খালেদা জিয়াকে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না: ফখরুল
খালেদা জিয়াকে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, মিথ্যা প্রতারণা করে জনগণকে ভুল বুঝিয়ে, আইনের ভুল ব্যাখ্যা দিয়ে তাকে বিনা চিকিৎসায় সরকার হত্যা করতে চায়। তারা যে কথাগুলো বলছেন, সেটার উদ্দেশ্য একটাই তারা আসলে কাপুরুষ-ভীতু। তারা জানে খালেদা জিয়া যদি সুস্থ হয়ে যান, আবার জনগণের মধ্যে ফিরে আসেন, তার ডাকে কোটি মানুষ রাস্তায় নেমে আসবে। তখন তাদের ধ্বংস হয়ে যাবে।
সোমবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কৃষক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। সরকারের পদত্যাগের ১ দফা দাবি এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে কৃষক সমাবেশের আয়োজন করে কৃষক দল।


খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সময় ৯ মাস কারাগারে বন্দি ছিলেন উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, আমি সবসময় বলি বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা হচ্ছেন খালেদা জিয়া। এই কথা বললে তাদের (আওয়ামী লীগ নেতাদের) গায়ের মধ্যে আগুন জ্বলে। কারণ তারা তো মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিল না। তারা তো সেদিন পাকিস্তান সেনাবাহিনীর ভাতা খেয়েছিল। বাস্তব কথা বলছি। অনেকের কষ্ট হতে পারে, কিন্তু কথাটা সত্য।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে কথা বলে আওয়ামী লীগ দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পিটার হাসকে নিয়ে তারা (সরকার) খুব লেগেছে। মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে সমস্ত কূটনৈতিক আচারকে উপেক্ষা করে তাঁর বিরুদ্ধে তারা যা নয়, তাই বলছে। তাদের বশংবদ টেলিভিশনগুলো নানারকম ফিচার তৈরি করছে।
মেগা প্রকল্পে দুর্নীতির সমালোচনা করে ফখরুল বলেন, সাধারণ মানুষের এই মেগা প্রকল্পের মেগা দুর্নীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা দুবেলা দুমুঠো মোটা ভাত খেতে, মোটা কাপড় পরতে চায়। সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘টার্মিনাল বানাচ্ছেন, টানেল বানাচ্ছেন, উড়াল সেতু বানাচ্ছেন। এখন কি আমরা বলব-উড়াল সেতু খেয়ে আমরা স্বর্গে যাব গো, টানেল খেয়ে আমরা স্বর্গে যাব গো, টার্মিনাল খেয়ে স্বর্গে যাব গো।’
নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন, ‘আজকে বলছেন নির্বাচন হবেই। আমরা যেভাবে করেছি, সেভাবেই নির্বাচন হবে। ২০১৪-১৮–এর মতো তারা আবার আরেকটা নির্বাচন করতে চায়। খুব মজা পেয়ে গেছে…! ভেবেছে এবারও বিএনপিকে দূরে রেখে একতরফা নির্বাচন করবে। আজকে শুধু বিএনপি নয়, সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়েছে। সবাই একযোগে বলছে—আর কোনো কথা শুনতে চাই না, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই।’
কৃষক দলের সভাপতি হাসান জারিফ তুহিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।