মোংলায় উপমন্ত্রী হাবিবুন নাহারের পূজা মণ্ডপ পরিদর্শন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩

মোংলা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহার ৷

রোববার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে উপজেলার বুড়িরডাঙ্গা, পৌর কেন্দ্রীয় পূজা মন্দির, হলদিবুনিয়া বালুর মোড়, মিঠাখালি, সুন্দরবন সহ বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বী মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ৷

উপমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে নানা ধর্ম মতের মানুষ মিলেমিশে বসবাস করেন ৷ ধর্ম যার যার, উৎসব সকলের৷ বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এমন নজির আর নেই , এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে। পরিশেষে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করার আহবান জানান উপমন্ত্রী হাবিবুন নাহার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আ’লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মোংলা উপজেলা শাখার সভাপতি পীযূষ কান্তি মজুমদার সহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।