নেপালে ভূমিকম্প, নিহত ১১৯
নেপালে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নেপালে এখন পর্যন্ত অন্তত ১১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ভারতের বেশ কিছু অঞ্চলেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভারতে কোনো হতাহত হয়েছে কি না তার খবর পাওয়া যায়নি। কাঠমান্ডু পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যায়, স্থানীয় লোকজন রাতের অন্ধকারে ভেঙে পড়া বাড়িঘর, বিভিন্ন ভবনের ধ্বংসাবশেষ থেকে আহতদের উদ্ধারে খোঁড়াখুঁড়ি করছেন। এ ছাড়া মাটির তৈরি বাড়িঘরগুলো ধসে পড়েছে এবং বেঁচে যাওয়া লোকজন নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটোছুটি করছেন।


ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৫০০ কিলোমিটার দূরে ভারতের রাজধানী নয়াদিল্লিতেও কম্পন অনুভূত হয়।
জাজারকোট জেলার উপ-পুলিশ সুপার সন্তোষ রোকা বলেছেন, জাজারকোট ও পশ্চিম রুকুমে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, শুধু জাজারকোটেই ৪৪ জন মারা গেছেন। সেখানে নিহতদের মধ্যে একজন মেয়রও রয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।
পশ্চিম রুকুমের পুলিশসুপার জানিয়েছেন, তার এলাকায় ৩৬ জন নিহত হয়েছে। তাছাড়া আটবিস্কোট পৌরসভায় ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও আটজন মারা গেছেন সানিভেরী পল্লী পৌরসভা এলাকায়।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, নেপালে আঘাত হানা এই শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের উত্তর অঞ্চলের রাজ্যগুলোতে। বিশেষ করে দিল্লি, উত্তরপ্রদেশ ও বিহারে। এসময় অনেকেই ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসেন। প্রায় এক মিনিট অনুভূত হওয়া এই ভূমিকম্পে নেপালের প্রতিবেশী দেশটিতে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।
২০১৫ সালে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রায় নয় হাজার মানুষ মারা যায় এবং ২২ হাজার মানুষ আহত হয়।