সুইমিংপুল থেকে উঠে আসছেন শ্রাবন্তী, মুহূর্তেই ভাইরাল
আবারো স্বল্প পোশাকে সকলে নজর কাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। আর তাতেই আবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। সবশেষ সুইমিংপুল থেকে যে ছবি স্যোশাল মিডিয়া দিতেই উত্তাপ ছড়িয়েছে। মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই ছবি।
জানা গেছে, এ মুহূর্তে শ্রাবন্তী থাইল্যান্ডে ভ্রমণে গেছেন। সেখানেই সুইমিংপুলে তাকে এমন আবেদনময়ী রূপে দেখা গেছে। তার শরীরের পরতে পরতে যে উত্তাপ ছড়ানো আছে, তাই তিনি ছড়িয়ে দেন, তার অনুরাগীদের মাঝে।


একটি সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, তার ছেলে অভিমন্যু আর তার প্রেমিকা দামিনীকে সঙ্গে নিয়ে ঘুরতে গেছেন আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী। তার ছেলে অভিমন্যু মডেল দামিনী ঘোষের সঙ্গে প্রেম করছেন। গত সপ্তাহে দামিনীর জন্মদিন ছিল। এ কারণেই হয়তো ঘুরতে গেছেন তারা-এমনটাই ধারণা করেছেন শ্রাবন্তীর নিকটজনরা।
শ্রাবন্তীর ইনস্টাগ্রামে প্রকাশ করা ছবিতে দেখা গেছে, গোলাপি বিকিনি পরেছেন। তার রূপে জলের মাঝে যেন উত্তাপ ছড়িয়ে পড়েছে। সেই উত্তাপ ছুঁয়েছে নেটিজেনদের হৃদয়ও।
এমন রূপে শ্রাবন্তীকে দেখে ভক্তরা কেউ কেউ সমালোচনা ও করছেন। আবার কেই বা প্রশংসায় ভাসাচ্ছেন প্রিয় অভিনেত্রীকে। কিন্তু এসবে তিনি নজর দিচ্ছেন না। তার কাছে জীবনটাকে উপভোগ করাই একমাত্র লক্ষ্য।
প্রেম, বিবাহ, বিবাহ বিচ্ছেদ সব নিয়ে শ্রাবন্তীর জর্জরিত। জীবন নিয়ে কাটাছেঁড়া করতেও যথেষ্ট উৎসাহিত থাকেন, তবে যাই হোক না কেন, তিনি যে বাংলা চলচ্চিত্রের এক সুন্দরী অভিনেত্রী তা কিন্তু মেনে নিতেই হবে।