জেলায় আটক ১০

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা দেশ জুড়ে তিন দিনের অবরোধের শেষ সময়ে যশোর শহরে একটি বাস আগুনে পুড়েছে। বাসটিতে বিএনপি-জামায়াতের কর্মীরা আগুন দিয়েছে বলে দাবি করেছেন পরিবহন শ্রমিক নেতারা। গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে মনিহার বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।অন্যদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরের পোজনা ও বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে পেট্রোল বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ হামলার জন্য বিএনপি-জামায়াত নেতাকর্মীদের দায়ী করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। সূত্র: দেশ রুপান্তর

‘আগামী সপ্তাহে আসছে বিএনপির অসহযোগ’

নির্বাচনের আগে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। শুক্রবার জেল হত্যা দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শেখ হাসিনা বলেন, অবরোধের নামে অগ্নিসন্ত্রাস করে আর যেন একটাও পার না পায়। ইংরেজি দৈনিক নিউ এজ লিখেছে – PM asks AL leaders to resist arsonist অর্থাৎ আগুন সন্ত্রাসীদের ঠেকাতে আওয়ামী লীগ নেতার আহবান জানালেন প্রধানমন্ত্রী। খবরে বলা হয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন শুধু ঢাকা নয় সবখানে আগুন সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। জনগণের জানমাল রক্ষায় দোষীদের ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে বলেন তিনি।
যে যার অবস্থানে অনড়, দেশব্যাপী ৪৮ ঘন্টার অবরোধ কাল শুরু – দৈনিক যুগান্তরের শিরোনাম। এই খবরে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই মাস বাকি। তবে এখনো নির্বাচন নিয়ে পরস্পরবিরোধী অবস্থানে আওয়ামী লীগ ও বিএনপি। সূত্র: বিবিসি বাংলা ।

হাতি বনাম মানুষ, কার ঠিকানায় কে?
স্থানীয়রা চান, ওই এলাকা থেকে হাতিগুলো সরানো হোক; তবে তা ‘সম্ভব না’ বলে জানাচ্ছেন বন বিশেষজ্ঞরা।

গত ছয় বছর ধরে চট্টগ্রামের পাহাড়, হ্রদ ও বন ঘেরা জায়গায় বিচরণ হাতির দলটির। তাদের হামলায় ফসলের ক্ষতি হচ্ছে, যাচ্ছে মানুষের প্রাণ। সম্প্রতি নবনির্মিত টানেল রোড পারাপারের ঘটনায় আবারও আলোচনায় এসেছে সেই হাতির পাল।গত সপ্তাহের এক রাতে বঙ্গবন্ধু টানেলের আনোয়ারা প্রান্তে নির্মিত অ্যাপ্রোচ রোডের পশ্চিম বৈরাগ অংশ পার হয় ওই পালের তিনটি হাতি। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে গত সেপ্টেম্বরেও একটি হাতি পারাপারের আরেকটি ভিডিও আলোচনায় আসে।চট্টগ্রামের কর্ণফুলী, আনোয়ারা ও বাঁশখালী উপজেলার ওপর দিয়ে চলাচল করে একাধিক হাতির পাল। ভিডিওতে দেখা গেছে তারই একটি দলকে। কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার পাঁচটি ইউনিয়ন জুড়ে তাদের বিচরণ।স্থানীয় বাসিন্দারা বলছেন, এই হাতির দলের তাণ্ডবে তারা সবসময় আতঙ্কে থাকেন। ধান ও কলা গাছসহ খাবারের খোঁজে প্রায় রাতেই হানা দেয় হাতি। ওই এলাকার জনপ্রতিনিধিরা হাতিগুলো সরিয়ে নিতে বহুবার বন বিভাগকে চিঠি দিয়েছে। নিহত, আহত এবং ক্ষতিগ্রস্তদের নিয়মিত ক্ষতিপূরণও দিচ্ছে বন বিভাগ। সূত্র: বিডি নিউজ

ইসরায়েল-হামাস যুদ্ধে এবার রুশ ওয়াগনার

ইসরায়েলকে অন্ধ সমর্থন দিয়ে চলেছে আমেরিকা, যুক্তরাজ্যসহ বিশ্বের শক্তিশালী দেশগুলো। তবে এবার এই অক্ষের বাইরে নতুন খেলোয়াড় হিসেবে নামছে রাশিয়া। ফিলিস্তিনের প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘নৈতিক সমর্থন’ মিলেছিল আগেই। ইসরায়েল-হামাস যুদ্ধে এবার আসরে নেমেছে রাশিয়ার ভাড়াটে বাহিনী ‘ওয়াগনার গ্রুপ’। লেবাননের শিয়া সংগঠন হিজবুল্লাহকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিতে চলেছে তারা। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদন মোতাবেক হিজবুল্লাহকে অত্যাধুনিক ঝঅ-২২ মিসাইল সিস্টেম দেওয়ার পরিকল্পনা করছে ওয়াগনার। এ নিয়ে হিজবুল্লাহর সামরিক শাখার সঙ্গে কথাবার্তাও এগিয়ে গেছে অনেকদূর। উল্লেখ্য, এসএ-২২ বা প্যান্টসির-এসআই মিসাইল সিস্টেমটি মূলত যুদ্ধবিমান ধ্বংসের কাজে ব্যবহার করা হয়। সূত্র: বিডি প্রতিদিন।