আবারও কলকাতার সিনেমায় অভিনেত্রী ফারিণ
বলিউড অভিনেতা আমির খান প্রযোজিত কলকাতার সিনেমায় অভিনয় করছেন বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ‘লাপতা লেডিস’ খ্যাত চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামীর সিনেমায় নায়িকা হচ্ছেন তিনি।
‘পাত্রী চাই’ শিরোনামে সিনেমায় ফারিণের নায়ক কলকাতার অভিনেতা অর্জুন চক্রবর্তী। সোশ্যাল স্যাটায়ারধর্মী গল্পের সিনেমাটিতে আরও রয়েছেন সব্যসাচী চক্রবর্তী ও মমতাশস্কর।


ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, সিনেমাটি হচ্ছে সোশ্যাল স্যাটায়ারধর্মী গল্প নিয়ে। চিত্রনাট্যকার বিপ্লব বলেন, “পুরুষতান্ত্রিক সমাজের ফাঁপা দস্তকে নাড়িয়ে দেওয়ার গল্প ‘পাত্রী চাই’।” আগামী দুর্গাপূজার পরেই ‘পাত্রী চাই’ সিনেমার শুটিং শুরু হবে।
বছর কয়েক আগে নতুন চিত্রনাট্যকারের খোঁজে আয়োজিত হয়েছিল এক প্রতিযোগিতা। সেখান থেকেই উঠে আসেন বিপ্লব গোস্বামী। তার গল্প পড়ে রীতিমতো চমকে গিয়েছিলেন বলিউড অভিনেতা আমির খান। সেই গল্প নিয়েই তৈরি হয়েছে ‘লাপতা লেডিস’। ‘লাপতা লেডিস’ সিনেমাটি পরিচালনা করেছেন কিরণ রাও।
সারাদিন/১২ সেপ্টেম্বর/এমবি