আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
কিয়েভে বৈঠকে ইইউর ২৭ পররাষ্ট্রমন্ত্রী
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর ২৭ সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল ইউক্রেনের রাজধানী কিয়েভে বৈঠকে মিলিত হয়েছেন। যা প্রথমবারের মতো ঘটনা। গতকাল তাদের এ বৈঠক শুরু হয়। এমন সময় এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে যখন স্লোভাকিয়াতে রুশপন্থি নেতা নির্বাচনে জয়ী হয়েছেন এবং মার্কিন কংগ্রেসে সাময়িক বরাদ্দ থেকে ইউক্রেনের জন্য সহযোগিতা বাদ দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল গতকাল এক বিবৃতিতে বলেন, আমরা ইউক্রেনে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের এক ঐতিহাসিক বৈঠক আহ্বান করছি। ইউক্রেনীয় জনগণের প্রতি সংহতি ও একাত্মতা প্রকাশের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠকে যোগ দিতে ইতোমধ্যে কিয়েভে পৌঁছেছেন ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা। জোসেফ বোরেল এর আগে জানিয়েছেন, ইউক্রেনের ভবিষ্যৎ ইইউর মধ্যেই নিহিত। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা কিয়েভে সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার ইউরোপের ক্লান্তির ওপর নির্ভর করা উচিত নয়। জয়ী না হওয়া পর্যন্ত ইউক্রেনের প্রতি আমাদের দৃঢ় এবং স্থায়ী সমর্থনের একটি নমুনা হলো ইউক্রেনের রাজধানীতে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। আমরা দীর্ঘ সময়ের জন্য পাশে থাকব। কিন্তু এই বৈঠক কিয়েভকে সমর্থনকারী পশ্চিমা জোটের জন্য বিব্রতকর সময়ে অনুষ্ঠিত হচ্ছে। শীত চলে আসছে, এতে ইউক্রেনের ধীরগতির পাল্টা আক্রমণের বড় সাফল্যের প্রত্যাশা ম্লান হচ্ছে। কারণ শীতে কাদা ও বরফে পশ্চিমাদের দেওয়া ট্যাংকগুলো খুব একটা কাজে আসবে না। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক আসন্ন শীতের জন্য ইউক্রেনকে প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি সরবরাহের নিশ্চয়তা এই প্রস্তুতির অন্তর্ভুক্ত। তিনি বলেন, গত শীতে আমরা দেখেছি রাশিয়ার প্রেসিডেন্ট কী নির্মমভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।সূত্র: বিডি প্রতিদিন ।


মহারাষ্ট্রের হাসপাতালে ২৪ ঘণ্টায় ১২ নবজাতকসহ ২৪ জনের মৃত্যু
ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে ২৪ ঘণ্টায় ১২ নবজাতকসহ ২৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এসব মৃত্যুর জন্য ওষুধপত্রের ঘাটতিসহ জনবলের সংকটকে দায়ী করেছে। রাজ্যের নানদেনে শঙ্করাও চ্যাবন সরকারি হাসপাতালে এ ঘটনা ঘটেছে। নবজাতক ছাড়া বাকি ব্যক্তিদের বেশির ভাগই ছিলেন সাপে কাটা রোগী।শঙ্করাও চ্যাবন সরকারি হাসপাতালের ডিন বলেছেন, গত ২৪ ঘণ্টায় ৬টি ছেলে নবজাতক ও ৬টি মেয়ে নবজাতক মারা গেছে। এ ছাড়া প্রাপ্তবয়স্ক ১২ রোগী মারা গেছেন। তাঁদের বেশির ভাগই ছিলেন সাপে কাটা রোগী। বাকিরা নানা রোগে ভুগছিলেন। সূত্র: প্রথম আলো
কিয়েভে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন
ইউক্রেনকে দীর্ঘমেয়াদি সহায়তার বার্তা
প্রথমবারের মতো নিজেদের সীমানার বাইরে ইউক্রেনের রাজধানী কিয়েভে সম্মেলন করেছেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। আর এই সম্মেলনের মধ্য দিয়ে ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদি সমর্থনের ইঙ্গিতও দিলেন জোটের নেতারা।
ইউক্রেনকে দীর্ঘমেয়াদি সহায়তার বার্তাইউক্রেনের প্রতি সমর্থন নিয়ে জোটভুক্ত দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান বিভেদ এবং রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণে কিয়েভের বাহিনীর সীমিত সাফল্যের মধ্যেই এই সম্মেলন অনুষ্ঠিত হলো।ইইউ জোটের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেন, ‘আমরা ইইউ জোটের সদস্য পদপ্রার্থী দেশ ইউক্রেনে জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে এক ঐতিহাসিক সম্মেলন করছি। সূত্র: কালের কণ্ঠ
সুইডিশ অধ্যাপকের মন্তব্য
চলতি বিশ্ব শান্তিতে নোবেল পুরস্কারের অনুপযুক্ত
বছর ঘুরতেই আবারও হাজির নোবেল পুরস্কারের মৌসুম। প্রতি বছরের অক্টোবর মাসে আসে। কিন্তু এর কার্যক্রম বছরের শুরু থেকেই। ফেব্রুয়ারি থেকে টানা ৮ মাস ধরে চলে মনোনীতদের কাজের যাচাই-বাছাই। কিন্তু এবারের ‘শান্তি পুরস্কার’ নিয়ে চলছে তীব্র সমালোচনা। ইউক্রেন যুদ্ধের আগুনে পুড়ে ছারখার ‘চলতি বিশ্ব’ শান্তি পুরস্কারের অনুপযুক্ত। এমনটিই ধারণা করেছেন আন্তর্জাতিক বিষয়ক সুইডিশ অধ্যাপক পিটার ওয়ালেনস্টিন। বলেছেন, কমিটির পক্ষে এ বছর শান্তি পুরস্কার না দেওয়া অনেক দিক থেকেই উপযুক্ত হবে। যেমনটি ঘটেছিল অর্ধশতাব্দী আগে ১৯৭২ সালে। ভিয়েতনামের ভয়াবহ যুদ্ধকালীন সময়ে।’ ৬ অক্টোবর এ বছরের শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করবে কমিটি।একদিকে যুদ্ধ-সংঘাত। আর একদিকে উত্তপ্ত হয়ে জ্বলছে পৃথিবী। কোনো দিকে আবার মৃত্যুর মিছিল। কোথাও কোথাও তিক্ত করা হচ্ছে নারীদের জীবন। এমন অশান্ত পৃথিবীতে শান্তি পুরস্কার কার হাতে যাচ্ছে সেটাই দেখার পালা। কাকে দেওয়া যায় শান্তি পুরস্কার-তা নিয়েই ভাবছেন বিশেষজ্ঞরা। মনোনয়নের তালিকা গোপন থাকলেও ৩৫১ ব্যক্তি বা প্রতিষ্ঠান এতে রয়েছেন বলে জানা যায়। কিছু নোবেল পর্যবেক্ষক ইরানি নারীদের দিকে ইঙ্গিত করছেন। দেশটির অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি অ্যান্ড ফ্রিডম ইন ইরানের অ্যাক্টিভিস্ট মাসিহ আলিনেজাদ এবং নার্গেস মোহাম্মদিকে এই ধরনের ক্ষেত্রে সম্ভাব্য বিজয়ী হিসাবে দেখা হচ্ছে। যারা দেশটিতে পোশাক কোড লঙ্ঘনের বিরুদ্ধে গ্রেফতার মাহসা আমিনির মৃত্যুর পর থেকে নিজেদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। সূত্র; যুগান্তর
চাঁদের বুকে ‘চিরঘুমে’ চন্দ্রযান, কী বলল ইসরো?
চাঁদের দক্ষিণ মেরুতে ‘ঘুমিয়ে পড়া’ ভারতীয় চন্দ্রযানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সাড়া পাচ্ছে না দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের ‘জেগে ওঠার’ আশা ক্রমশ কমে যাচ্ছে। কারণ, গত ৩০ সেপ্টেম্বর থেকে চাঁদে সূর্যাস্ত শুরু হয়েছে। আবারও প্রবল ঠান্ডা পড়বে। তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস ৩০০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। গত ২২ সেপ্টেম্বর বিক্রম ও রোভারকে ‘জাগিয়ে’ তোলার চেষ্টা করেছিল ইসরো। তবে কোনো সাড়া পায়নি ইসরো। তারপরও চন্দ্রপৃষ্ঠে ‘ঘুমিয়ে’ থাকা ল্যান্ডার ও রোভারের সঙ্গে সংযোগের চেষ্টা চালানো হতে থাকে। তবে আশার বার্তা আসেনি।
ইসরো বলছে, চন্দ্রযানের ‘ঘুম’ না ভাঙলে হতাশ হওয়ার কিছু নেই। গত সপ্তাহে ইসরোর প্রধান এস সোমনাথ বলেন, ‘রোভার যদি ঘুম থেকে না ওঠে তাহলেও সমস্যা নেই। কারণ, যা যা কাজ করবে বলে পরিকল্পনা করা হয়েছিল, (তা ঘুমিয়ে পড়ার আগেই) করে ফেলেছে রোভার।’ সূত্র; সমকাল
মাটির নিচে বিদ্যালয় তৈরি করছে ইউক্রেন
প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য ভূগর্ভস্থ স্কুল তৈরি করতে যাচ্ছে ইউক্রেন। রাশিয়ার ঘন ঘন বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে খারকিভে এ শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি হবে বলে জানিয়েছেন শহরটির মেয়র। খবর দ্য গার্ডিয়ান। মেয়র ইহোর তেরেখভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানান, এই ধরনের স্থাপনা খারকিভের হাজার হাজার শিশুকে ক্ষেপণাস্ত্র হুমকির সময়ও নিরাপদে পড়াশোনা করতে সহায়তা করবে। যদিও যুদ্ধের কারেণ সম্মুখ সারির অঞ্চলের অনেক স্কুলকে অনলাইনে যেতে বাধ্য করেছে। এছাড়া খারকিভে মেট্রো স্টেশনে চালু করা হয়েছে শ্রেণীকক্ষ। স্টেশন জুড়ে প্রায় ৬০টিরও বেশি আলাদা ক্লাসরুমের ব্যবস্থা করেছে, সেখানে ১০০০ জনেরও বেশি বাচ্চাদের পড়ানো হচ্ছে।২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার আগে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের জনসংখ্যা ছিল ১৪ লাখের বেশি।শহরটিতে প্রায় প্রতিদিনই রাশিয়ান রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। চলতি বছর শিক্ষাবর্ষ শুরুর আগে খারকিভ কর্তৃপক্ষ স্কুলে শিক্ষার্থীদের স্বশরীরে উপস্থিত থাকার জন্য একটি পরিকল্পনা করেন। সূত্র: বণিক বার্ত।
‘ইমরানকে মানসিক নির্যাতন করা হচ্ছে’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদিয়ালা জেলে ‘মানসিকভাবে নির্যাতন’ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁর আইনজীবী নাঈম হেয়ারদার পাঞ্জোথা। তাঁর অভিযোগ, ইমরান খানকে কারাগারের তৃতীয় শ্রেণির একটি ছোট কক্ষে রাখা হয়েছে এবং হাঁটার জন্যও ওই কক্ষ থেকে বের হতে দেওয়া হচ্ছে না। এআরওয়াই নিউজের বরাত দিয়ে গত রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীকে দেওয়া খাবারের মান নিয়েও সন্দেহ প্রকাশ করেন তাঁর আইনজীবী। খাদ্যসংক্রান্ত করা একটি আবেদন এখনো আদালতে বিচারাধীন বলে জানান তিনি। এর আগে শনিবার ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে মূল অভিযুক্ত দেখিয়ে কূটনৈতিক তারবার্তা ফাঁস মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে একটি বিশেষ আদালতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) এই অভিযোগপত্র জমা দেয়। এতে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড কিংবা দুজনের ১৪ বছর করে কারাদণ্ড হতে পারে। সূত্র: আজকের পত্রিকা ।
দুর্গতির মাঝেই মিত্রকে প্রতিশ্রুতি
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় সহায়তাদাতা দেশ যুক্তরাষ্ট্র। গত বছর ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওয়াশিংটনের কাছ থেকেই মূলত সিংহভাগ সামরিক সহায়তা পেয়েছে কিয়েভ। ইউক্রেনের জন্য কোটি কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করা যুক্তরাষ্ট্রের নিজের পকেটে এবার টান পড়েছে। অর্থসংকটে যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয় নির্বাহ করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এমনকি বিশ্বের শীর্ষ ধনী দেশের সরকারি কার্যক্রমগুলো সম্প্রতি একেবারে মুখ থুবড়ে পড়া বা শাটডাউনের মুখেও পড়ছে। চরম এ পরিস্থিতি এড়াতে ক্ষমতাসীন ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের সমঝোতায় আপাতত দেশটির কংগ্রেসে আগামী ৪৫ দিনের জন্য সরকারি কাজ চালিয়ে নেওয়ার তহবিল অনুমোদন দিয়ে একটি বিল পাস হয়েছে। কিন্তু এ বিলে কিয়েভকে সহায়তার প্যাকেজ নেই। ইউক্রেনের জন্য প্রতিশ্রুতির ৬০০ কোটি ডলারের সামরিক সহায়তা অন্তর্ভুক্ত না করা নিয়ে দেখা দিয়েছে জটিলতা, যা হোয়াইট হাউজের সর্বোচ্চ অগ্রাধিকার তালিকায় রয়েছে। এ নিয়ে প্রশ্ন উঠেছে যে, দেশটির জন্য বাজেট কমিয়ে আনছে কি না ওয়াশিংটন। প্রধান মিত্রের এমন হাত গুটিয়ে নেওয়া ভালোভাবে নিতে পারেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের ওই বিলের নাম না নিয়ে ইঙ্গিতে তিনি গত রবিবার বলেন, ‘কিছুই রাশিয়ার বিরুদ্ধে তার দেশের লড়াইকে দমিয়ে দিতে পারবে না। ইউক্রেনে স্থিতিশীলতা কেউ চাইলেই “শাটডাউন” করে দিতে পারবে না।’ সূত্র: দেশ রুপান্তর
তুরস্কে আত্মঘাতী বিস্ফোরণের পর কুর্দি বিদ্রোহীদের ওপর হামলা
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মঘাতী বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর দেশটির সরকার জানিয়েছে, যে তারা উত্তর ইরাকে কুর্দি বিদ্রোহীদের উপর বেশ কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। সরকারের দাবি, এ পর্যন্ত তারা ২০টি লক্ষ্যবস্তু ধ্বংস করা দিয়েছে এবং নিষিদ্ধ বিদ্রোহী গোষ্ঠী পিকেকের বহু সংখ্যক জঙ্গিকে ‘ঠেকিয়ে দেয়া’ হয়েছে।পিকেকে জানিয়েছে, রবিবার সকালে রাজধানী আঙ্কারায় বোমা হামলা চালিয়েছে তাদের সাথে যুক্ত একটি গ্রুপ, যাদের একজন সদস্য নিজেও ওই আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছে।দ্বিতীয় হামলাকারী পুলিশের গুলিতে নিহত হন এবং দুইজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সূত্র: বিবিসি বাংলা
২২০ ব্যক্তি ও ২৫ প্রতিষ্ঠানের প্রতি সরকারের আচরণে জাতিসংঘের উদ্বেগ
বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এসব দেশে অন্তত ২২০ ব্যক্তি ও ২৫ প্রতিষ্ঠান সরকার এবং প্রভাবশালী গোষ্ঠীর লাগাতার হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও প্রতিশোধপরায়ণতার শিকার হচ্ছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এসব দেশের ক্ষমতাসীন সরকার ও প্রভাবশালী গোষ্ঠীকে এমন আচরণ থেকে বের হয়ে ‘ডু নট হার্ম’ নীতি মেনে চলার আহ্বান জানিয়েছেন। প্রতিবেদনে বিশ্বের ৪০টি দেশে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান এমন আচরণের শিকার হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। এ দেশগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে। সূত্র: কালবেলা