অবশেষে জয়ের স্বাদ পেল আর্সেনাল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৩

ইংলিশ প্রিমিয়ার লিগের গত আসরে শিরোপার লড়াইয়ে এগিয়ে থেকেও শেষ অর্ধে ছন্দ হারিয়ে রানার্সআপ হয় আর্সেনাল। সেই সুযোগে ম্যানসিটি তাদের হ্যাটট্রিক শিরোপা জেতে। এবার প্রিমিয়ার লিগে প্রথম দেখায় সেই দুঃখ কিছুটা হলেও ঘোচালো আর্সেনাল।

রোববার (৮ অক্টোবর) এমিরেটস স্টেডিয়ামে ১-০ গোলে ম্যানসিটিকে হারিয়েছে আর্সেনাল। গ্যাব্রিয়েল মার্টিনেল্লির ৮৬তম মিনিটের একমাত্র গোলে তারা পেল এই জয়। সিটিজেনদের বিপক্ষে তারা সবশেষ লিগ ম্যাচ জিতেছিল ২০১৫ সালে। এই জয়ের মাধ্যমে আট বছর পর প্রিমিয়ার লিগে সিটিজেনদের হারানোর স্বাদ পেলো গানাররা। প্রিমিয়ার লিগে ম্যানসিটির কাছে টানা ১২ ম্যাচ হারের বৃত্ত থেকে বেরিয়ে এল তারা।

এই জয়ে চ্যাম্পিয়নদের টপকে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেল আর্সেনাল। শীর্ষে থাকা টটেনহ্যামের সমান ২০ পয়েন্ট তাদের। সমান ৮ ম্যাচ খেলে ২ পয়েন্ট পেছনে থেকে তিনে ম্যানসিটি (১৮)।