চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের পি আর এস প্রস্তুতি ওয়ার্কশপ সম্পন্ন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৩

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের উদ্যোগে পি আর এস প্রস্তুতি ওয়ার্কশপ চট্টগ্রাম সিডি এ পাবলিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ অক্টোবর) দিন ব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সি ডি এ পাবলিক স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোহানা রহমান।

ওয়ার্কশপের পরিচালক জেলা রোভারের কোষাধ্যক্ষ জনাব মুহাম্মদ রুহুল আমিন খান এল টির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন।

প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি অধ্যাপক ফজলুল কাদের চৌধুরী এ এল টি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সি ডি এ এ পাবলিক স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ জনাব নুরুল আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা রোভারের সহকারী কমিশনার জনাব আফজর রহমান এল টি, জেলা রোভারের সহকারী কমিশনার অধ্যাপক মোঃ নোমান, হাবিব উল্লাহ পি আর এস, স্কাউটার মোহাম্মদ সাইফুিদ্দন, রোভার লিডার মাহমুদা আকতার লিমা রোভার ফখরুল ইসলাম, রোভার ফারজানা ইয়াসমিন। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনার দায়িত্ব পালন করেন চট্টগ্রাম জেলা রোভার সম্পাদক, এ জেড, এম বোরহান উদ্দীন এল টি।

চট্টগ্রাম জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি-বেসরকারি কলেজ ও মাদরাসা থেকে ৩৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৮ জন রোভার ও গার্ল ইন রোভার ওয়ার্কশপে অংশগ্রহণ করে।

Nagad

সারাদিন/৪ অক্টোবর/আর