শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করছে ভারত
এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে বড় জয়ের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে ভারত।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দলটির অধিনায়ক রোহিত শর্মা।


এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছে ভারত। স্পিনবান্ধব উইকেটে পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরের পরিবর্তে দলে এসেছেন স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। অন্যদিকে স্বাগতিক শ্রীলঙ্কা মাঠে নেমেছে অপরিবর্তিত একাদশেই।
এই ম্যাচে জয় পেলেই কার্যত ফাইনাল নিশ্চিত করবে ভারত। চার পয়েন্ট নিয়ে সবার উপরে থাকবে তারা। পাকিস্তানের বিপক্ষে ২২৮ রানে জয়ের পর রানরেটেও অনেকটাই এগিয়ে থাকবে ভারত।
তবে বাংলাদেশের প্রত্যাশায় থাকবে লঙ্কানদের জয়। তাতে বাংলাদেশের ফাইনাল খেলার স্বপ্নটাও অন্তত অক্ষত থাকবে।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ইশান কিশান (উইকেটরক্ষক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রাবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেটকিপার), দিমুথ করুনারাত্নে, সাদিরা সামাভিকরামা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মাহেশ থিকসানা, কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা।
সারাদিন/১২ সেপ্টেম্বর/এমবি