ঝিনাইদহে আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব
ঝিনাইদহের শৈলকূপায় ইমদাদুল মণ্ডল (৪১) নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
রবিবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার চরধলহরা গ্রামের বরিয়া প্রাইমারি স্কুলের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-৬ এর কোম্পানি কমাণ্ডার স্কোয়াড্রন লিডার মো. ইসতিয়াক হোসেন ।


ইমদাদুল উপজেলার চরধলহরা গ্রামের দিলবার মণ্ডলের ছেলে।
কমাণ্ডার স্কোয়াড্রন লিডার মো. ইসতিয়াক হোসেন আজ দুপুরে এক প্রেস নোটের মাধ্যমে জানান, দীর্ঘ দিন ধরে অস্ত্রের ব্যবসাসহ সন্ত্রাসী কার্যকালাপের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ইমাদুলকে আটক করা হয়েছে। আটকের পর তার স্বীকারোক্তি মোতাবেক আসামীর হেফাজত থেকে একটি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করা হয় । পরে তাকে অস্ত্র আইনের মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে উক্ত আগ্নেয়াস্ত্র প্রদর্শন পূর্বক এলাকায় বিভিন্ন মাদক ব্যবসা, চাঁদাবাজি, রাহাজানীসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত।