আইনে সংশোধন হচ্ছে: ছয় নয় তিন মাসের মধ্যে হবে সিটি নির্বাচন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৩

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। সংগৃহীত ছবি-

মেয়াদ শেষ হওয়ার আগের ৬ মাস নয় ৩ মাসের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন দিতে হবে। এমন ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, করপোরেশনের মেয়াদ শেষে ছয় মাসের মধ্যে নির্বাচন করতে হতো। এখন তিন মাসের মধ্যে করতে হবে। শপথ নেওয়ার ১৫ কার্য দিবসের মধ্যে প্রথম বৈঠক করতে হবে।

তিনি বলেন, সিটি করপোরেশনে বর্তমানের ‘সচিব’ পদের পরিবর্তে ‘নির্বাহী কর্মকর্তা’ হবেন। কাউন্সিলররা তিন মাস ছুটি ভোগ করতে পারতেন। এখন এটা কমিয়ে এক মাস করা হয়েছে। কোনো ওয়ার্ডের কাউন্সিলর দেশের বাইরে থাকলে আগে পার্শ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলর দায়িত্ব পালন করতেন, এখন সংরক্ষিত কমিশনার দায়িত্ব পালন করবেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোনো ব্যক্তি বা মালিকানায় কোনো রাস্তা, ডোবা নিজ উদ্যোগে পরিষ্কার না করা হলে জরিমানা করা যাবে। এজন্য সিটি করপোরেশন নির্দেশনা দেবে। নির্দেশনা না মানলে জরিমানা করা হবে। সিটি করপোরেশন বৃষ্টির পানি নিষ্কাশনের কাজ করবে। আগে এটা ওয়াসার কাজ ছিল।

সারাদিন. ৮ অক্টোবর

Nagad