তিন দিনের ছুটি: অনেকটা যানশূন্য রাজধানী ঢাকা
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবি। সঙ্গে সাপ্তাহিক দুই দিনের ছুটি মিলিয়ে মোট তিন দিনের ছুটিতে গেছে দেশ। রোজকার ভিড়, ঠেলাঠেলি, মানুষের কোলাহল, যানজট কিছুই নেই । ফুটপাতে হকারেরও ডাকহাকও নেই। কারণ টানা ছুটি কাজে লাগিয়ে অনেক মানুষ রাজধানী ছেড়ে গেছেন। ফলে নেই যানজট, নেই কর্মব্যস্ততা মানুষের উৎকণ্ঠা।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে এই চিত্র দেখা গেছে। সড়কে গণপরিবহনের সংখ্যা কম। ঢাকার সড়ক ফাঁকা দেখে মনে হচ্ছে ঈদের ছুটি বা লকডাউন চলছে। প্রয়োজনের তাগিদে বের হওয়া মানুষগুলো সহজেই যাচ্ছেন গন্তব্যে। বাধাহীনভাবে ছুড়ে চলছে গাড়িগুলো।


এ ছাড়া সড়কে দু-একটি বাস চললেও তাতে যাত্রীর সংখ্যা কম। সাধারণত প্রতি বৃহস্পতিবার ঢাকার রাস্তাঘাটে যানবাহন ও যাত্রীদের প্রচুর চাপ থাকে। কারণ, এদিন সপ্তাহের শেষ কর্ম দিবস থাকে। কিন্তু আজ সেই চিত্র নেই।
টানা ছুটিতে রাস্তা ফাঁকা থাকার ব্যাপারে গণপরিবহনের চালকরা বলছেন, বৃহস্পতিবার ও শুক্রবারে রাস্তার অবস্থা একই থাকবে। শনিবারে অনেক বেসরকারি অফিস খুললে তখন যাত্রীর সংখ্যা বাড়বে।