ফিফা র‌্যাংকিংয়ে এগোলো বাংলাদেশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৩

ফিফা র‌্যাংকিংয়ে যে সুসংবাদ আসতে চলেছে তা মালদ্বীপকে হারানোর পরই আভাস পাওয়া যাচ্ছিলো। শুধু বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণার। সেই মাহেন্দ্রক্ষনও অবশেষে চলে এলো। বুধবার (২৬ অক্টোবর) ঘোষিত ফিফা তালিকায় বাংলাদেশ ৬ ধাপ এগিয়েছে। ১৮৯ থেকে বাংলাদেশের অবস্থান এখন ১৮৩। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে জামাল ভ‚ঁইয়ারা আছেন পাঁচে। বাংলাদেশের সামনে আছে ভুটান, নেপাল, মালদ্বীপ ও ভারত। পেছনে পাকিস্তান এবং শ্রীলংকা।

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানও বড় লাফ দিয়েছে র‌্যাংকিংয়ে। ১৯৭ থেকে চার ধাপ এগিয়ে ১৯৪ নম্বরে দেশটি। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বের অ্যাওয়ে ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলে ড্র করে হোম ম্যাচে ২-১ ব্যবধানে জিতে দ্বিতীয় পর্বে উঠেছে বাংলাদেশ।

এই জয়ে বাংলাদেশের র‌্যাংকিং পয়েন্ট ৮৯৪.২৩ থেকে বেড়ে হয়েছে ৯১২.৬৭। ফিফার নতুন তালিকায় যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। সেইসঙ্গে অবস্থান বদলায়নি দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্স, তৃতীয় স্থানে থাকা ব্রাজিল, চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ড ও পাঁচে থাকা বেলজিয়ামের।