আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৩

সুদানে ড্রোন হামলায় নিহত ৪০, আহত ৭০

গৃহযুদ্ধে বিপর্যস্ত উত্তরপূর্ব আফ্রিকার দেশ সুদানের রাজধানী খার্তুমের একটি বাজারে ড্রোন হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭০ জন। কুরো মার্কেট এলাকায় রোববার সকালের এই হামলা সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে যুদ্ধের অংশ বলে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা। খবর আল-জাজিরার। গত এপ্রিলে সুদানের সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান এবং আরএসএফের প্রধান মোহাম্মদ হামদান দাগলোর মধ্যে মতপার্থক্য দেখা দেয়। এরপর দুই বাহিনী রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। আরএসএফকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করতে চেয়েছিলেন সেনাপ্রধান বুরহান। এতে হামদান দাগলো বাধা দিলে লড়াই শুরু হয়। সূত্র: সমকাল

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যের পার্লামেন্টের গবেষক গ্রেপ্তার

যুক্তরাজ্যের পার্লামেন্টের এক গবেষককে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীন গ্রেপ্তার করা হয়েছে। তিনি চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন বলে অভিযোগ। পুলিশ নিশ্চিত করেছে, তারা এ আইনের অধীন গত মার্চ মাসে দুজন পুরুষকে গ্রেপ্তার করে। তাঁদের একজনের বয়স কুড়ির কোঠায়, আরেকজনের ত্রিশের কোঠায়।একাধিক সূত্র বিবিসিকে জানিয়েছে, গ্রেপ্তার দুজনের মধ্যে একজন যুক্তরাজ্যের পার্লামেন্ট–বিষয়ক গবেষক। তিনি আন্তর্জাতিক বিষয় নিয়ে কাজ করতেন। যুক্তরাজ্যের সানডে টাইমস প্রথম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুসারে, যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির একাধিক এমপির সঙ্গে এই গবেষকের সম্পর্ক ছিল বলে ধারণা করা হয়। সূত্র প্রথম আলো

ধ্বংসস্তূপে বহু মানুষ আটকা, আর্তনাদ

উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে গত শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পে পাহাড়ি গ্রামসহ অনেক জনপদ মাটির সঙ্গে মিশে গেছে। দুর্গত এলাকাগুলোতে চলছে আহত ও স্বজন হারানো মানুষের আর্তচিৎকার ও শোক। গতকাল রবিবার পর্যন্ত নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছে আরো দুই হাজারের বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া সম্ভাব্য জীবিত ও মৃতদের খোঁজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। ধ্বংসস্তূপে বহু মানুষ আটকা, আর্তনাদসরকারিভাবে গতকাল বিকেলে জানানো হয়েছে, ভূমিকম্পে নিশ্চিতভাবে দুই হাজার ১২ জন নিহত এবং দুই হাজার ৫৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। মরক্কোতে ১৯৬০ সালের পর থেকে সবচেয়ে ভয়াবহ এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। সূত্র: কালের কণ্ঠ

Nagad

রুশ নেতাদের ট্রাইব্যুনালে বিচারের জন্য চাপ কিয়েভের

রুশ-ইউক্রেন যুদ্ধের মধ্যেই রাশিয়ার নেতাদের বিরুদ্ধে বিচারের জন্য আদালত গঠনের দাবি জানিয়ে আসছে কিয়েভ। তবে এ দাবি দীর্ঘ দিনেও অগ্রগতি না হওয়ায় নিন্দা করেছে ইউক্রেন। এদিকে গতকাল ভোরে কিয়েভজুড়ে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।ইউক্রেনের নেতারা রাশিয়ার স্থাবর সম্পত্তি হস্তান্তর নিয়েও কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে তারা। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, আমরা দুটো বিষয়ে এক ধরনের অচলাবস্থার মধ্যে রয়েছি। প্রথম ইস্যুতে আমাদের মতপার্থক্য রয়েছে এবং দ্বিতীয় বিষয়ে স্পষ্টতই ইচ্ছার অভাব রয়েছে।’তিনি বলেছিলেন জি৭ গ্রুপ একটি হাইব্রিড ট্রাইব্যুনালকে সমর্থন করেছে যা ইউক্রেনীয় আইনের ভিত্তিতে হবে। যেখানে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন বা পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়ার দাবি করা হবে। নইলে রুশ নেতাদের কোনো বিচারই হবে না। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অ্যান্ড্রি কোস্টিন বলেছেন, ‘বিবাদীর বেঞ্চে পুতিন ছাড়াই ট্রাইব্যুনাল হবে, এটা কোনো ইউক্রেনীয়কে বোঝানো অসম্ভব।’ সূত্র: বিডি প্রতিদিন।

১২৩ একরের বিশাল ‘ভারত মন্ডপম’ আজ ফাঁকা

নয়াদিল্লির প্রগতি ময়দানের ‘ভারত মন্ডপম’কে এক নামেই চেনে সারা বিশ্ব। দু’দিনের সম্মেলন শেষে আজ ফাঁকা হয়ে যাবে ভারত মন্ডপম। চলবে গোছগাছ, পরিচ্ছন্নতার কাজ। এনডিটিভি।
বিশাল ও অত্যাধুনিক এ সম্মেলন কেন্দ্রকে বলা হচ্ছে ভারতের সাংস্কৃতিক ‘করিডর’। দেশটির সংস্কৃতি ও ঐতিহ্যকে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এর স্থাপত্যশৈলীতে। রাজধানীর প্রগতি ময়দানে ১২৩ একরের ওপর দাঁড়িয়ে আছে ‘ভারত মন্ডপম’। প্রায় দুই হাজার ৭০০ কোটি রুপি বিনিয়োগে নির্মাণ করেছে মোদি সরকার। চলতি বছরের ২৬ জুলাই কেন্দ্রটি উদ্বোধন করা হয়। ‘ভগবান বসভেশ্বর’র অভিজ্ঞতা মন্ডপম ধারণা থেকে এর নামকরণ করা হয়। কমপ্লেক্সটি ইতোমধ্যেই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। বিশ্বের প্রধান প্রদর্শনী ও সম্মেলন কেন্দ্রগুলোর মধ্যে একটি হিসাবে এর অবস্থান মজবুত করেছে। আরামদায়কভাবে সাত হাজার অংশগ্রহণকারীকে খুব সহজেই জায়গা দিতে পারে। আয়তনে অস্ট্রেলিয়ার বিখ্যাত সিডনি অপেরা হাউজকেও ছাড়িয়ে গেছে ‘ভারত মন্ডপম’। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রদর্শনী, বাণিজ্য মেলা, বিশাল সম্মেলন ও বৈঠকসহ মর্যাদাপূর্ণ সমাবেশের আয়োজন করার জন্য ডিজাইন করা হয়। সূত্র: যুগান্তর

অবৈধ অভিবাসী ঠেকাতে কঠোর সৌদি আরব, এক সপ্তাহে গ্রেপ্তার ১৬২৫০

সৌদি সরকার আবাসিক, শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহের মধ্যে ১৬ হাজার ২৫০ জনকে গ্রেপ্তার করেছে। সরকারের এক বিজ্ঞপ্তির বরাতে আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। আবাসিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৯ হাজার ৩৪৩ জন, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টায় ৪ হাজার ৫৫৫ জন ও শ্রম আইনে আরও ২ হাজার ৩৫২ জনকে গ্রেপ্তার করা হয়। প্রতিবেদন অনুসারে, অবৈধভাবে রাজ্যে প্রবেশের চেষ্টা করায় যে ৭৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাঁদের মধ্যে ৬২ শতাংশই ইয়েমেনের, ২৭ শতাংশ ইথিওপিয়ার এবং ১১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। পাশের দেশগুলোতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করায় ১৮ জনকে এবং আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত থাকায় ১৩ জনকে আটক করা হয়েছে। সূত্র: আজকের পত্রিকা ।

দিল্লি ঘোষণায় হতাশ ইউক্রেন

ভারতে শেষ হয়েছে গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ জোটের শীর্ষ সম্মেলন। সম্মেলনের প্রথম দিনেই সদস্যরাষ্ট্রগুলোর সবার সম্মতিক্রমে গৃহীত হয় আয়োজক দেশ ভারতের উত্থাপিত নয়াদিল্লি ঘোষণা। ওই ঘোষণায় রাশিয়ার বিরুদ্ধে কোনো ধরনের নিন্দা জানানো হয়নি। ফলে রাশিয়ার পক্ষ থেকে এই সম্মেলনকে মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে। যৌথ ঘোষণার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যও। অন্যদিকে হতাশা প্রকাশ করেছে ইউক্রেন। গতকাল এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ভারতে জি-২০ যৌথ ঘোষণার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এই ঘোষণাকে আস্থা অর্জনের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক বলে অভিহিত করেছেন এবং বলেছেন, গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করতে প্রয়োজনে জি-২০ ঐক্যবদ্ধ হতে পারে। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, জি-২০ সম্মেলন থেকে দেওয়া যৌথ ঘোষণায় ইউক্রেনের যুদ্ধ সম্পর্কে খুব কঠোর ভাষা রয়েছে। এই ঘোষণায় দৃঢ় ভাষা, খাদ্যের দাম এবং খাদ্য নিরাপত্তার ওপর যুদ্ধের প্রভাব তুলে ধরা হয়েছে।কিন্তু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মিত্র হওয়া সত্ত্বেও ইউক্রেন এই ঘোষণাকে সেভাবে দেখছে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেনকো বলেছেন, জি-২০ জোটের ‘গর্ব করার মতো কিছু নেই। তিনি বিশেষভাবে ঘোষণার একটি অংশ তুলে ধরেন যেখানে ‘ইউক্রেনের যুদ্ধ’ বলা হয়েছে। । সূত্র দেশ রুপান্তর

পাল্টা আক্রমণ চালাতে ইউক্রেনের হাতে সময় আছে এক থেকে দেড় মাস: যুক্তরাষ্ট্র

শীত শুরু হওয়ার আগে ইউক্রেনের পাল্টা আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য ৩০ দিনের কিছু বেশি সময় বাকি আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সেনা প্রধান। বিবিসির সানডে উইথ লরা কুয়েনসবার্গ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে জেনারেল মার্ক মিলে বলেছেন, শীত চলে এলে ঠান্ডা আবহাওয়ায় ইউক্রেনের পক্ষে যুদ্ধে জেতা আরও কঠিন হয়ে উঠবে।তিনি স্বীকার করেছেন, যে হারে আক্রমণ হওয়ার কথা তার চাইতে ধীর গতিতে হয়েছে। তবে তিনি এটাও বলেছেন: “এখনও প্রচণ্ড লড়াই চলছে। ইউক্রেনীয়রা এখনো ধীর গতিতে এগিয়ে যাচ্ছে।”জেনারেল মিলে বলেছেন, পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে কিনা তা বলার সময় এখনো হয়নি। তবে ইউক্রেন, রাশিয়ার ফ্রন্ট লাইনের মধ্য দিয়ে খুব ধীর গতিতে অগ্রসর হচ্ছে”। সূত্র: বিবিসি বাংলা।

৪৩৭ বছর পর পৃথিবীর কাছাকাছি নিশিমুরা ধূমকেতু, দেখা যাবে খালি চোখে

‘নিশিমুরা ধূমকেতু’, যা ৪৩৭ বছরে একবার পৃথিবীর কাছাকাছি আসে। আর যখনই এটি পৃথিবীর কাছে আসে, এটিকে খালি চোখে দেখা যায়। এর জন্য প্রয়োজন হবে না কোনো টেলিস্কোপের। এমন উজ্জ্বল ধূমকেতুকে বলা হয় বৃহৎ ধূমকেতু। যা সচরাচর দেখা যায় না। তাই যারা আকাশের খবর রাখেন, তারা আগামীকাল অর্থাৎ ১২ সেপ্টেম্বর আকাশের দিকে চোখ রাখতেই পারেন।মূলত, ধূমকেতুটি জ্যোতির্বিদ হিডিও ‘নিশিমুরা’র নামে নামকরণ করা হয়। আগস্ট মাসে এ ধূমকেতুর আবিষ্কার করেছিলেন এ জ্যোতির্বিদ। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, একটি ধূমকেতু আগামী ১২ সেপ্টেম্বর খালি চোখে আকাশে দেখা যাবে। এর নাম ‘নিশিমুরা’। চলতি বছরের ১১ আগস্ট, প্রথমবারের মতো এ ধূমকেতু সন্ধান পান জ্যোতির্বিজ্ঞানীরা। ঢাকা পোস্ট ।

ব্রাজিলে পুতিনকে গ্রেপ্তার করা হবেন না: লুলা

ভারতে জি-২০ সম্মেলনে অংশ নেয়া ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন ২০২৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে পুতিন যোগ দিলেও তাঁকে গ্রেপ্তার করা হবে না। বিশ্বের শীর্ষ উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এর পরবর্তী সভাপতি ব্রাজিল।বিদায়ী সভাপতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে লুলার কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। সেই ধারাবাহিকতায় জি-২০ জোটের পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলের রিও ডি জেনিরোতে।লুলা জানান, পুতিনকে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে। মূল সম্মেলন অনুষ্ঠিত হওয়ার আগে জোটের উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে রাশিয়ায় একটি সম্মেলন করবেন বলেও জানান তিনি। খবর আল জাজিরা। ব্রাজিলের প্রেসিডেন্ট সংবাদমাধ্যমকে বলেন, আমি আপনাকে বলছি আমি যদি তখনো ব্রাজিলের প্রেসিডেন্ট থাকি, তবে তিনি ব্রাজিলে আসতে পারবেন এবং কেউই তাকে গ্রেপ্তার করতে পারবে না। সূত্র: বাংলানিউজ