এবার আওয়ামী লীগের ২৮ অক্টোবর সমাবেশের ঘোষণা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩

বিএনপির পর এবার একই দিনে রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। আগামী ২৮ অক্টোবর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম-ও এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বুধবার নয়াপল্টনের সমাবেশ থেকে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সমাবেশ করবে দলটি।

সভায় মির্জা আজম বলেন, ২৮ অক্টোবর জামায়াত-বিএনপি মহাসমাবেশের নামে মরণকামড় দিতে চাইবে। সেদিন তারা মহাসমাবেশের নামে ঢাকা অবরোধ করবে। নাম দিয়েছে মহাসমাবেশ কিন্তু এটা হল তাদের অবরোধ। সে কারণে আমরাও সিদ্ধান্ত নিয়েছি তাদের (বিএনপি) ঢাকা দখল করতে দেবো না, ২৮ তারিখে আমরাও সমাবেশ করব। সেই সমাবেশে আমরা চাইবো তাদের চেয়ে বেশি জন সমাগম করার জন্য।

উল্লেখ্য, আগামী নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কথা রয়েছে। আর ভোটগ্রহণ হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। সেজন্য ইতোমধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। তবে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কিছুতেই নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। এজন্য তারা বেশ কিছুদিন ধরে আন্দোলনও করে আসছেন। অন্যদিকে সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনেই নির্বাচন করতে অনড় আওয়ামী লীগ।

এর আগে ১৮ অক্টোবর রাজধানীর নয়া পল্টনে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অনুষ্ঠিত সমাবেশ থেকে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Nagad