শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা: মূলহোতাসহ আটক ৩

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৩

রাজধানীর মোহাম্মদপুরে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার অভিযোগে মূলহোতা মোয়াজ্জেম হোসেন প্রান্তসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
শুক্রবার (০৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে র‍্যাব সদস্যরা।

র‍্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

আ ন ম ইমরান খান জানান, বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে আজিজ মহল্লা এলাকায় আকাশ (১৫) নামে এক শিক্ষার্থীকে নৃশংসভাবে পিটিয়ে হত্যাকাণ্ডের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

র‍্যাব কর্মকর্তা আরও বলেন, কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

সারাদিন/০৯ সেপ্টেম্বর/এমবি

Nagad