নতুন ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ পরীমনি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৩

ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি। মা হওয়ার কারণে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। তারপরে আবার নায়ক শরীফুর রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিয়েবিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমনি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই তার জীবন। পাশাপাশি ক্যারিয়ারে নজর দিচ্ছেন এই নায়িকা। এখন একাধিক সিনেমায় যুক্ত হয়েছেন। এবার নতুন ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হলেন পরীমনি।

সোমবার (২ অক্টোবর) ফেসবুকে একটি ছবি পোস্ট করেন পরীমনি। তাতে দেখা যায়, চিত্রনাট্য হাতে হাস্যোজ্বল মুখে দাঁড়িয়ে পরীমনি। তার পাশে দাঁড়ানো নির্মাতা অনম বিশ্বাস। আর ক্যাপশনে পরীমনি বলেন, ‘দ্বিতীয় অধ্যায়। নতুন সূচনা। বিস্তারিত আসছে। আল্লাহ ভরসা।’

মা হওয়ার পর দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে এখন কাজে নিয়মিত হচ্ছেন। এর মধ্যে যুক্ত হচ্ছেন একাধিক নতুন চলচ্চিত্রে।

সন্তান জন্মদানের পর বেশকিছু সময় ক্যামেরার আড়ালে ছিলেন তিনি। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফের কাজে ফিরেছেন। সিনেমার পাশাপাশি নিয়মিত হচ্ছেন ওটিটিতেও। ইতোমধ্যে ওয়ব সিরিজ “পাফ ড্যাড”এ দেখা গেছে।

এখন তার ক্যারিয়ারে নতুন ইনিংস শুরু হচ্ছে। অনম বিশ্বাসের ওয়েব সিরিজে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন পরীমনি। তা জানিয়ে ‘দেবী’খ্যাত এই পরিচালক গণমাধ্যমকে বলেন, ‘কিঙ্কর আহসানের লেখা ‘রঙিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে ওয়েব সিরিজটি। সবকিছু ঠিক থাকলে দ্রুতই শুটিং শুরু হবে। ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ সিরিজটি মুক্তি পাবে।

শোনা যাচ্ছে, নতুন এই সিরিজে পরীমনির সঙ্গে আরো অভিনয় করবেন শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু, জিয়াউল হক পলাশ।

Nagad

গত সোমবার নতুন একটি ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন। সিরিজটি নির্মাণ করবেন অনম বিশ্বাস।

উল্লেখ্য, ২০২২ সালের ১০ জানুয়ারি রাজ-পরীর সম্পর্ক প্রকাশ্যে আসে। তারপর ২২ জানুয়ারি উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়। এখন বিচ্ছেদ; সামনা সামনি দেখা দেন না আলোচিত নায়িকা পরীমনি। এখন তার জীবন কাজ ও সন্তান।