আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
মধ্যরাতের ভূমিকম্পে কাঁপল নেপাল, নিহত বেড়ে ১২৮
নেপালে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ জন। আহত অনেকে। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।গতকাল শুক্রবার মধ্যরাতে দেশটির পশ্চিমাঞ্চলের কর্নালি প্রদেশের জাজারকোট এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। ভারতের রাজধানী নয়াদিল্লিতেও ভূমিকম্প অনুভূত হয়।নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৪৭ মিনিটে জাজারকোট এলাকায় ভূমিকম্পটি হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪। পার্বত্য জাজারকোট এলাকাটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৫০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৮ কিলোমিটার নিচে।অন্যদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স বলেছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭।পুলিশের মুখপাত্র কুবের কাদায়ত বলেন, জাজারকোটে ৯২ জন ও রুকুমে ৩৬ জন নিহত হয়েছে।কর্নালি প্রদেশ পুলিশের কর্মকর্তা গোপাল চন্দ্র ভট্টরাই বার্তা সংস্থা এএফপিকে বলেন, নিহতের সংখ্যা শতাধিক। আহতও হয়েছেন অনেকে।কর্মকর্তাদের আশঙ্কা, নিহতের সংখ্যা বাড়তে পারে।জাজারকোট জেলার কর্মকর্তা হরিশ চন্দ্র শর্মা ফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আহতের সংখ্যা শতাধিক হতে পারে। নিহতের সংখ্যাও বাড়তে পারে।’ সূত্র: প্রথম আলো


সাত বছরে অস্ট্রেলীয় নেতার প্রথম বেইজিং সফর
পুরনো ক্ষত সারানোর নতুন উপায়ে নজর
সাত বছরের মধ্যে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার কোনো শীর্ষ নেতা হিসেবে চীন সফর করছেন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজি। তাঁর এই সফরের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বিভিন্ন পণ্যের ওপর চীনের নিষেধাজ্ঞা এবং চীনের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে বিবাদের মতো সমস্যার অবসান ঘটার আশা করা হচ্ছে। চার দিনের সফরে বেইজিং ও সাংহাইতে যাবেন অস্ট্রেলিয়ার নেতা। তাঁর এই সফরকে কূটনৈতিক বিরোধের ঝড় কাটিয়ে সম্পর্কে উন্নতির স্বীকৃতি হিসেবেই দেখা হচ্ছে।সাম্প্রতিককালের দ্বিপক্ষীয় বিরোধের কারণে দুই দেশের বাণিজ্যে শত শত ডলারের ক্ষতি হয়েছে। গত বছরের মে মাসে নির্বাচিত হওয়ার পর থেকে আলবানিজির সরকার দ্বিমুখী চীন কৌশল অনুসরণ করেছে। প্রশান্ত মহাসাগরে বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা করার পাশাপাশি বৃহত্তম বাণিজ্য অংশীদারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার চেষ্টা চালিয়ে আসছে তারা। সূত্র: কালের কণ্ঠ
গাজার আকাশে মার্কিন ড্রোন
ড্রোন ইসরাইলি জিম্মিদের খুঁজতে গাজার আকাশে উড়ছে মার্কিন ড্রোন। ৭ অক্টোবর শুরু হওয়া ইসরাইল-হামাস যুদ্ধকে কেন্দ্র করে হামাসের হাতে জিম্মিদের অবস্থান জানতে গাজার আকাশে গোয়েন্দা ড্রোন উড়াচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দুই মার্কিন কর্মকর্তা একথা জানান। দুজনের একজন বলেছেন, তারা এক সপ্তাহেরও বেশি সময় ধরে ড্রোন ফ্লাইট চালিয়ে যাচ্ছেন।
কর্মকর্তারা বলেন, গাজায় জিম্মি হিসাবে নেওয়া ২০০ জনেরও বেশি লোকের মধ্যে ১০ জন আমেরিকান রয়েছেন। যাদের পরিচয় পাওয়া যায়নি। তারা হামাসের বিস্তৃত টানেল নেটওয়ার্কে বন্দি আছেন বলে বিশ্বাস করা হয়। এদিকে ইসরাইল গাজায় স্থল আক্রমণ প্রসারিত করছে। বৃহস্পতিবার পশ্চিম গাজায় ইসরাইলের সবচেয়ে বড় অনুপ্রবেশ দেখা যায়। শুক্রবার সকালে ইসরাইল গাজা শহর ও উত্তরের পাঁচটি ভিন্ন এলাকায় ভয়াবহ যুদ্ধ চালায়। বিশেষ করে গাজা শহরের কাছে আল-কুদস হাসপাতালের আশপাশে বিরামহীনভাবে বিমান হামলা চালায়। হাসপাতালে প্রায় ১৪ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। হাসপাতাল থেকে প্রায় ৫০০ মিটার দূরে হামাসের সঙ্গে প্রচণ্ড লড়াই অব্যাহত ছিল। ইসরাইল উত্তরে গাজার প্রধান প্রস্থান এবং উপকূলীয় রাস্তা উভয় রাস্তা নিয়ন্ত্রণে নিয়েছে। বাসিন্দাদের গাজা থেকে বের হওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। উত্তর গাজার মানবিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। তবে জনসংখ্যার দুই-তৃতীয়াংশ দক্ষিণের দেশ মিসর থেকে কিছু সহায়তা পাচ্ছে বলে জানা গেছে। সূত্র: যুগান্তর
হাসপাতাল গেটে অ্যাম্বুলেন্সে হামলা করল ইসরায়েল, নিহত ১৫
ফিলিস্তিনের বৃহত্তম স্বাস্থ্যসেবা কেন্দ্র আল শিফা হাসপাতালের গেটে অ্যাম্বুলেন্সে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১৫ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শনিবার সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। তবে গাজায় অ্যাম্বুলেন্সে হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েল। তাদের দাবি-হামাসের সদস্যরা অ্যাম্বুলেন্সটি ব্যবহার করছিল। তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। অন্য একটি ইসরায়েলি বোমা হামলায় গাজার দক্ষিণে কোস্টাল রোডে ১৪ শিশু মারা গেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছে। এদিকে বিদুৎ না থাকায় মৃত্যুপুরী হওয়ার পথে রয়েছে ফিলিস্তিনের বৃহত্তম স্বাস্থ্যসেবা কেন্দ্র আল শিফা হাসপাতাল। হাসপাতালটির চিকিৎসক ডা. ঘাসান আবু-সিত্তাহ মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এই তথ্য জানিয়েছেন। সূত্র: সমকাল
গভীর সংকটে গার্মেন্ট
এক সপ্তাহে ৪০০ কারখানা বন্ধ, গত ১০ মাসে বন্ধ হয়েছে ৩১২টি, বেকার হতে পারেন ৪০ লাখ শ্রমিক, আজ থেকে কাজে ফেরার আহ্বান মালিকদের
গভীর সংকটে গার্মেন্ট। গত কয়েক দিনে শ্রমিক আন্দোলনের মুখে বন্ধ হয়েছে ৪ শতাধিক কারখানা। আর নানা সংকটে চলতি বছরের প্রথম ১০ মাসে বন্ধ হয়েছে ৩১২টি। এ অবস্থা চলতে থাকলে বেকার হতে পারেন পোশাক খাতের ৪০ লাখের বেশি শ্রমিক। যা অর্থনীতির জন্য হুমকি। পোশাক কারখানার মালিকরা বলছেন, মজুরি নির্ধারণে অনেক দিন ধরে আলোচনা হলেও কয়েক দিন ধরে শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। এর পেছনে বাংলাদেশবিরোধী একটি চক্রের ইন্ধন থাকতে পারে। এটি দুঃখজনক। আজ শনিবার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শ্রমিকদের দাবি মেনে নেওয়া উচিত। শ্রমিকরা দাবি করেছেন বাজারদরের সঙ্গে সংগতি রেখে ন্যায্য মজুরি। জানা গেছে, তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরির দাবিতে চলমান সহিংস আন্দোলনের প্রেক্ষাপটে ৪ শতাধিক কারখানা বন্ধ হয়ে গেছে। সরকার থেকে কারখানার নিরাপত্তা দেওয়ার আশ্বাস পাওয়ার পর বন্ধ কারখানা আজ শনিবার খোলার সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএ। সূত্র: বিডি প্রতিদিন।
যুক্তরাষ্ট্রের ‘মানবিক বিরতি’র আহ্বান প্রত্যাখান বেনিয়ামিন নেতানিয়াহুর
জো বাইডেনের ‘মানবিক বিরতি’র আহ্বান প্রত্যাখান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্টের বার্তা নিয়ে গতকাল শুক্রবার (৩ নভেম্বর) তেল আবিব পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। কিন্তু ‘মানবিক বিরতি’ সংক্রান্ত যেকোনো প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছেন নেতানিয়াহু। পরে কেন বলেন, হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি না দিলে ইসরাইল ‘পূর্ণ শক্তিতে এগিয়ে যাবে’। মান হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পর সপ্তাহ খানেক আগে গাজা অভিমুখে স্থল হামলা শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গাজার মূল শহরকে সেনারা ঘিরে রেখেছে বলে কয়েকদিন আগে জানান বাহিনীর কর্মকর্তারা। জার এ হামলায় প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্রেকে পাশে পেয়েছে ইসরায়েল। ওয়াশিংটন সংঘাতের শুরুতেই অস্ত্র পাঠিয়ে সাহায্য করেছে। এছাড়া যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আলোচনা চলছে। জাতিসংঘ ও অন্যান্য দেশের প্রস্তাব সত্ত্বেও শুরুতে ‘যুদ্ধবিরতি’র বিরোধিতা করে যুক্তরাষ্ট্র। সম্প্রতি জিম্মিদের গাজা থেকে বের করে আনতে ‘মানবিক বিরতি’র প্রস্তাব দিয়েছেন জো বাইডেন।গত ৭ অক্টোবর হামাস ও তেল আবিবের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এটি ব্লিংকেনের তৃতীয় ইসরায়েল সফর করছেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, আজ শনিবার তিনি জর্ডানের নেতাদের সঙ্গে দেখা করতে চলেছেন। সূত্র: বনিক বার্তা।
সরকারি কাজে হিজরি ক্যালেন্ডার বাদ দিল সৌদি আরব
সরকারি কাজে হিজরি ক্যালেন্ডারের পরিবর্তে আনুষ্ঠানিকভাবে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ব্যবহার শুরুর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মাদ বিন সালমানের নেতৃত্বে গত মঙ্গলবার মন্ত্রী পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে জানান হয়, সকল অফিশিয়াল পদ্ধতি এবং লেনদেনের সময় পরিমাপের জন্য গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করা হয়েছে। তবে, শরিয়া বিধির সঙ্গে সম্পর্কিত বিষয়াবলির ক্ষেত্রে সময় পরিমাপের জন্য হিজরি ক্যালেন্ডার ব্যবহার করার সুস্পষ্ট প্রয়োজনীয়তা দেখা দিলে নিয়ম শিথিলের সুযোগ রয়েছে। সূত্র: আজকের পত্রিকা।
ক্যাম্পাসে ছাত্রীকে বিবস্ত্র করে ছবি, জোর করে চুম্বন
শ্লীলতাহানি, জোর করে চুম্বন এবং ছবি তোলা হয়েছিল ছাত্রীর। এরপর তাকে ছেড়েও দিয়েছিল। কিন্তু অভিযুক্তদের গাড়ি ঘোরানোর শব্দ পেয়েই তিনি আতঙ্কিত হয়ে পড়েন। সাহায্যের আশায় ছুটে যান এক অধ্যাপকের বাড়িতে। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের বেনারস হিন্দু ইউনিভার্সিটি (বিএইচইউ) ক্যাম্পাসে। পুলিশ জানিয়েছে, ছাত্রী দরজায় কড়া নাড়তেই বেরিয়ে আসেন অধ্যাপক। সব জেনে ছাত্রীকে নিজের বাড়িতে আশ্রয় দেন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কমিটিকে জানানো হয়। এরপরই ছাত্রীকে উদ্ধার করে নেওয়া হয় হোস্টেলে। তবে এ ঘটনার পর থেকে হোস্টেলে নিজেকে বন্দি রেখেছেন ছাত্রী। কারো সঙ্গে দেখা করছেন না। প্রচণ্ড আতঙ্কিত হয়ে রয়েছেন। সূত্র: দেশ রুপান্তর
গাজায় হামলা চলতে থাকলে যুদ্ধ ছড়াতে পারে মধ্যপ্রাচ্যজুড়ে: হিজবুল্লাহ
২০০৬ সালে ইসরায়েলের সঙ্গে বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়েছিল লেবাননের প্রভাবশালী সংগঠনটি।
ইসরায়েল দ্রুত গাজায় হামলা যদি বন্ধ না করে তবে যুদ্ধ পুরো অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে শুক্রবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। গত ৭ অক্টোবর থেকে হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর এই প্রথম প্রতিবেশী লেবাননের প্রভাবশালী রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহ এর প্রধান এ সংঘাত নিয়ে সরাসরি কথা বললেন।ইরান সমর্থিত সশস্ত্র এ সংগঠনের নিজস্ব দুর্ধর্ষ সেনাবাহিনী রয়েছে। তারা ইসরায়েলের সমর্থনে ভূমধ্যসাগরে পাঠানো মার্কিন রণতরীকে প্রতিহত করার হুমকিও দিয়েছে।গাজায় ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসের মিত্র হিজবুল্লাহ। হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহ যোদ্ধারাও ইসরায়েলে গোলা হামলা চালাচ্ছে। এর আগে ২০০৬ সালে ইসরায়েলের সঙ্গে বড় ধরণের যুদ্ধে জড়িয়ে পড়েছিল হিজবুল্লাহ। সূত্র: বিডি নিউজ
গাজায় ‘আর কোনো জায়গা নিরাপদ নেই’, জাতিসংঘ
গাজায় ইসরায়েলি হামলা চলমান থাকায় সেখানে আর কোনো জায়গাই নিরাপদ নেই বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার পরিচালক টমাস হোয়াইট মন্তব্য করেছেন সেখানকার বাসিন্দাদের বাঁচাতে জাতিসংঘের প্রায় কোনো কিছুই করার নেই । গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এরই মধ্যে ৯ হাজারের বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত ২২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।সবশেষ ইসরায়েলি বিমান হামলার শিকার হয়েছে মধ্য গাজার আল শিফা হাসপাতাল থেকে রাফাহ ক্রসিংয়ে যেতে থাকা একটি অ্যাম্বুলেন্সের বহর। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ঐ হামলায় অন্তত ১৩ জন মারা গেছে। সূত্র: বিবিসি বাংলা।