উইভলভবে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত
আজ ১০ অক্টোবর, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। ‘মানসিক স্বাস্থ্য সর্বজনীন মানবাধিকার’-এই প্রতিপাদ্য নিয়ে সারাবিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনে মধ্যে দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায়-মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘উইভলভ’ রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ’র ব্লক বি-তে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গ্রুপ সেমিনারের আয়োজন করা হয়।


যেখানে বক্তরা সামাজিক, পারিবারিক, অফিসিয়ালভাবে কিভাবে মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হয়, সেসব বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তরা ভালো থাকার জন্য জন্য নিজের যে যত্ন নেওয়া, টেনশন থেকে কিভাবে দূরে থাকবে, সেগুলো নিয়েও বিভিন্ন পরামর্শ প্রধান করা হয়।
দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯৯২ সালে প্রথমবার এ দিনটি পালন করা হয়। সেই থেকে প্রতি বছর ১০ অক্টোবর দিনটিকে মানসিক স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়।
মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে, বাংলাদেশের ১৮ দশমিক ৭ শতাংশ প্রাপ্তবয়স্ক এবং ১২ দশমিক ৬ শতাংশ শিশু-কিশোর মানসিক রোগে ভুগছেন। আক্রান্তদের ৯২ শতাংশই কোনো ধরনের চিকিৎসা নেন না।
সারাদিন. ১০ অক্টোবর. আরএ