সাহিত্যের নোবেল পেলেন নরওয়ের লেখক জন ফসে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৩

সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ের জনপ্রিয় নাট্যকার ও লেখক জন ফসে। নাটক ও গদ্যে অনন্য ভূমিকা রাখায় তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। অনুচ্চারিত থেকে যাওয়া কথাগুলো নাটক এবং গদ্যে উপস্থাপন করার জন্য ইয়োন ফসেকে এই পুরস্কার দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিস একাডেমি তার নাম ঘোষণা করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভেরিফায়েড ‘নোবেল প্রাইজ’ অফিসিয়াল পেজেও তা জানানো হয়।

নাটক, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, শিশুসাহিত্য, অনুবাদ— এক কথায় সাহিত্যের প্রায় সব শাখায় বিচরণ করেছেন জন ফসি। তবে বিশেষ পারদর্শিতা দেখিয়েছেন নাটক ও উপন্যাসে। বর্তমানে বিশ্বের বিভিন্ন নাট্যশালায় যেসব পশ্চিমা নাট্যকারদের নাটক সবচেয়ে বেশি প্রদর্শিত হয়, জন ফসি তাদের মধ্যে অন্যতম।

সাহিত্যিক থিম হিসেবে ‘অমীমাংসা’র প্রতি ঝোঁক রয়েছে ফসির। বিশেষ করে তার উপন্যাসের ক্ষেত্রে দেখা যায়— চরিত্রগুলো প্রায় সময়ই এমন পরিস্থিতিতে পৌঁছায়, যার কোনো প্রথাগত সুনির্দিষ্ট সমাধান নেই। ১৯৮৫ প্রকাশ হওয়া তার দ্বিতীয় উপন্যাস ‘স্টেংড গিটার’ থেকে এই থিমে সাহিত্য রচনা শুরু করেন তিনি।

জন ফসের জন্ম ১৯৫৯ সালে। তার প্রথম উপন্যাস ‘রাউথ, স্বার্ত’ (লাল, কালো) প্রকাশিত হয় ১৯৮৩ সালে। ইউরোপে তিনি নাট্যকার হিসেবে খ্যাতি পান ১৯৯৯ সালে।

১৯০১ সাল থেকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়। চলতি বছর এ শাখার ১১৪তম পুরস্কার জয় করলেন জন ফসে।

Nagad

এর আগে, গত ২ অক্টোবর নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। প্রথমদিনে চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ী হিসেবে কাতালিন ক্যারিকো ও ড্র ওয়াইজম্যানের নাম ঘোষণা করা হয়। কাতালিন ক্যারিকো হাঙ্গেরিয়ান-মার্কিন বিজ্ঞানী এবং ড্র ওয়াইজম্যান মার্কিন চিকিৎসক ও বিজ্ঞানী।

পরেরদিন মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান মার্কিন বিজ্ঞানী পিয়ের অ্যাগোস্টিনি, হাঙ্গেরীয় বিজ্ঞানী ফেরেন্স ক্রাউজ এবং ফরাসি বিজ্ঞানী অ্যান লিয়ের। পরমাণু ও অণুর ভেতরে ইলেকট্রনের জগৎ নিয়ে পরীক্ষার জন্য তাদের এই পুরস্কার প্রদান করা হয়।

এ ছাড়া বুধবার রসায়নে নোবেল পুরস্কার পান ফরাসি গবেষক মুঙ্গি জি বাওয়েন্দি, মার্কিন গবেষক লুইস ই ব্রুস এবং অ্যালেক্সি আই একিমোভ। ৬ অক্টোবর শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে।

সারাদিন. ৫ অক্টোবর