আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৩

মার্কিন ভাইস প্রেসিডেন্টের মন্তব্য
গাজায় যুক্তরাষ্ট্রের কোনো সেনা লড়াই করবে না

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘাতে কোনো মার্কিন সেনা অংশ নেবে না বলে আবারও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। গাজার সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে দেশের অভ্যন্তরে বিতর্কের মধ্যে ওয়াশিংটনের পক্ষ থেকে জোর দিয়ে এ কথা বলা হলো।মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসকে গত রবিবার দেওয়া এক সাক্ষাৎকারে কমলা হ্যারিস বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের করণীয় ঠিক করে দিচ্ছে না। ওয়াশিংটন ইসরায়েলকে শুধু পরামর্শ, যুদ্ধ সরঞ্জাম ও কূটনৈতিক সহায়তা দিচ্ছে। মার্কিন সেনাদের ইসরায়েল অথবা গাজায় পাঠানো হবে না। সূত্র: কালের কণ্ঠ

রেস্তোরাঁয় শিশুরা দুরন্তপনা করলে দিতে হয় জরিমানা
রেস্তোরাঁয় গেলে প্রায়ই চোখে পড়বে ছোট শিশুরা এখানে-ওখানে ছুটে বেড়াচ্ছে। কখনো কখনো টেবিলে থালাবাটি নড়াচড়া করছে, চামচ ফেলে দিচ্ছে, টেবিল থেকে নেমে অন্য টেবিলে চলে যাচ্ছে, অকারণে ওয়াশরুমে গিয়ে বারবার ট্যাপ ছেড়ে দিচ্ছে—এমন নানা কাজে মত্ত থাকে তারা। মা-বাবা ডাকলেও তাতে কর্ণপাত করার সময় তাদের নেই। বেশির ভাগ সময়ই অন্য টেবিলের গ্রাহকেরা এবং রেস্তোরাঁর কর্মীরা শিশুদের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠে। তবে ব্যতিক্রমও আছে। যুক্তরাষ্ট্রের একটি রেস্তোরাঁয় শিশুদের দুরন্তপনা মেনে নেওয়া হয় না। টেবিলে খাবার খাওয়ার সময় সন্তানদের সামলাতে না পারলে শিশুদের মা-বাবাকে জরিমানা গুনতে হচ্ছে। টোকোয়া রিভারসাইড রেস্টুরেন্ট নামের ওই রেস্তোরাঁর মেনু কার্ডের নিচে ‘বড়দের সারচার্জ’ হিসেবে লিখে রেখেছে, ‘সন্তানদের সামলাতে না পারা অভিভাবকদের জন্য’। এই শব্দগুলোর পাশে ৩ ডলার চিহ্ন আঁকা রয়েছে। লেখাগুলো অন্য লেখার মাঝখানে এমনভাবে লেখা, যা ঝট করে চোখে পড়বে না।মেন্যু কার্ডে আরও লেখা রয়েছে, ‘অসম্মান দেখালে সেবা নয়।’ সূত্র: প্রথম আলো

গাজায় ৪ হাজার শিশু হত্যা
ধ্বংসস্তূপে চাপা আরও ১ হাজার

অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি বিমান হামলায় ৩ হাজার ১৯৫ শিশু নিহত হয়েছে। শিশুবিষয়ক আন্তর্জাতিক সহায়তা সংস্থা সেভ দ্য চিলড্রেন রবিবার এ তথ্য জানিয়েছে। ২০১৯ সাল থেকে প্রতিবছর সারা বিশ্বে সংঘাতের কারণে যত শিশু নিহত হয়েছে, এ সংখ্যা তার চেয়ে বেশি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) দেওয়া পোস্টে সেভ দ্য চিলড্রেন বলেছে, গাজায় নিহত শিশুর সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ এখনো ১ হাজার শিশু নিখোঁজ। আশঙ্কা করা হচ্ছে, তাদের বেশির ভাগই ইসরায়েলি বোমা হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। আন্তর্জাতিক সংস্থাটি জানায়, গাজায় নিহত ৭ হাজার ৭০৩ জনের মধ্যে ৪০ শতাংশেরও বেশি শিশু যা অধিকৃত ফিলিস্তিনি ভূখন্ড এবং ইসরায়েল মিলিয়ে মোট হতাহতের এক-তৃতীয়াংশেরও বেশি। গাজায় আরও অন্তত ১ হাজার শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে যে, মৃতের সংখ্যা আদতে আরও বেশি। সূত্র: বিডি প্রতিদিন।

সিপিজের তথ্য
হামাস-ইসরায়েল সংঘাতে ৩১ সাংবাদিক নিহত

Nagad

ফিলিস্তিন-ইসরায়েল চলমান সংঘাতে এ পর্যন্ত অন্তত ৩১ সাংবাদিক নিহত হয়েছেন। সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির -সিপিজে জানায়, ওই নিহত সাংবাদিকদের মধ্যে ২৬ জন ফিলিস্তিনি, ৪ জন ইসরায়েলি ও ১ জন লেবাননের নাগরিক রয়েছেন। এ ছাড়া ৮ সাংবাদিক আহত ও ৯ জন নিখোঁজ অথবা আটক অবস্থায় থাকার খবর জানতে পেরেছে সিপিজে। সিপিজে তার ওয়েবসাইটে এই তথ্য তুলে ধরেছে।
সিপিজে বলেছে, ৭ অক্টোবর ইসরায়েল-ফিলিস্তিনের সংঘাতের দিন থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এসব সাংবাদিক হতাহত, নিখোঁজ বা আটকের শিকার হয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যম ও নিজস্ব সূত্রের মাধ্যমে হতাহত সাংবাদিকদের তথ্য জোগাড় করেছে সিপিজে। সূত্র: সমকাল

গাজার সব হাসপাতালেই হামলার আতঙ্ক

ইসরাইলের গাজা উপত্যকায় আক্রমণ আর উত্তর গাজা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশের পর আশ্রয়শিবিরগুলোর পাশাপাশি হাসপাতালগুলোতেও আশ্রয় নিয়েছেন বাস্তুচ্যুতরা। তবে উত্তর গাজার আল-কুদস হাসপাতাল থেকে শুরু করে মধ্য গাজার আল-শিফা হাসপাতাল-সব জায়গায়ই এখন হামলার আতঙ্ক। আল-আহলি আরব হাসপাতাল ছাড়াও ইতোমধ্যেই বেশ কয়েকটি হাসপাতাল ও চিকিৎসাসেবা কেন্দ্রগুলোর আশপাশে হামলা চালিয়েছে ইসরাইল। আলজাজিরা। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, রোববার সকাল থেকে উত্তর গাজার আল-কুদস হাসপাতাল থেকে মাত্র ৫০ মিটার দূরের অঞ্চলগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরাইলের সামরিক বাহিনী। এর আগে হাসপাতালটি খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। এক বিবৃতিতে পিআরসিএস জানিয়েছে, চিকিৎসাকর্মী থেকে শুরু করে বাস্তুচ্যুত ব্যক্তি ও রোগীরা হাসপাতাল থেকে যেন সরে যেতে বাধ্য হয় সে কারণেই ইচ্ছাকৃতভাবে ইসরাইল এ হামলা চালাচ্ছে। বোমা হামলায় হাসপাতালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে রেড ক্রিসেন্ট। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একজন ডাক্তার বিবিসিকে জানিয়েছেন, ইসরাইল ভারী বোমাবর্ষণ শুরু করার পর এখানে প্রত্যেকটি মানুষ আতঙ্কিত। বিশেষ করে শিশুরা। ইসরাইল হাসপাতালের পেছনের আবাসিক ভবনে বোমা মেরেছে। পিআরসিএসের এক মুখপাত্র নেবাল ফারসাখ বলেন, ‘আমরা হাসপাতাল খালি করার আদেশ প্রত্যাখ্যান করেছি। কারণ, আমাদের সরিয়ে নেওয়ার কোনো উপায় নেই। তাদের সরিয়ে নেওয়া মানে তাদের হত্যা করা।’ বর্তমানে হাসপাতালটিতে ৪০০ রোগী আছে বলে জানিয়েছেন ফারসাখ। আর রোগীদের বেশিরভাগই আছেন নিবিড় পরিচর্যা ইউনিটে। সূত্র: যুগান্তর

গাজায় জিম্মি থাকা নারী সেনাকে অক্ষত অবস্থায় উদ্ধার করল ইসরায়েল

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা গাজা থেকে হামাসের কাছে বন্দী অবস্থায় থাকা এক সেনাকে উদ্ধার করেছে। বাংলাদেশ সময় আজ সোমবার রাত ১১টার দিকে আমিরাতভিত্তিক দ্য ন্যাশনাল এই খবর জানিয়েছে। ইসরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা সেনাসদস্যকে ৭ অক্টোবর ইসরায়েলি বসতিতে আকস্মিক হামলার সময় হামাস যোদ্ধারা অপহরণ করে গাজায় নিয়ে গিয়েছিল। স্থানীয় সময় অনুযায়ী আজ সোমবার সন্ধ্যায় তাঁকে উদ্ধার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাক্সে ইসরায়েলি সেনাবাহিনী এক টুইটে জানায়, উদ্ধার হওয়া সেনাসদস্যের নাম কর্নেল ইউরি মাগিদিশ। ওই টুইটে মাগিদিশসহ তাঁর পরিবারের সদস্যদের একটি ছবি পোস্ট করে উদ্ধারের তথ্য জানানো হয়।টুইটে বলা হয়েছে, ‘এই সৈনিকের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাঁর অবস্থা এখন ভালো এবং সে পরিবারের কাছে আছে।’ সূত্র: আজকের পত্রিকা ।

১২৪ চিকিৎসাকর্মী নিহত, গাজা ও পশ্চিম তীরের স্বাস্থ্যসেবায় যত ইসরায়েলি হামলা

ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধ ২৪ দিনে গড়িয়েছে। এখন পর্যন্ত অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরের স্বাস্থ্যসেবা খাতে বেশ কিছু ইসরায়েলি হামলার ঘটনা নথিভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার (৩০ অক্টোবর) এসব তথ্যের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত পশ্চিম তীরে ৯৯টি অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে ইসরায়েল। ৬৭টি স্বাস্থ্যসেবা দিতে বিঘ্ন ঘটিয়েছে। ৬১টি মেডিকেল টিম শারীরিক সহিংসতার শিকার হয়েছে। ১৯ জন স্বাস্থ্যকমী আটক হয়েছে। এছাড়া গাজায় এখন পর্যন্ত ১২৪ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক। ৫০টি অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে, যার মধ্যে ২৫টি এখন আর সেবা দিতে পারছে না। এছাড়া গাজার ৩৫টি হাসপাতালের মধ্যে ১২টি জ্বালানি ঘাটতির সম্মুখীন অথবা ইসরায়েলি বোমা হামলার কারণে সেবা দিতে পারছে না।একইসঙ্গে ৭২টি প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্লিনিকের মধ্যে ৪৬টি তার কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হয়েছে। সূত্র: দেশ রুপান্তর

গাজা সিটির কাছাকাছি প্রধান সড়কে দেখা যাচ্ছে ইসরায়েলি ট্যাঙ্ক

ইসরায়েলি ট্যাঙ্ক ও সশস্ত্র সামরিক যানগুলোকে গাজা সিটির কাছাকাছি একটি প্রধান সড়কে দেখা গেছে। গাজার উত্তর থেকে দক্ষিণে যে সড়ক রয়েছে, সালাহ-আল-দীন নামের যে সড়ক দিয়ে হাজার হাজার মানুষ নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করছেন, সেই সড়কে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি দেখা যাচ্ছে।বিবিসির যাচাই করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গাড়ির টিকে ট্যাঙ্কের গোলা ছোড়া হচ্ছে।বিবিসির সংবাদদাতা পল অ্যাডামস বলছেন, বিস্তৃত স্থল অভিযানের অংশ হিসাবে ইসরায়েলি সেনাবাহিনী যে গাজা দিকের দিকে মূল নজর দিচ্ছে, সেটা এখন পরিষ্কার হয়ে গেছে।ইসরায়েলি ট্যাঙ্ক এমন এলাকায় দেখা গেছে, যে ওয়াদি গাজাকে উত্তরের একটি সীমানা হিসাবে বর্ণনা করে বাসিন্দাদের দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি বাহিনী। তারা আস্তে আস্তে তাদের স্থল অভিযানকে আরও বাড়িয়ে চলেছে। সূত্র: বিবিসি বাংলা।

গাজা সংকটে দায়ী পশ্চিমারা, বিশ্বে বিশৃঙ্খলা দরকার যুক্তরাষ্ট্রের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডসহ মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংকটের পেছনে পশ্চিমা দেশগুলোকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী একের পর এক বিশৃঙ্খলা দরকার বলেও মন্তব্য করেছেন তিনি।মঙ্গলবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। মূলত টানা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েল গাজায় বোমাবর্ষণ করে চলেছে এবং এতে করে অবরুদ্ধ ওই ভূখণ্ডটিতে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার মধ্যপ্রাচ্যের সংকটের জন্য পশ্চিমকে দায়ী করেছেন। রাশিয়ার নিরাপত্তা পরিষদের সদস্য, সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থার প্রধানদের বৈঠকে দেওয়া ভাষণে তিনি এই অভিযোগ করেন।প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘মার্কিন অভিজাত শাসক ও তাদের ‘স্যাটেলাইট’ গাজার ফিলিস্তিনিদের হত্যার পেছনে এবং ইউক্রেন, আফগানিস্তান, ইরাক ও সিরিয়ার সংঘাতের পেছনে রয়েছে।’ সূত্র: ঢাকা পোস্ট

গাজায় ইসরায়েলি বাহিনীর ওপর হামলার দাবি হামাসের

গাজায় হানাদার ইসরায়েলি বাহিনীর দিকে তাদের যোদ্ধারা ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে হামাস দাবি করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ডাক প্রত্যাখ্যান করায় ফিলিস্তিনি ছিটমহলটির মানবিক সংকট আরও গভীর হয়েছে।
তিন সপ্তাহ আগে গাজার শাসক দল হামাস ইসরায়েলে নজিরবিহীন এক হামলা চালিয়ে সবাইকে বিস্মিত করে দেয়। ওই হামলায় ১৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে ইসরায়েলের কর্তৃপক্ষ জানিয়েছে। তারপর থেকে গাজা ভূখণ্ড অবরুদ্ধ করে সেখানে অবিরাম হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী।হামাসকে নির্মূল করার উদ্দেশ্যে গাজায় স্থল অভিযানের পরিসর বাড়িয়েছে ইসরায়েল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার ইসরায়েলি বাহিনী গাজার উত্তর থেকে দক্ষিণমুখে চলে যাওয়া প্রধান সড়ক সালাহ-আল-দীনকে লক্ষ্যস্থল করে এবং দুই দিক থেকে গাজা নগরীতে হামলা চালায়। সূত্র: বিডি নিউজ