পদ্মা হয়ে রেলের দুয়ার খুলছে আজ, এলাকাজুড়ে সাজসাজ রব

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২৩

অবশেষে অপেক্ষার অবসান হতে চলছে। দক্ষিণ অঞ্চলের মানুষের আরেকটি দীর্ঘ অপেক্ষার পালা শেষ করে আজ মঙ্গলবার (১০ অক্টোবর) স্বপ্নের পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এদিন সকাল ১০টায় মাওয়া রেল স্টেশনে পদ্মা সেতু দিয়ে রেল যোগাযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ ফরিদপুরের মানুষের বহুল আকাঙ্ক্ষিত আরেকটি স্বপ্ন পূরণ হবে।

তবে ঢাকা-ভাঙ্গা রেল রুট উদ্বোধন হলেও কিছুদিন পরেই এ রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। এরই মধ্যে ৮২ কিলোমিটার রেলপথসহ মাওয়া স্টেশন সম্পূর্ণ প্রস্তুত করেছে সংশ্লিষ্ট ব্যক্তিরা। মুন্সীগঞ্জের মাওয়া রেলস্টেশনে ফলক উন্মোচনের পর সুধীসমাবেশ হবে। তাই মাওয়া স্টেশনে সুধী সমাবেশ ঘিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা বলয়।

রেল কর্তৃপক্ষ জানান, শুরুতে তিনটি স্টেশনে ট্রেন থামবে। এগুলো হলো মাওয়া, পদ্মা (জাজিরা) ও শিবচর। পাশাপাশি শিগগিরই চালু হবে মুন্সীগঞ্জের নিমতলা স্টেশন।

এরই মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত সবকটি রেলস্টেশন বর্ণিল সাজে সাজানো হয়েছে। সমাবেশস্থল, উদ্বোধনী ট্রেন সাজানো শেষ হয়েছে।কমলাপুর-গেন্ডারিয়া-ভাঙ্গা জংশন পরিদর্শন করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

প্রকল্প সূত্র জানায়, আপাতত কমলাপুর স্টেশন থেকে মাওয়া হয়ে পদ্মা সেতু পেরিয়ে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে। এজন্য চীন থেকে কেনা নতুন সাতটি কোচের সমন্বয়ে একটি বিশেষ ট্রেন প্রস্তুত করা হয়েছে।

এলাকায় সাজসাজ রব

Nagad

পুরো এলাকাজুড়ে সাজসাজ রব, একই সঙ্গে ব্যাপক নিরাপত্তাকর্মীর উপস্থিতি। প্রধানমন্ত্রীকে বহনের জন্য প্রস্তুত করা বিশেষ ট্রেনের মহড়া চলছে। ১৪ বগির বিশেষ ট্রেন মাওয়া স্টেশনে প্রস্তুত। মঞ্চসহ সমাবেশস্থল তৈরি, সৌন্দর্য বন্ধনসহ আনুষঙ্গিক কর্মযজ্ঞ শেষ পর্যায়ে। বিভিন্ন ব্যানার, ফেস্টুনে সজ্জিত এলাকা। খানিক পরপর আকাশে মহড়া দিচ্ছে র‍্যাবের টহল হেলিকপ্টার।

মুন্সীগঞ্জের মাওয়া স্টেশন প্রাঙ্গণে বেলা ১১টার দিকে সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দেশি-বিদেশি অতিথিরা অংশ নেবেন। পরে ঢাকা-ভাঙ্গা রেলপথ উদ্বোধন ফলক উন্মোচন করে টিকিট কেটে দুপুর ১২টায় মাওয়া স্টেশন থেকে ট্রেনে যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী। ৩৮৬ অতিথি প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রেনযাত্রার সুযোগ পাবেন। দুপুর ১টায় ফরিদপুরের ভাঙ্গা জংশনে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বিকেলে ভাঙ্গার কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে জনসভায় ভাষণ দিবেন তিনি।