আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩

ডেমরায় বাসে আগুন, ভেতরে ঘুমন্ত চালকের সহকারীর মৃত্যু, আরেকজন দগ্ধ

রাজধানীর ডেমরার দেইলা এলাকায় দুর্বৃত্তরা একটি বাসে আগুন লাগিয়েছে। এতে ওই বাসের চালকের সহকারীর মৃত্যু হয়েছে। চালকের আরেকজন সহকারী দগ্ধ হয়েছেন। তাঁরা দুজনেই বাসের ভেতর ঘুমিয়ে ছিলেন।গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। ওই চালকের সহকারীর নাম নাইম। তাঁর বয়স ২২ বছর। বাসের মধ্য থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।আগুনে দগ্ধ আরেকজনও বাসচালকের সহকারী। তাঁর নাম রবিউল। বয়স ২৫ বছর। তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা আশরাফুল হালিম বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। সূত্র: প্রথম আলো

বিএনপির সমাবেশ ঘিরে তাণ্ডব
হামলা-সংঘর্ষ, পিটিয়ে পুলিশ হত্যা
* যুবদল নেতার মৃত্যু নিয়ে বিএনপি-পুলিশ পাল্টা-পাল্টি * পুলিশের বক্সে আগুন * প্রধান বিচারপতির বাসভবনের গেটে হামলা * গাড়িতে আগুন, ভাঙচুর সড়ক অবরোধ * কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ* আজ সকাল-সন্ধ্যা বিএনপির হরতাল * জামায়াতে ইসলামীও হরতাল ডেকেছে * রাতে হরতালবিরোধী মিছিল

রাজধানীতে গতকাল শনিবার বিএনপির মহাসমাবেশ চলাকালে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও ভিডিও চিত্রে দেখা গেছে, একদল তরুণ তাঁকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এদিকে সংঘর্ষের সময় যুবদলের এক নেতার মৃত্যু হয়েছে। বিএনপির দাবি, পুলিশের হামলায় তিনি মারা গেছেন। তবে এই দাবি অস্বীকার করে পুলিশ জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পুলিশ, সাংবাদিক, বিএনপির নেতাকর্মীসহ দেড় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ছাড়া পুলিশ বক্স এবং যাত্রীবাহী বাসসহ অন্তত ২০টি গাড়িতে আগুন দেওয়া হয়। সূত্র: কালের কণ্ঠ

রাজধানীতে নাজেহাল মানুষ, টান রুজিতে

অন্য রকম সকাল, হালকা কুয়াশা। নেই হাঁকডাক। মাঝিশূন্য নৌকা ঘাটে বাঁধা। গতকাল শনিবার সকালের এ চিত্র বুড়িগঙ্গার তীরে খেয়াঘাটগুলোর। পার হতে আগানগর থানার ঘাটে দীর্ঘক্ষণ অপেক্ষায় সিদ্দিকুর রহমান। মিটফোর্ডের বংশীবাজারে তৈজসপত্রের দোকানের এ বিক্রয়কর্মী বলেন, সকাল ৭টা থেকে নৌকার অপেক্ষায়। কিন্তু পুলিশের বাধায় চলছে না নৌকা। আগানগর ব্রিজঘাট এলাকায় নৌকার জন্য সকাল ৭টা থেকে প্রায় দুই ঘণ্টা অপেক্ষায় ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের নার্স নাহিদা আক্তার। নৌকা না পেয়ে তিনি বাসায় ফিরে যান। ফার্মগেটে বোনের বাসায় জরুরি কিছু কাগজপত্র পৌঁছে দিতে বাসা থেকে বের হন তাজুল ইসলাম। কিন্তু সদরঘাট বাসস্ট্যান্ডে এসে দেখেন, গাড়ি নেই। পরে ৪০০ টাকায় মোটরসাইকেল ভাড়া করেন তিনি। সূত্র: সমকাল

Nagad

বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করে প্রধানমন্ত্রী
পুড়িয়ে মারার ইতিহাস বিএনপি-জামায়াতের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দেশের উন্নয়ন করি, বিএনপি-জামায়াত ধ্বংস করে। আগুনে জ্যান্ত মানুষ পুড়িয়ে মারার ইতিহাস বিএনপি-জামায়াতের। আওয়ামী লীগের ২১ হাজার নেতা-কর্মী হত্যা করেছে ওরা। গতকাল দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ উদ্বোধন শেষে আনোয়ারায় এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। বেলা ১১টা ৪০ মিনিটে টানেলের উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৫০ মিনিটে পতেঙ্গা প্রান্ত থেকে টানেল দিয়ে দক্ষিণের আনোয়ারা প্রান্তে যায় প্রধানমন্ত্রীর গাড়িবহর। প্রথম ব্যক্তি হিসেবে টানেলের টোল পরিশোধ করেন প্রধানমন্ত্রী। সূত্র বিডি প্রতিদিন।

খুলে গেল স্বপ্নদুয়ার

শুধু স্বপ্ন দেখা নয়, স্বপ্নপূরণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্ণফুলী নদীর তলদেশে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল পার হলেন নিজেই। প্রথম যাত্রী হিসেবে টানেলের টোল পরিশোধ করে ইতিহাসের সাক্ষী হয়ে রইলেন তিনি।উৎসব, উচ্ছ্বাস আর আনন্দঘন পরিবেশে বহুল আলোচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের যাত্রা শুরু হলো গতকাল শনিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে খুলে গেল দক্ষিণ-পূর্ব উপকুলের সঙ্গে সংযোগের স্বপ্ন দুয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সকালে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে চট্টগ্রাম আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে টানেলের দুই প্রান্ত পতেঙ্গা ও আনোয়ারায় দুই পর্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১১টা ৪০ মিনিটে পতেঙ্গা প্রান্তে টানেলের উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী ড. হযাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষামন্ত্রী বেগম দীপুমনি, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ সময় উপস্থিত ছিলেন। সূত্র: দেশ রুপান্তর

হরতালে লঞ্চ-ট্রেন চলাচল স্বাভাবিক, বাস কম

রোববার সারা দেশে বিএনপি-জামায়াতের ডাকা সকাল–সন্ধ্যা হরতালে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে স্বাভাবিক হতে শুরু করেছে গণপরিবহন চলাচল। ছবিটি রাজধানীর ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল এলাকা থেকে তোলা। ছবি: মেহেদী হাসান
সারা দেশে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল চলছে। তবে হরতালের মধ্যেও রাজধানীর কমলাপুরে ট্রেন ও সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু যাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে কম দেখা গেছে। আজ রোববার সকাল থেকেই সবগুলো ট্রেন সময়মতো স্টেশন ছেড়েছে। অন্যদিকে ভোর থেকেই চাঁদপুর, ভোলা ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় সদরঘাট থেকে ছেড়ে গেছে লঞ্চ। দেশের বিভিন্ন অঞ্চল থেকেও সদরঘাটে লঞ্চ এসেছে।
কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আফসার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, হরতালে ট্রেনে কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে শিডিউল অনুযায়ী সব ট্রেন ছেড়েছে। সূত্র: আজকের পত্রিকা

কৃষি খাতে ব্যাংকের ঋণ বেড়েছে
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ৮ হাজার ৮২৪ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো

কৃষি খাতে ঋণ বিতরণ বাড়িয়েছে ব্যাংকগুলো। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) এ খাতে ৮ হাজার ৮২৪ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। এর ফলে কৃষিতে ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৫৪ হাজার ১৬৪ কোটি টাকা। এর মধ্যে ১৮ হাজার ৪৪১ কোটি টাকা বকেয়া। সার্বিকভাবে কৃষিঋণের খেলাপির হার ৭ দশমিক ৩৭ শতাংশ । বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে ৮ হাজার ৮২৪ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। এর বিপরীতে আদায় হয়েছে ৮ হাজার ১৪ কোটি টাকা।এই তিন মাসে সবচেয়ে বেশি ঋণ দিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি)। জুলাই-সেপ্টেম্বর সময়ে মোট ১ হাজার ৫২৭ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করেছে ব্যাংকটি। ৬৮১ কোটি টাকার ঋণ বিতরণ করে দ্বিতীয় অবস্থানে আছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক। আলোচ্য তিন মাসে ডাচ বাংলা ব্যাংক ৪৮৮ কোটি টাকা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৪৪৬ কোটি এবং আইএফআইসি ব্যাংক ৪৩৭ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। সুত্র: ইত্তেফাক

নয়াপল্টনে বিএনপি কার্যালয় বন্ধ, চারপাশে পুলিশ
ভবনের সামনের অংশে ‘ক্রাইস সিন’ লেখা হলুদ টেপ দিয়ে ঘিরে রাখা হয়েছে; সিআইডি সদস্যদের নমুনা নিতে দেখা গেছে।আগের দিন মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে কার্যত ফাঁকা বিএনপির দলীয় প্রধান কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ; নয়াপল্টনের এ ভবনের প্রবেশমুখের অংশে ‘ক্রাইম সিন’ লেখা টেপ ঝুলিয়ে দেওয়া হয়েছে।রোববার হরতালের দিন সকাল থেকেই সুনসান নয়াপল্টনে অবস্থিত দলটির কার্যালয়ের প্রধান ফটক তালাবন্ধ। আর ভবনের সামনের অংশে ‘ক্রাইস সিন’ লেখা হলুদ টেপ দিয়ে ঘিরে রাখা হয়েছে।নয়াপল্টনে বিএনপি কার্যালয় বন্ধ, চারপাশে পুলিশ-পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির সদস্যদের কার্যালয়ের সামনে এবং আশপাশ থেকে নমুনা সংগ্রহ করতে দেখা গেছে। বেশ কয়েকজন সদস্য ‘ক্রাইম সিন’ এর ভেতরে ও বাইরের অংশে ঘুরে ঘুরে সড়ক ও ফুটপাত থেকে বিভিন্ন নমুনা নেন। সূত্র: বিডি নিউজ

মোহাম্মদপুরে প্রজাপতি ও স্বাধীন পরিবহনে আগুন

রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল ও ময়ূর ভিলার বিপরীত পাশে প্রজাপতি ও স্বাধীন পরিবহনে আগুনের ঘটনা ঘটেছে।রোববার(২৯ অক্টোবর) ভোর রাতে ও সকাল সাড়ে দশটার দিকে পৃথক দুটি বাসে আগুনের ঘটনা ঘটে। সূত্র: ঢাকা পোস্ট

হরতালের ডাক বিএনপি-জামায়াতের, ঠেকানোর ঘোষণা আওয়ামী লীগের, পুলিশের প্রতি বিশেষ নির্দেশনা

জ্বলল আগুন নিভলো প্রাণ ফিরল হরতাল – এমন শিরোনাম দেশ রুপান্তরের। বলা হচ্ছে শনিবার রণক্ষেত্রে পরিণত হয় কাকরাইল পল্টন। নিহত হয়েছে এক পুলিশ ও এক যুবদল নেতা, আহত ২০০, আটক ৭ শতাধিক। ৩০ সাংবাদিকও আক্রান্ত হয়েছেন এবং সারা দেশে আজ হরতালের ডাক।রণক্ষেত্র ঢাকা হরতালের ডাক – দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম। এই খবরে বলা হয়েছে, পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে দলটির মহাসমাবেশ পণ্ড হয়ে গেছে। তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে নয়াপল্টন, কাকরাইল, বিজয়নগর, আরামবাগ, দৈনিক বাংলাসহ আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে দৈনিক বাংলা মোড়ে আরিফুল রহমান নামে একজন পুলিশ সদস্য নিহত হন। এ ছাড়া পুলিশের গুলিতে যুবদল নেতা শামীম মোল্লা নিহত হয়েছেন বলে বিএনপি জানিয়েছে। সূত্র: বিবিসি বাংলা।