বঙ্গবন্ধু টানেলে দুর্ঘটনা, দুই নারীসহ আহত ৩

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় চার জন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। এছাড়া বাসের ধাক্কায় প্রাইভেটকারটি টানেল টিউবের দেয়ালে আঁচড়ে পড়ে দুমড়ে-মুচড়ে গেছে।

শুক্রবার (৩ নভেম্বর) দিনগত রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই টানেলের কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাস ও প্রাইভেটকারটি জব্দ করে। তবে নিরাপত্তাকর্মীদের পক্ষ থেকে দুর্ঘটনায় আহত হওয়ার বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, টানেলের ভেতরে পাল্লা দিয়ে চলছে যাত্রীবাহী একটি বাস। বাসের সামনে রয়েছে সাদা রঙের প্রাইভেট কার। একপর্যায়ে গতি নিয়ন্ত্রণে রাখতে না পেরে চালক ধাক্কা দেন কারটিকে।

এ সময় কারটির পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। পরে টানেলের নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা বাস ও কারটি জব্দ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রকল্পের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা বলেন, শহর থেকে একটি বাস টানেলের পতেঙ্গা প্রান্ত দিয়ে প্রবেশ করে চট্টগ্রাম উপজেলার আনোয়ারার দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়।

Nagad

তিনি বলেন, দুর্ঘটনার শিকার প্রাইভেট কার ও বাসটি জব্দ করা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এতে টানেলের কোনো ক্ষতি হয়নি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে, গতমাসের ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯ অক্টোবর সকাল ৬টা থেকে এটি যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।