নেইমারের অভিষেক ম্যাচে আল-হিলালের গোল উৎসব

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৩

অবশেষে সৌদি প্রো লিগে অভিষেক ঘটলো নেইমার জুনিয়রের। গত মৌসুম শেষে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দিয়েছেন ব্রাজিলীয় তারকা নেইমার। ইনজুরির কারণে দলটির জার্সিতে এতোদিন মাঠে নামতে পারেননি তিনি। ব্রাজিলিয়ান এই তারকার মাঠে নামার দিনে প্রতিপক্ষ আল রিয়াদকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে আল হিলাল।

চোট থেকে ফিরেই জাতীয় দলের জার্সিতে খেলেছেন নেইমার। কনমেবল অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে সৌদি প্রো লিগে ঘরের মাঠ প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে ৬-১ গোল ব্যবধানে জয় পেয়েছে নেইমাররা। অভিষেক ম্যাচে গোল না পেলেও অ্যাসিস্ট করেছেন নেইমার।

এই জয়ে সৌদি প্রো লিগে শীর্ষে উঠে এলো আল-হিলাল। ৬ ম্যাচে ৫ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নেইমারের দল। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে করিম বেনজেমার দল আল-ইত্তিহাদ।